অমালেকের সাথে যুদ্ধ
এখন এক নতুন বিপদ তাদের উপর উপস্থিত হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ করার জন্য সদাপ্রভু তাদের শত্রু দ্বারা আক্রান্ত হতে দিলেন। যারা ক্লান্তিতে অবসন্ন হয়ে পিছিয়ে পড়েছিল, অমালেকরা এসে তাদের আক্রমণ করল । মোশি যিহোশূয়কে আদেশ দিলেন যে তিনি যেন বিভিন্ন গোত্র হতে কিছু সৈন্য বেছে নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং তিনি ঈশ্বরের সেই যষ্টি হাতে নিয়ে নিকটবর্তী উঁচু স্থানে দাঁড়াবেন। সেই মতে পরদিন যিহোশূয় ও তার দল শত্রুদের আক্রমণ করলেন, আর মোশি, হারোণ, ও হূর যুদ্ধক্ষেত্র দেখা যায় এমন একটি পাহাড়ে চড়ে দাঁড়ালেন। একহাত স্বর্গের দিকে উঠায়ে এবং ডান হাতের যষ্টি যুদ্ধক্ষেত্রের দিকে প্রসারিত করে মোশি ইস্রায়েলদের বিজয়ের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করলেন । আর দেখা গেল যে মোশি হাত যতক্ষণ উঁচু রাখতেন, ততক্ষণ ইস্রায়েলরা বিজয় লাভ করতে থাকত; আর যখন তার হাত তিনি নীচু করে ফেলতেন তখন শত্রুরা বিজয়ী হতে থাকত। তাই যখন মোশি ক্লান্ত হয়ে পড়লেন, তখন হারোণ ও হৃর তাঁর হাত উঁচু করে রাখলেন যতক্ষণ না সূর্য্য অস্তমিত হল আর শত্রুরা পালিয়ে গেল । PPBeng 209.1
ঈশ্বর যে তাদের ভাগ্য তাঁর হাতের মধ্যে ধরে রেখেছেন তার প্রমাণের জন্য মোশির কাজটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল; যদি তারা তাঁকে তাদের আশ্রয়স্থল বানায়, তবে তিনি তাদের পক্ষে যুদ্ধ করবেন ও তাদের শত্রুদের পরাভূত করবেন ৷ কিন্তু যখনই তারা তাঁর উপর নির্ভরশীলতা ত্যাগ করে নিজ ক্ষমতায় উপর নির্ভর করবে, তখন তারা দুর্বল হয়ে পড়বে এবং তাদের শত্রুরা তাদের উপর বিজয়ী হবে। PPBeng 209.2
স্বর্গীয় শক্তি মানবিক প্রচেষ্টার সহিত সংযুক্ত হতে হবে। মোশি বিশ্বাস করতেন না যে ইস্রায়েলরা নির্বিকার ভাবে দাঁড়িয়ে থাকলে ঈশ্বর তাদের শত্রুদের পরাজিত করবেন। যখন মহান নেতা সদাপ্রভুর নিকট সনিবন্ধ অনুরোধ করছিলেন, তখন যিহোশূয় এবং তার নির্ভীক অনুগামীরা ইস্রায়েল ও ঈশ্বরে শত্রুদের পরাভূত করতে তাদের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছিলেন । PPBeng 209.3
মৃত্যুর প্রক্কালে মোশি তার লোকদের এই মহান দায়িত্ব অর্পন করেন: “স্মরণে রাখিও, মিসর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলে, তখন পথে তোমাদের প্রতি অমালেক কি করিল; তোমার শ্রান্তি ও ক্লান্তির সময়ে সে কি প্রকারে তোমার সহিত পথে মিলিয়া তোমার পশ্চাদ্বর্তী দুর্বল লোক সকলকে আক্রমণ করিল; আর সে ঈশ্বরকে ভয় করিল না।... তুমি আকাশ মন্ডলের নীচে হইতে অমালেকের স্মৃতি লোপ করিবে; ইহা ভুলিয়া যাইও না।” দ্বিতীয় বিবরণ ২৫:১৭-১৯। এই দুষ্ট লোকদের সম্বন্ধে সদাপ্রভু ঘোষণা করিয়াছিলেন, “সদাপ্রভুর সিংহাসনের উপরে হস্ত (উত্তোলিত হইয়াছে); পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে।” যাত্রাপুস্তক ১৭:১৬। PPBeng 209.4
অমালেকেরা ঈশ্বরের চরিত্র ও তার আধিপত্য সম্বন্ধে অজ্ঞ ছিল না; কিন্তু তারা তাঁর ক্ষমতার মোকাবেলা করতে চেয়েছিল । মোশি মিস্ত্রীয়দের নিকট যে সকল আশ্চর্য্য ঘটনা ঘটিয়েছিলেন, সেগুলিকে তারা ঠাট্টা- তামসার বস্তুতে পরিণত করেছিল। তারা তাদের দেবতাদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তারা যিহূদীদের ধ্বংস করবে এবং গর্ব করত যে ইস্রায়েলদের ঈশ্বর তাদের ঠেকানোর মত কোন ক্ষমতাই রাখেন না। ইস্রায়েলরা তাদের জন্য কোন ভীতির কারণ ছিল না। তারা বিনা প্ররোচনায় আক্রমণ করেছিল। ঈশ্বরের বিপক্ষতা করতে গিয়ে তারা তাঁর লোকদের ধ্বংস করতে চেয়েছিল। দীর্ঘ দিন পর্য্যন্ত অমালেকীয়রা অত্যাচারী ও পাপে মগ্ন ছিল, ঈশ্বরের দয়াতে তাদের অনুতাপ করার জন্য আহবান জানিয়েছে; কিন্তু যখন তারা ক্লান্ত ও নিরস্ত্র ইস্রায়েলদের আক্রমণ করল, তারা তাদের শপথ ধ্বংস নিশ্চিত করল। যারা তাঁকে প্রেম ও ভয় করে, ঈশ্বরের হাত তাদের উপর এক রক্ষাকারী বর্মের মত প্রসারিত থাকে; সেই হাতকে আঘাত করা হতে সাবধান হোক; কেননা তা ন্যায় বিচারের তরবারী দ্বারা আঘাত করবে। PPBeng 210.1
মোশির শ্বশুর যিথ্রো, মোশির স্ত্রী ও দুই সন্তানকে তার নিকট পৌঁছে দেবার জন্য যাত্রা করলেন। মহান নেতা মোশি অত্যন্ত আনন্দিত হয়ে তাদের সহিত দেখা করে তাদের তাঁর তাঁবুতে নিয়ে আসতে এগিয়ে গেলেন। PPBeng 210.2