৬৬—শৌল নিজ জীবন হরণ করেন
“পরে পলেষ্টীয়েরা একত্র হইল, এবং আসিয়া শূনেমে শিবির স্থাপন করিল,” আর শৌল ও তার সৈন্যরা কয়েক মাইল দূরে গিল্বোয়ে পাহাড়ের পাদদেশে তাম্বু স্থাপন করলেন। শৌল নিজকে নিঃসঙ্গী ও প্রতিরক্ষাবিহীন মনে করতে লাগলেন, কেননা ঈশ্বর তাকে পরিত্যাগ করেছিলেন। যখন তিনি দূরে পলেষ্টীয় বাহিনীর দিকে তাকালেন, তখন তিনি “ভীত হইলেন, তাঁহার অতিশয় হৃৎকম্প হইল ।” PPBeng 491.1
শৌল মনে করেছিলেন যে যিশয়ের পুত্র তার প্রতি যে অন্যায় করা হয়েছিল, ঐ সময় এর প্রতিশোধ নেবে। ঈশ্বরের মনোনীতকে ধ্বংস করার তার যে অযৌক্তিক স্পৃহা দেখা দিয়েছিল তা এখন সমস্ত জাতিকে মহা সংকটে ফেলে দিল। দায়ূদের অনুসন্ধান করার সময় তিনি রাজত্বের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা দেখিয়েছিলেন। অরক্ষিত অবস্থার সুযোগ গ্রহণ করে পলেষ্টীয়রা এখন দেশের গভীর অভ্যন্তরে প্রবেশ করেছে। শয়তান যেমন দায়ূদকে ধ্বংস করার জন্য শৌলকে অনুপ্রাণিত করছিল, তেমনি সেই মন্দ আত্মা পলেষ্টীয়দের শৌলকে ধ্বংস করার অনুপ্রেরণা যোগাচ্ছিল। কত ঘনঘনই না আমাদের প্রধান শত্রু কোন কোন অনুসর্গীকৃত হৃদয়ের মধ্যে প্রবেশ করে মন্ডলীতে দ্বন্দ্বের সৃষ্টি করে, আর তারপর ঈশ্বরের লোকদের দলাদলির সুযোগ গ্রহণ করে সে তাদের ধ্বংস সাধনের নিজ প্রতিনিধিদের নিয়োগ করে । PPBeng 491.2
পরের দিন শৌলকে পলেষ্টীয়দের সহিত যুদ্ধে রত হতে হবে। আগামী ধ্বংসের দীর্ঘ কালো ছায়া তার চতুর্দিকে ঘন হয়ে উঠল। তিনি পরামর্শ ও পরিচালনা কামনা করলেন; বৃথাই তিনি ঈশ্বরের পরামর্শ যাচঞা করলেন। “কিন্তু সদাপ্রভু তাঁহাকে উত্তর দেন না; স্বপ্ন দ্বারাও নয়, উরীম দ্বারাও নয়, ভাববাদিগণ দ্বারাও নয় ।”PPBeng 491.3
যে আত্মা আন্তরিকতার সাথে তাঁর নিকট যায়, সদাপ্রভু কখনও তাকে অবহেলা করেন না । তবে কেন তিনি শৌলকে উত্তর দিলেন না? রাজা শমূয়েল ভাববাদীর পরামর্শ গ্রহণ করেন নি; তিনি ঈশ্বরের মনোনীত দায়ূদকে নির্বাসন দিয়েছিলেন; তিনি সদাপ্রভুর যাজকদের হত্যা করেছিলেন। যখন ঈশ্বরের মনোনীত যোগাযোগের মাধ্যমসমূহ তিনি কেটে দিলেন, তখন কি ভাবে তিনি উত্তর পাবেন? শৌল পাপের জন্য ক্ষমা চেয়ে ঈশ্বরের সাথে পুনর্মিলন চাচ্ছিলেন না, কিন্তু তিনি শত্রুর হাত থেকে রক্ষা পেতে চাচ্ছিলেন। বিদ্রোহের মাধ্যমে তিনি ঈশ্বরের সাথে বন্ধন কেটে দিয়েছিলেন। প্রায়শ্চিত্ত ও অনুতাপ ছাড়া আর ঐ বন্ধন স্থাপিত হতে পারত না । PPBeng 491.4
তখন শৌল আপন দাসগণকে কহিলেন, “আমার জন্য একটি ভূতড়িয়া স্ত্রীলোকের অন্বেষণ কর; আমি তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিব।” সদাপ্রভু যাদুবিদ্যা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, এবং এই অপবিত্র কলা যে ব্যবহার করবে তাকে মৃত্যুদন্ড দেয়া হবে বলে জানানো হয়েছিল। শৌল আজ্ঞা করেছিলেন যে যত জ্যোতিশ ও যারা ভূতুড়ে তাদের সকলকে মৃত্যুদন্ড দিতে হবে। কিন্তু এই চরম নৈরাশ্যের মুহূর্তে যা ঘৃণ্য বলে তিনিই মৃত্যুদন্ডের আজ্ঞা দিয়েছিলেন তারই উপর তিনি নির্ভর করতে আরম্ভ করলেন। PPBeng 492.1
