Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রায় পরাভূতকারী প্রলোভন

    কিন্তু যোষেফের প্রভু-পত্নী যুবককে ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করতে প্ররোচিত করার চেষ্টা চালাল। ঐ পৌত্তলিক দেশের অজস্র দুর্নীতির মধ্যেও তিনি অকলুষিত ছিলেন; কিন্তু এই প্রলোভন, এত আকস্মিক, এত প্রবল, এত কামোদ্দীপক কি ভাবে এটা প্রতিরোধ করা যাবে? PPBeng 147.2

    বাধা প্রদানের ফলাফল সম্বন্ধে যোষেফ সম্পূর্ণ অবগত ছিলেন; অন্য দিকে ছিল অবিশ্বাস, বন্ধীত্ব, এবং হয়ত মৃত্যু। তার সমস্ত ভবিষ্যতই এক মুহূর্তের সিদ্ধান্তের উপর ঝুলছিল। যোষেফ কি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবেন? অবর্ণনীয় উকণ্ঠা সহকারে দূতগণ এই দৃশ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। PPBeng 147.3

    যোষেফের উত্তর ধর্মীয় নীতির শক্তি প্রকাশ করে । তিনি পৃথিবীর প্রভুর বিশ্বাসের ঘাতক হবেন না, এবং এর প্রতিফল যাই হোক, তিনি স্বর্গীয় প্রভুর প্রতি বিশ্বস্ত থাকবেন। যোষেফের প্রথম চিন্তা ছিল ঈশ্বর সম্বন্ধে । তিনি বললেন, “অতএব আমি কিরূপে এই মহা দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি?” PPBeng 147.4

    যুবক-যুবতীরা স্মরণে রাখুক যে, তারা যেখানেই থাকুক আর যা-ই করুক, তারা সর্বদাই ঈশ্বরের সম্মুখে উপস্থিত। আমাদের ব্যবহারের কোন কিছুই অদৃশ্য থাকে না। সর্বশক্তিমানের কাছ থেকে আমরা কোন কিছুই গোপন করতে পারি না। প্রত্যেক কাজেরই একজন অদৃশ্য সাক্ষী রয়েছেন । প্রত্যেক কাজ, প্রত্যেক শব্দ, প্রত্যেক চিন্তা এমন সযত্নে লিখিত হচ্ছে যে সমস্ত পৃথিবীতে শুধু একজন ব্যক্তিই আছেন। PPBeng 147.5

    তার সততার জন্য যোষেফ দুঃখ ভোগ করলেন । তার প্রলোভনকারিণী আপন প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে বন্ধীত্বে প্রেরণ করল। যদি পোটিফর আসলেই যোষেফের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ বিশ্বাস করতেন, তবে যিহূদী যুবক আপন জীবন হারাতেন; কিন্তু যে বিনয় ও সততা তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সেগুলিই তার নির্দোষীতার প্রমান ছিল। তথাপি প্রভূর গৃহের সুনাম রক্ষার জন্য তাকে অবিশ্বাস ও বন্ধীন্তে নিক্ষেপ করা হল । PPBeng 147.6

    কারারক্ষকরা প্রথমে যোষেফের সহিত অত্যন্ত কাঠোর ব্যবহার করত। গীতরচক বলেছেন, “লোকে বেড়ী দ্বারা তাঁহার চরণকে ক্লেশ দিল; তাঁহার প্রাণ লৌহে বদ্ধ হইল । যাব তাঁহার বচন সফল না হইল, তাব সদাপ্রভুর বাক্য তাঁহাকে পরীক্ষা করিল।” গীতসংহিতা ১০৫:১৮, ১৯। PPBeng 148.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents