রাজা শৌল আর একটি সুযোগ লাভ করেন
অমালেকীয়দের বিরুদ্ধে অভিযান চালানোর আদেশ পেয়ে শৌল তক্ষণা যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে ইস্রায়েলের পুরুষরা তার পতাকা তলে একত্রিত হলো। ইস্রায়েলরা এই যুদ্ধ জয়ের কোন সম্মান লাভ করতে পারবে না অথবা শত্রুদের জিনিস পত্র লুটতরাজ করতে পারবে না। শুধুমাত্র ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য থেকেই তারা এই যুদ্ধে নিযুক্ত হবে । ঈশ্বর চাচ্ছিলেন যে, লোকেরা তার সার্বভৌমত্ব অস্বীকার করেছিল তাদের ধ্বংস যেন সকল জাতিরা দেখতে পায় । PPBeng 456.3
“পরে শৌল...অমালেককে আঘাত করিলেন। তিনি অমালেকের রাজা অগাগকে জীবিত ধরিলেন। কিন্তু শৌল ও লোকেরা অগাগের প্রতি ও উত্তম উত্তম মেষ ও গোরুর প্রতি ও পুষ্ট গোবসের এবং মেষশাবকগুলির প্রতি ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন; সেই সকলকে নিঃশেষে বিনষ্ট করিতে চাহিলেন না; কিন্তু যে কিছু তুচ্ছনীয় রোগা, তাহাই নিঃশেষে বিনষ্ট করিলেন । ” PPBeng 456.4
এই বিজয় শৌলের মধ্যে সেই গর্বকে জাগিয়ে তুল্ল যা শৌলের জন্য মহা বিপজ্জনক ছিল। তার বিজয়ী প্রত্যাবর্তনকে জয়োল্লাস করার জন্য, শৌল তার পার্শ্ববর্ত্তী জাতিদের প্রথা অনুকরণ করলেন, এবং আগাগকে রক্ষা করলেন । লোকেরা নিজেদের জন্য সবচেয়ে ভাল মেষ, পশু ও ভারবহনকারী প্রাণীকে পৃথক করে রাখল এবং তাদের পাপকে ছুতা দ্বারা ঢাকতে চাইল, যে প্রাণীগুলি ঈশ্বরের কাছে বলি দেয়া হবে। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল ঐগুলি তাদের নিজের প্রাণীর সাথে বিনিময় করে নিজ প্রাণীগুলিকে রক্ষা করা । PPBeng 456.5
ঈশ্বরের আদেশের দুঃসাহসীক লঙ্ঘন দ্বারা শৌল প্রমাণ করলেন যে ঈশ্বরের প্রতিনিধিরূপে তাকে ক্ষমতা প্রদান করে বিশ্বাস করা যাবে না। যখন শৌল ও তার সৈন্যরা বিজয়ানন্দে ঘরে ফিরছিল, তখন শমূয়েলের ঘরে বিষাদের ছায়া নেমে এসেছিল। তিনি সদাপ্রভুর নিকট হতে একটি বার্তা পেয়েছিলেনঃ “আমি শৌলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে, যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়া আসিয়াছে, আমার বাক্য পালন করে নাই।” ভাববাদী সারা রাত কাঁদলেন ও প্রার্থনা করলেন যেন ভয়ঙ্কর দন্ডটি রদ করা হয় । PPBeng 457.1
ঈশ্বরের অনুশোচনা মানুষের অনুশোচনার মত নয়। মানুষের অনুশোচনা তার মন পরিবর্তনের ইঙ্গিত করে। মানুষ ঈশ্বরের সাথে তার সম্পর্কের পরিবর্তন করতে পারে যদি সে সেই সকল শর্ত মানতে রাজী হয় যে গুলির মাধ্যমে সে ঈশ্বরের করুণা লাভ করতে পারে। আবার তার নিজের কাজ দ্বারা সে ঈশ্বরের অনুগ্রহের বাইরে চলে যেতে পারে। শৌলের অবাধ্যতা ঈশ্বরের সহিত তার সম্পর্ককে পরিবর্তিত করেছিল। কিন্তু ঈশ্বরের নিকট গ্রহণযোগ্য হবার শর্ত সমূহ অপরিবর্তনীয় ছিল, কারণ তাঁর মধ্যে “অবস্থান্তর কিম্বা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না।” যাকোব ১:১৭। PPBeng 457.2
মনের মধ্যে ব্যথা নিয়ে পরদিন সকালে ভাববাদী রাজার সাথে দেখা করতে গেলেন। শমূয়েল আশা পোষণ করছিলেন যে অনুশোচনা দ্বারা শৌল ঈশ্বরের অনুগ্রহের ছায়ার নীচে আসতে পারেন। কিন্তু অবাধ্যতা দ্বারা কলুষিত শৌল একটি মিথ্যা বাক্য বলে ভাববাদীকে অভ্যর্থনা জানালেন, “আপনি সদাপ্রভুর আশীর্বাদের পাত্র; আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি।” PPBeng 457.3
“তবে আমার কর্ণগোচরে এই মেষের রব হইতেছে কেন? আর এই গোরুর ডাক আমি শুনিতেছি কেন?” ভাববাদীর এই প্রশ্নের জবাবে শৌল বললেন, “সে সকল অমালেকীয়দের হইতে আনীত হইয়াছে; ফলতঃ আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকেরা উত্তম উত্তম মেষের ও গোরুর প্রতি দয়া করিয়াছে; কিন্তু আমরা অবশিষ্ট লোকদের নিঃশেষে বিনষ্ট করিয়াছি ।” তার নিজেকে রক্ষা করার জন্য নিজের পাপ তিনি লোকদের উপরে চাপিয়ে দিচ্ছিলেন । PPBeng 457.4
যেহেতু শৌল ঐ জয়ের জন্য ঈশ্বরকে সম্মান করেন নি, তাই তাকে রাজা হিসাবে অস্বীকার করার বার্তাটি বিজয়ের আনন্দে উল্লাসিত সৈন্যদের সামনেই দিতে হবে, কেননা সৈন্যরা এই বিজয় তাদের রাজার পরিচালনার কৃতিত্ব বলে ধরে নিয়েছিল। যখন ভাববাদী শৌলের বিদ্রোহের প্রমাণ পেলেন তখন ইস্রায়েলদের পাপ করতে প্ররোচিত করার জন্য তিনি ক্রোধে জ্বলে উঠলেন। দুঃখ ও ক্রোধ মিশানো স্বরে তিনি বললেন, “গত রাত্রিতে সদাপ্রভু আমাকে যাহা বলিয়াছেন, তাহা তোমাকে বলি ।...যদিও তুমি আপনার দৃষ্টিতে ক্ষুদ্র ছিলে, তথাপি তোমাকে কি ইস্রায়েল বংশ সকলের মস্তক করা হয় নাই? আর সদাপ্রভু তোমাকে ইস্রায়েলের উপরে রাজাপদে অভিষিক্ত করিলেন।” অমালেকীয়দের বিষয়ে ঈশ্বরের আদেশ তিনি পুনরাবৃত্তি করলেন এবং অবাধ্যতা দেখানোর কারণ জানতে চাইলেন । PPBeng 458.1