Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৬৩—দায়ূদ গলিয়াকে হত্যা করেন

    যখন রাজা শৌল অনুভব করেত পারলেন, যে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন, তখন তিনি তিক্ত বিদ্রোহী মনোভাব ও হতাশায় পূর্ণ হলেন। তার পাপ সম্বন্ধে তার কোন পরিষ্কার ধারণা ছিল না, এবং তিনি তার জীবন যাপন পদ্ধতিতে কোন পরিবর্তন আনলেন না, বরং তার পরবর্তী বংশধরদের নিকট হতে ক্ষমতা লাভ করার অধিকার কেড়ে নেয়ায় ঈশ্বরের অন্যায় বিচার সম্বন্ধে তিনি চিন্তামগ্ন থাকলেন। তার পরিবারের উপর যে ধ্বংস নেমে এসেছিল তাই নিয়ে তিনি সর্বদাই চিন্তাগ্রস্ত ছিলেন। ঈশ্বরের তিরস্কারকে তিনি বিনত ভাবে গ্রহণ করলেন না; বরং তার উদ্ধৃত প্রকৃতি এত বেসামাল হয়ে পড়ল যে, তিনি তার জ্ঞান-বুদ্ধি নষ্ট করতে বলেন। PPBeng 466.1

    তার পরামর্শ দাতারা তাকে পরামর্শ দিলেন তিনি যেন একজন দক্ষ বাদ্য-বাদককে নিযুক্ত করেন, কারণ তারা আশা করলেন সে হয়ত বাদ্য যন্ত্রের মধুর ধ্বনি তার যাতনাগ্রস্ত আত্মাকে শান্তি দিতে সক্ষম হবে। বীণা বাজনাতে অতিশয় দক্ষ দায়ূদকে রাজার নিকট উপস্থিত করা হল। তার স্বর্গীয় অনুপ্রেরণায় অনুপ্রাণিত সুর অভিষ্ট লক্ষ্য সাধন করল। শৌলের মনের ঘণীভূত মেঘ দূর হল । PPBeng 466.2

    যখনই প্রয়োজন হত অশান্ত রাজার মনকে শান্ত করার জন্য দায়ূদকে আহবান করা হত । যদিও শৌল দায়ূদের উপস্থিতিতে ও তার বীণা বাজানোতে আনন্দিত হতেন, কিন্তু কিশোর রাখাল রাজার প্রাসাদ ত্যাগ করে মেষ চরানোর মাঠে যেতে পারলেই হাফ ছেড়ে বাঁচতেন। PPBeng 466.3

    দায়ূদ ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে পবিত্র ব্যক্তিরূপে বেড়ে উঠতে লাগলেন। তিনি রাজার সম্মুখে যেতেন এবং রাজার দায়িত্ব সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছিলেন। ইস্রায়েলদের প্রথম রাজার চারিত্রিক বৈশিষ্টের অনেক রহস্যই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছিলেন। তিনি জানতেন যে শৌলের পরিবারের সদস্যরা ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না । আর ঐ সকল জিনিস তার মনে নানা দুশ্চিন্তার সৃষ্টি করত। তখন তিনি বীণার তারে সুরের ঝঙ্কার উঠাতেন আর তার সমস্ত উত্তম জিনিসের দাতার নিকট পৌঁছে যেত, আর যে PPBeng 466.4

    কালো মেঘ ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে ফেলেছে বলে মনে হত, তা দূর হয়ে যেত। PPBeng 467.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents