বিপথগামী ইস্রায়েলদের জন্য মোশির প্রেম
সমাগম-তাঁবুর উপরে মেঘের মধ্যে ঈশ্বরের গৌবর দেখা গেল এবং মোশি ও হারোণের প্রতি এই বাণী হল, “তোমরা এই মন্ডলীর মধ্য হইতে উঠিয়া যাও, আমি এক নিমিষে ইহাদিগকে সংহার করিব।” PPBeng 283.3
তার অধীনস্থ পালের প্রতি আগ্রহী একজন যথার্থ পালকের মত এই ভয়ঙ্কর দুর্যোগ মুহূর্তে মোশি বিলম্ব করতে লাগলেন। তিনি মিনতি জানালেন যে ঈশ্বর যেন তার মনোনীত লোকদের সম্পূর্ণরূপে ধ্বংস না করেন। PPBeng 283.4
কিন্তু অনুতপ্ত দূত এসে গিয়েছিলেন; ধ্বংসের আঘাত ও মৃত্যুর পেয়ালা বন্টন করা শুরু করে দিয়েছিলেন। তার ভাইয়ের নির্দেশে হারোণ কয়লার চুলা হাতে নিয়ে জনগনের মধ্যে “তাহাদের জন্য প্রায়শ্চিত্ত আদায়” করার জন্য উপস্থিত হলেন। “তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাঁড়াইলেন।” ধ্বংস যজ্ঞ থেমে গেল, কিন্তু ইতিমধ্যেই চৌদ্দ হাজার ইস্রায়েল মৃত্যুবরণ করেছিল। PPBeng 284.1
এখন লোকেরা মরু প্রান্তরে মৃত্যুবরণ করার যথার্থ সত্য স্বীকার করে নিতে বাধ্য হল। তারা চিৎকার করতে লাগল, “দেখ, আমরা মারা পড়ি, বিনষ্ট হই, সকলেই বিনষ্ট হই।” তারা স্বীকার করল যে তাদের নেতার বিরুদ্ধে বিদ্রোহ করে তারা পাপ করেছে, এবং আরও স্বীকার করল যে কোরহ ও তার সাথীরা ঈশ্বরের যথার্থ ও ন্যায্য দন্ডাদেশ ভোগ করেছে। PPBeng 284.2
কোরহের ধ্বংসের মূলে যে পাপ ছিল সেই একই পাপ কি আজও বিরাজ করে না? গর্ব ও উচ্চাভিলাস অনেক দূর পর্য্যন্ত বিস্তৃত যা ঈর্ষা ও আধিপত্যের লড়াইয়ের দ্বার উন্মুক্ত করে চলছে, অনেক আত্মা ঈশ্বর হতে দূরে সরে গিয়ে শয়তানের দলভুক্ত হচ্ছে। কোরহ ও তার সাথীদের মত অনেকেই আত্ম- উন্নতির জন্য চিন্তা, পরিকল্পনা ও কাজ করছেন এবং এর জন্য তারা সত্যকে জলাঞ্জলী দিতে প্রস্তুত রয়েছেন, এবং ঈশ্বরের দাসদের মিথ্যাবাদী ও ভ্রান্তরূপে উপস্থাপিত করতে রাজী আছেন। মিথ্যাকে অনবরত প্রশ্রয় দিতে দিতে পরিশেষে তারা মিথ্যাকেই সত্য বলে গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন । PPBeng 284.3
যিহূদীরা সদাপ্রভুর নির্দ্দেশ ও বাধা মানতে রাজী ছিলেন না। তারা শাসন মানতে অনিচ্ছুক ছিলেন । এই ছিল মোশির বিরুদ্ধে তাদের অভিযোগের রহস্য। সমাজের ইতিহাসেও ঈশ্বরের দাসদের একই ধরণের আত্মার মোকাবেলা করতে হয়েছে। PPBeng 284.4
সত্যের আলো অবহেলা করলে মন অন্ধকারে পূর্ণ হয় এবং হৃদয় কঠিন হয়, ফলে পাপের মধ্যে এর পরবর্তী পদক্ষেপ, অধিকতর আলোকে অগ্রাহ্য করা, অবশেষে অন্যায় করা সহজ হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে অন্যায় করা এক চিরন্তন অভ্যাসে পরিণত হয়। যে পাপের দোষ দেখিয়ে বিশ্বস্ততার সহিত ঈশ্বরের বাক্যের প্রচার করে, সে প্রায়ই ঘৃণার পাত্রে পরিণত হয় । পরশ্রীকাতর ও আনুগত্যহীনরা তাদের সংবেদকে প্রবোদ দানের মাধ্যমে সমাজের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে এবং যারা সমাজ গড়তে চায় তাদের হাতকে দুর্বল করে । PPBeng 284.5
যাদের ঈশ্বর তার কাজে নেতৃত্ব দেয়ার জন্য আহবান করেছেন তারা যে টুকু অগ্রগতি সাধন করেন তা হিংসা ও ভুল খোঁজার মাধ্যমে তার অপব্যাখ্যা করা হয়। লুথার ওয়েসলী, ইত্যাদি সংস্কারকদের সময় এরূপ করা হয়েছিল। আজও এরূপ করা হচ্ছে। PPBeng 284.6
কোরহ ও তার সাথীরা আলো প্রত্যাখ্যান করতে করতে এত অন্ধ হয়ে গিয়েছিল যে ঈশ্বরের ক্ষমতার আশ্চর্য্য প্রকাশ ও তাদের বিশ্বাসের উদ্রেক করতে অক্ষম হচ্ছিল; তারা ঐগুলিকে শয়তানের কাজরূপে বর্ণনা করছিল। লোকেরাও তাইই করছিল। ঈশ্বরের অসন্তুষ্টির অত্যন্ত বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা তার দন্ডাদেশকে শয়তানের কাজ বলে পরিচালিত করছিল এবং ঘোষণা দিচ্ছিল যে মোশি ও হারোণ ভাল ও পবিত্র লোকদের মৃত্যুর কারণ ছিলেন। তারা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করছিল। খ্রীষ্ট বলেছেন, “আর যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কোন কথা কহে, সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয়, পরকালেও নয়।” মথি ১২:৩২। পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বর মানুষের সহিত যোগাযোগ স্থাপন করেন, আর যারা ইচ্ছাকৃত ভাবে ইহাকে শয়তানের কাজ বলে অস্বীকার করে, তারা আত্মার সহিত স্বর্গীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে। PPBeng 285.1
যদি পবিত্র আত্মার কাজকে পরিশেষে অস্বীকার করা হয়, তখন ঈশ্বর আত্মাকে রক্ষা করার জন্য আর কিছুই করতে পারেন না। পাপী নিজকে ঈশ্বর হতে বিচ্ছিন্ন করে ফেলে; আর পাপ নিজ হতে সংশোধন সম্ভব নয়। তখন স্বর্গীয় আদেশ হয়, “তাহাকে থাকিতে দেও।” (হোশেয় ৪:১৭)। তখন, “পাপার্থক আর কোন যজ্ঞ অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চন্ডতা।” ইব্রীয় ১০:২৬, ২৭। PPBeng 285.2