Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দায়ূদ গর্বের কারণে আবারও পাপ করেন

    পৌত্তলিক জাতি সমূহের সহিত সামাজিক যোগাযোগের ফলে তাদের জাতীয় আচার-অনুষ্ঠান অনুকরণ করা ও পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জন্য তাদের মত আকাঙ্খী হওয়ার কামনা মনের মধ্যে জেগে উঠেছিল। বিজয়ের মাধ্যমে তার রাজত্ব বৃদ্ধির লক্ষ্যে দায়ূদ প্রত্যেক প্রাপ্ত বয়স্কদের জন্য সৈন্যদলে ভুক্ত হওয়া বাধ্যতামূলক করে দিলেন। এইটি করার জন্য জাতির প্রজা গণনা প্রয়োজন হয়ে পড়ল । গর্ব ও উচ্চাকাঙ্খা এই কাজের মূলে ছিল। পরিসংখ্যানের মাধ্যমে জানা যাবে দায়ূদ সিংহাসনে বসার সময় দেশের অবস্থা কেমন দুর্বল ছিল এবং তার রাজত্বের ফলে দেশের শক্তি ও সমৃদ্ধি কি পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। ঈশ্বরের বাক্যে বলা হয়েছে, “শয়তান ইস্রায়েলের বিরুদ্ধে দাঁড়াইয়া ইস্রায়েলকে গণনা করিতে দায়ূদকে প্রবৃত্তি দিল।” দায়ূদের অধীনে ইস্রায়েলের উন্নতীর কারণ হল ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু রাজত্বের সৈন্যদলের বৃদ্ধি চতুষ্পার্শ্বের জাতি সমূহের মধ্যে এই ধারণার সৃষ্টি করবে যে ইস্রায়েল জাতির ভরসা হল তাদের সৈন্য-সামন্ত, ঈশ্বরের উপর তাদের ভরসা নেই । PPBeng 543.3

    সৈন্যদলের পর্যাপ্ত বৃদ্ধি সম্বন্ধে দায়ূদের পরিকল্পনাকে ইস্রায়েলের লোকেরা তত পছন্দ করল না। প্রস্তাবিত সৈন্যদলে ভর্তির নিয়ম অনেক অসন্তুষ্টির সৃষ্টি করল। ফলে প্রথম যেখানে যাজক ও শাসকরা গণনা নিতেন তার স্থলে সেনা নায়কদের গণনা নিতে আজ্ঞা দেয়া হল। এই কাজ ঈশ্বরের শাসন ব্যবস্থার বিপরীত ছিল। এমন কি যোয়াবও প্রতিবাদ করলেন, “আমার প্রভু এ চেষ্টা কেন করিতেছেন? আপনি ইস্রায়েলের দোষের কারণ কেন হইবেন? তথাপি যোয়াবের উপর রাজার কথাই প্রবল হইল। তাহাতে যোয়াব গমন করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে ভ্রমণ করিলেন, পরে যিরূশালেমে আসিলেন ।’ PPBeng 544.1

    দায়ূদ তার পাপের জন্য অভিযুক্ত হইলেন। আত্ম-গ্লানিতে তিনি ঈশ্বরকে বলিলেন, “এই কার্য্য করিয়া আমি মহাপাপ করিয়াছি; এখন, বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর; কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম করিয়াছি।” PPBeng 544.2

    পরদিন সকালে গাদ ভাববাদী এক বাণী নিয়ে উপস্থিত হলেন, সদাপ্রভু এই বাক্য বলেন, তুমি যেটা ইচ্ছা গ্রহণ কর; হয় সাত বৎসর দুর্ভিক্ষ, নয় তিন মাস পর্যন্ত শত্রুদের খড়গ তোমাকে পাইয়া বসিলে তোমার বিপক্ষ লোকদের সম্মুখে পলায়ন, নয় ত তিন দিন পর্যন্ত সদাপ্রভুর খড়্গগ, অর্থা দেশে মহামারী এবং ইস্রায়েলের সমস্ত অঞ্চলে সদাপ্রভুর বিনাশক দূতের ভ্রমণ । PPBeng 544.3