যে ভূতুড়ে ছিল এমন এক মহিলা ঐনদোরে আত্ম-গোপন করেছিল। সে শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে সে শয়তানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে আর বিনিময়ে শয়তান তার নিকট বিভিন্ন গুপ্ত বিষয় প্রকাশ করবে। যাদুবিদ্যাকারিণীর অনুসন্ধানে শৌল ছদ্মবেশে দু'জন কর্মচারীসহ রাতে বেরিয়ে পড়লেন। কি দুঃখময় দৃশ্য! ইস্রায়েলের রাজাকে শয়তান বন্দি করে নিয়ে যাচ্ছে। শৌলের ইস্রায়েলের রাজা হবার দু'টি শর্ত ছিল। ঈশ্বরের উপর বিশ্বাস রাখা ও তার আদেশের প্রতি বাধ্য থাকা। যদি এই দু'টি শর্ত তিনি মানতেন তবে তার রাজত্ব নিরাপদ থাকত; ঈশ্বর তার পরিচালক হতেন, সর্বশক্তিমান তার ঢালস্বরূপ হতেন। যদিও তার বিদ্রোহ ও একগুয়েমীর কলেবরের মধ্যে ঈশ্বরের স্বরকে প্রায় স্তব্ধ করে দিয়েছিল, তথাপি অনুতাপ করার সুযোগ তার জন্য তখনো অবশিষ্ট ছিল। কিন্তু যখন তার সংকটের দিনে তিনি শয়তানের আশ্রয় নিলেন, তখন তিনি তার স্রষ্টার সাথে সম্পর্কের শেষ সূত্রটিও কেটে ফেলেন। যে ভূতুড়ে ক্ষমতা তাকে অনেক বৎসর পর্যন্ত নিয়ন্ত্রণ করে তার ধ্বংসের দ্বার-প্রান্তে পৌছে দিয়েছিল, তিনি পূর্ণরূপে নিজকে সেই ক্ষমতার আওতায় ছেড়ে দিলেন । PPBeng 492.2
ক্যান্ত : অন্ধকারের মধ্যে শৌল ও তার কর্মচারীরা নির্বিঘ্নে পলেষ্টীয় বাহিনীকে অতিক্রম করে চলে গেলেন। তারা পর্বত শৃঙ্খ পার হয়ে ঐদোরে ঐ ভূতুড়িয়া মহিলার বাটী উপস্থিত হলেন। যদিও তিনি ছদ্মবেশে ছিলেন, তথাপি শৌলের দীর্ঘ দেহ ও রাজকীয় চাল-চলন প্রমাণ করল যে তিনি একজন সাধারণ সৈনিক নন্। তার মূল্যবান উপঢৌকন তার সন্দেহের যথার্থতা প্রমাণ করল। তার অনুরোধের উত্তরে মহিলা বল্ল “শৌল...যে ভূতুড়িয়াদিগকে ও গুণীদিগকে দেশের মধ্য হইতে উচ্ছিন্ন করিয়াছেন, তাহা তুমি জ্ঞাত; অতএব আমাকে বধ করিতে আমার প্রাণের বিরুদ্ধে কেন ফাঁদ পাতিতেছ? তখন শৌল তাহার কাছে সদাপ্রভুর দিব্য উঠাইয়া বলিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এজন্য তোমার উপর দোষ আসিবে না।” তারপর যখন সে জিজ্ঞাসা করল, “আমি তোমার কাছে কাহাকে উঠাইয়া আনিব?” তিনি বললেন, “শমূয়েলকে উঠাইয়া আন।’ PPBeng 492.3
তার মন্ত্র উচ্চারণ করার পর সে বল্ল, “আমি দেখিতেছি, দেবতা ভূমি হইতে উঠিয়া আসিতেছেন ।...একজন বৃদ্ধ উঠিতেছেন, তিনি পরিচ্ছদে আবৃত । তাহাতে শৌল বুঝিতে পারিলেন, তিনি শমূয়েল, আর মস্তক নমনপূর্বক ভূমিতে অধোমুখ হইয়া প্ৰণিপাত করিলেন । PPBeng 493.1
ঈশ্বরের ভাববাদী উঠে আসেন নি। ভূতদের মধ্যে শমূয়েল উপস্থিত ছিলেন না। শয়তান সহজেই শমূয়েলের বেশ ধারণ করতে পারে, যে ভাবে মরুপ্রান্তরে খ্রীষ্টকে প্রলোভিত করার জন্য এক আলোর দূতের রূপ ধারণ করেছিল। PPBeng 493.2
