Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৭৩—ঈশ্বরের মনের মত এক ব্যক্তি

    অবশালোমের পরাজয় তাৎক্ষণিক শান্তি আনতে পারল না। জাতির এত বৃহ এক অংশ বিদ্রোহে জড়িয়ে পড়েছিল যে বিভিন্ন বংশের নিকট হতে আহবান না আসলে দায়ূদ রাজধানীতে ফিরে নিজ কর্তৃত্ব গ্রহণ করতে পারতেন না । রাজাকে আহবান জানানোর জন্য কোন দ্রুত সিদ্ধান্ত গৃহীত হল না, আর যখন যিহূদা দায়ূদকে ফিরে আনার জন্য প্রস্তুত হল, তখন অন্যান্য বংশের লোকদের মধ্যে ঈর্ষা জেগে উঠল। একটি বিপরীত বিদ্রোহ আরম্ভ হল। এটি অবশ্য দ্রুত দমন করা হল এবং ইস্রায়েলে শান্তি স্থাপিত হল । PPBeng 543.1

    ক্ষমতা, দৌলত এবং পৃথিবীর সম্মান আত্মার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। মেষপালকরূপে দায়ূদের বাল্যকাল ও তার সাথে সংযুক্ত বিনয়ী ধৈর্য্যশীলতা, পরিশ্রম এবং তার মেষের জন্য বিনম্র যত্নের শিক্ষালাভ; নির্জন পাহাড়ে প্রকৃতির সহিত যোগাযোগের মাধ্যমে চিন্তা ভাবনাকে সৃষ্টিকর্তার প্রতি ধাবিত করা; মরু প্রান্তরের সুশৃঙ্খল দীর্ঘ জীবন; এই সকলই ঈশ্বর তাকে ইস্রায়েলদের সিংহাসনে বসার প্রস্তুতিরূপে ব্যবহার করেছিলেন। কিন্তু তথাপি পৃথিবীর কৃতকার্য্যতা ও সম্মান দায়ূদের চরিত্রকে এমন দুর্বল করে ফেলেছিল যে প্রলোভনকারী (অর্থাৎ শয়তান) তাকে পরাভূত করে ফেলেছিল । PPBeng 543.2