Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দায়ূদের দৃষ্টান্ত বর্তমান কালে পাপ করার জন্য উপলক্ষ্য হতে পারে না

    ধর্মধাম তৈরী ও মনোরম করার জন্য গভীর আগ্রহ সহকারে রাজা মূল্যবান দ্রব্যাদি সংগ্রহ করেছিলেন। তিনি সেই সকল মহান গীত তৈরী করেছিলেন যা পরবর্তী কালে রাজার আদালতে প্রতিধ্বনিত হত। এখন তার চিত্ত ঈশ্বরে আনন্দ করছিল। ইস্রায়েল বংশের প্রধানেরা এবং রাজপুত্ররা তাদের নিজ হাতে কোষাগারে প্রচুর দান নিয়ে এলেন। শুধু ঈশ্বরই তাঁর লোকদের এই মনোভাব দান করেছেন। তাই মানুষকে নয়, ঈশ্বরকেই গৌরব দিতে হবে। তাঁর আত্মা তাদের ইচ্ছুক করে তুলে ছিল। যদি তাঁর প্রেম লোকদের হৃদয়কে স্পর্শ না করত তবে ধর্মধাম নির্মাণ করা সম্ভব হত না । PPBeng 548.1

    যখন মৃত্যু দায়ূদের নিকটবর্তী হল, তখনও তার হৃদয়ের চিন্তা শলোমনের ও ইস্রায়েলদের প্রতি নিবদ্ধ ছিল, কেননা ইস্রায়েলের সমৃদ্ধি ঈশ্বরের প্রতি তাদের রাজার বিশ্বস্ততার উপর নির্ভরশীল। “আর তিনি নিজ পুত্র শলোমনকে আদেশ দিয়া কহিলেন, সমস্ত মর্ত্যলোকের যে পথ, আমি সেই পথে গমন করিতেছি; তুমি বলবান হও ও পুরুষত্ব প্রকাশ কর। আর আপন ঈশ্বর সদাপ্রভু রক্ষণীয় বিধান রক্ষা করিয়া তাঁহার পথে চল.... তাঁহার বিধি, তাঁহার আজ্ঞা, তাঁহার শাসন ও তাঁহার সাক্ষ্য সকল পালন কর, যেন তুমি যে কোন কার্য্য কর, ও যে কোন দিকে ফির, বুদ্ধিপূর্বক চলিতে পার, আর যেন, সদাপ্রভু আমার সম্বন্ধে যে বাক্য বলিয়াছেন, তাহা সংস্থাপন করেন, তিনি বলিয়াছেন, তোমার সন্তানেরা যদি সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত আমার সম্মুখে সত্য আচরণ করিতে আপনাদের পথে সাবধানে চলে, তবে তিনি বলেন,- ইস্রায়েলের সিংহাসনে তোমার (বংশে) লোকের অভাব হইবে না।” ১ রাজাবলি ২:১-৪ । PPBeng 548.2

    দায়ূদের পতন খুব রড় ধরণের ছিল, কিন্তু তার অনুতাপও গভীর ছিল, তার প্রেম নিখুঁ ছিল, এবং তার বিশ্বাস শক্ত ছিল। দায়ূদের গীতসমূহ গভীর অপরাধ ও আত্ম-গ্লানিমূলক হতে শুরু করে ঈশ্বরের সহিত যোগাযোগের গভীর আনন্দমূলক। তার জীবনের ইতিহাস প্রমাণ করে যে পাপ শুধু লজ্জা ও দুঃখ বয়ে আনে, কিন্তু ঈশ্বরের প্রেম ও অনুগ্রহ গভীর অন্ধকারেও পৌঁছতে পারে । PPBeng 548.3

    বিশ্বাস অনুতপ্ত হৃদয়কে উচ্চে তুলে ঈশ্বরের সন্তান-সন্ততিতে পরিণত করতে সক্ষম । PPBeng 548.4