Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    রাজা আবারও স্বীকার করেন যে তিনি অবিচার করছেন

    আবার রাজার কন্ঠে স্বীকারোক্তি ধ্বনিত হল: “আমি পাপ করিয়াছি; বস দায়ূদ, ফিরিয়া আইস; আমি তোমার হিংসা আর করিব না, কেননা অদ্য আমার প্রাণ তোমার দৃষ্টিতে মহামূল্য ছিল। দেখ, আমি নির্ব্বোধের কর্ম করিয়াছি, ও বড়ই ভ্রান্ত হইয়াছি।” PPBeng 488.1

    দায়ূদ উত্তরে বললেন, “হে রাজন! এই দেখুন বড়শা; কোন যুবক পার হইয়া আসিয়া ইহা লইয়া যাউক।” যদিও শৌল অঙ্গীকার করেছিলেন, “আমি তোমাকে আর হিংস করিব না,” তথাপি দায়ূদ নিজকে তার ক্ষমতার আওতায় সমর্পণ করেন নি। PPBeng 488.2

    বিদায়ের সময় শৌল চিকার করে বলেন, “দায়ূদ, তুমি ধন্য; তুমি অবশ্য মহ কর্ম্ম করিবে, আর বিজয়ী হইবে।” কিন্তু যিশয়ের পুত্র জানতেন যে রাজার এই মনোভাব দীর্ঘকাল স্থায়ী হবে না । PPBeng 488.3

    পুনর্মিলনের বিষয়ে দায়ূদ হতাশ হয়ে পড়লেন। মনে হচ্ছিল যে তাকে রাজার ঈর্ষার শিকার হতে হবে। তার ছয়শ সঙ্গী সহকারে দায়ূদ গাতের রাজা আখীশের নিকট চলে গেলেন । PPBeng 488.4

    তত্ত্ব শৌল তার হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করবেন, ঈশ্বরের পরামর্শ ছাড়াই দায়ূদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। যখন শৌল তাকে হত্যা করার ষড়যন্ত্র করছিলেন, তখন ঈশ্বর দায়ূদকে ইস্রায়েলের রাজ্য দান করার জন্য কাজ চালিয়ে যাচ্ছিলেন। ঈশ্বর যে সকল পরীক্ষা ও কষ্ট লোকদের পথে আসতে অনুমতি দেন বাহ্যিক ভাবে মানুষ সেগুলি তাদের ধ্বংস ডেকে আনবে বলে ব্যাখ্যা দিয়ে থাকে। দায়ূদও বাহ্যিক জিনিষই দেখছিলেন, কিন্তু ঈশ্বরের অঙ্গীকারের কথা ভুলে গিয়েছিলেন। তিনি যে সিংহাসনে বসতে পারবেন সে বিষয়ে তিনি সন্দেহ পোষণ করতে আরম্ভ করেন। দীর্ঘ পরীক্ষা তার বিশ্বাসকে দুর্বল করতে ও তার ধৈর্য চ্যুতি ঘটাতে শুরু করেছিল । PPBeng 488.5

    ঈশ্বর দায়ূদকে ইস্রায়েলদের ভয়ানক শত্রু পলেষ্টীয়দের নিকট আশ্রয়ের জন্য পাঠান নি। তবুও শৌলের উপর ও যারা তার কর্মচারীবৃন্দ তাদের উপর সমস্ত আস্থা হারিয়ে ফেলে, দায়ূদ নিজেকে তার লোকদের শত্রুদের দয়ার উপর ছেড়ে দিলেন। ঈশ্বর যিহূদা দেশে তাঁর মান স্থাপন করার জন্য দায়ূদকে নিযুক্ত করেছিলেন, আর বিশ্বাসের দুর্বলতার জন্যই তিনি তার দায়িত্ব ছেড়ে দিলেন । PPBeng 489.1