ভাববাদীর রূপ-ধারী প্রতারকের কাছ হতে শৌলের জন্য প্রশ্ন ছিল, “কি জন্য আমাকে উঠাইয়া কষ্ট দিলে?” শৌল উত্তর করলেন, “আমি মহা সঙ্কটে পড়িয়াছি, পলেষ্টীয়েরা আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, ঈশ্বরও আমাকে ত্যাগ করিয়াছেন, আমাকে আর উত্তর দেন না, ভাববাদিগণ দ্বারাও নয়, স্বপ্ন দ্বারাও নয়। অতএব আমার যাহা কর্ত্তব্য, তাহা আমাকে জানাইবার জন্য আপনাকে ডাকাইলাম।” PPBeng 493.3
যখন শমূয়েল জীবিত ছিলেন, তখন শৌল তার পরামর্শ ঘৃণা করেছেন। কিন্তু এখন ঈশ্বরের ভাববাদীর সাথে যোগাযোগ করার জন্য তিনি নরকের প্রতিনিধির সহায়তা নিচ্ছিলেন! শৌল সম্পূর্ণ ভাবে নিজেকে শয়তানের হাতে ছেড়ে দিয়েছিলেন, আর এখন সে, যার একমাত্র আনন্দ হল দুঃখ ও ধ্বংসের সৃষ্টি করা, সমস্ত সুযোগের সদ্ব্যবহার দ্বারা দুঃখী রাজ্য ধ্বংস করতে উদ্যত হল । উত্তরে মনে হল যেন শমূয়েল বলছেন : PPBeng 493.4
“সদাপ্রভু তোমাকে ত্যাগ করিয়া তোমার বিপক্ষ হইয়াছেন...সদাপ্রভু তোমার হস্ত হইতে রাজত্ব টানিয়া ছিঁড়িয়াছেন ও তোমার প্রতিবেসী, দায়ূদকে দিয়াছেন। যেহেতু সদাপ্রভুর রবে কর্ণপাত কর নাই, এবং অমালেকের প্রতি তাঁহার প্রচন্ড কোপ সফল কর নাই, এই হেতু অদ্য সদাপ্রভু তোমার প্রতি এইরূপ করিলেন ।” PPBeng 493.5
শমূয়েলের তিরস্কার ও সতর্ক করা সত্ত্বেও শৌল শয়তান দ্বারা পরিচালিত হয়ে নিজ কাজকে যুক্তি দ্বারা সমর্থন করতেন। কিন্তু এখন শয়তান তার বিরুদ্ধে গিয়ে তাকে তার পাপের প্রচন্ডতা ও ক্ষমা পাবার আশাহীনতা উপস্থাপন করল যেন সে তাকে সম্পূর্ণ ভাবে নৈরাশ্যের মধ্যে ডুবিয়ে দিতে পারে। আর কোন কিছুই তাকে এত নৈরাশ্য ও আত্মা ধ্বংসের দিকে পরিচালিত করতে পারত না । PPBeng 494.1
শৌল অনাহারে, ভয়ে, ও বিবেকের দংশনে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। এখন তার দেহ ঝড়ে পড়া বৃক্ষের মত দুলতে দুলতে মাটিতে সাটাং হয়ে পড়ে গেল ৷ PPBeng 494.2
যাদুবিদ্যাকারিণী ভীত হয়ে পড়ল। ইস্রায়েলের রাজা তার সামনে মৃতপ্রায় হয়ে পড়ে আছেন । সে তাকে কিছু খাবার জন্য অনুরোধ করতে লাগল এবং বলতে লাগল যে যেহেতু সে তার জীবন বিপন্ন করে তার ইচ্ছা পূরণ করেছিল, সেইহেতু তিনি তার অনুরোধ রক্ষা করতে রাজী হলেন আর সে দ্রুত অত্যন্ত ভাল গোরুর মাংসের তরকারী ও কিছু রুটি তার সামনে দিল । PPBeng 494.3
কি দৃশ্য! যাকে ঈশ্বর নিজে ইস্রায়েলদের রাজারূপে মনোনীত করেছিলেন তিনি ঐ দিনের মারাত্মক যুদ্ধের পূর্বে যাদুবিদ্যাকারিণীর গুহায়, শয়তানের প্রতিনিধিদের সামনে, খাবার খেতে বসলেন । PPBeng 494.4
অন্ধকারের আত্মাদের সহিত পরামর্শের মাধ্যমে শৌল নিজকে ধ্বংস করলেন । নৈরাশ্যের ভয়ে ভীত রাজার জন্য তার সৈন্য বাহিনীকে উৎসাহ দ্বারা অনুপ্রাণিত করে তোলা অসম্ভব হবে। ঈশ্বরকে তাদের সহায়করূপে বিবেচনা করতে ইস্রায়েলদের তিনি আর পরিচালনা দিতে পারবেন না। এই ভাবেই শয়তানের ভবিষ্যদ্বাণী কার্যকররূপে বাস্তবায়িত হবে। PPBeng 494.5