Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শিশোনের ভুল বিয়ে

    তার জয়লাভের পর, ইস্রায়েলরা শিশোনকে তাদের বিচারকর্তা নিযুক্ত করল এবং সে বিশ বৎসর যাবত ইস্রায়েলদের শাসন করল । কিন্তু পলেষ্টীয়দের মধ্যে বিয়ে করে শিমশোন ঈশ্বরের আদেশ অমান্য করে, আর আবারও সে তার বেআইনী আবেগের তাড়নায় তাদের মধ্যে ফিরে যেতে সাহস করল-আর পলেষ্টীয়রা এখন তার মারাত্মক শত্রু। নিজ শক্তির উপর আস্থা রেখে সে ঘসাতে একজন বেশ্যার নিকট গেল । শহরের অধিবাসীরা তার আগমন সম্বন্ধে জানতে পারল এবং প্রতিশোধ নেবার জন্য ব্যাকুল হয়ে উঠল। তাদের শত্রু এখন তাদের সবচেয়ে শক্ত ভাবে রক্ষিত শহরের দেয়ালের ভিতর অবস্থান করছিল। আর তারা তাদের শিকার সম্বন্ধে নিশ্চিত ছিল এবং ভোর পর্যন্ত অপেক্ষা করে তারা তাদের বিজয় পূর্ণ করতে চাইল । PPBeng 407.1

    মধ্য রাত্রে বিবেকের অভিযোগকারী স্বর শিশোনকে অভিভূত করে ফেলল, কারণ তার মনে পড়ল যে সে তার নাসরীয় প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল । কিন্তু ঈশ্বরের অনুগ্রহ তার উপর হতে সরে যায় নি। তার অসীম শক্তি তাকে উদ্ধার পেতে সাহায্য করল । শহরের সদর দরজায় গিয়ে সে ওটিকে উপড়িয়ে ফেলল এবং হিরোণ যাবার পথে একটি পাহাড়ের উপর দরজাটিকে রেখে দিল । PPBeng 407.2

    সে আর কখনো পলেষ্টীয়দের মধ্যে গেল না কিন্তু তার যে কামবাসনা তাকে ধ্বংসের পথে আহবান করছিল, সে তা পূরণ করার জন্য ব্যস্ত থাকল । তার জন্ম স্থান হতে বেশী দূরে নয়, “তিনি সোরেক উপত্যকার একটা স্ত্রীলোককে ভালবাসিলেন ।” তার নাম ছিল দলীলা “গ্রাহক”। দুর্বল নাসরীয়ের জন্য সোরেকের আঙ্গুর যে অত্যন্ত লোভের একটি বস্তু ছিল, কেননা সে ইতিমধ্যেই মদ পান করতে অভ্যস্ত হয়ে পড়েছিল, আর এই ভাবে যা তাকে পবিত্রতার সহিত ও ঈশ্বরের সহিত যুক্ত করত সেই আরেকটি বন্ধনও সে কেটে ফেলেছিল। পলেষ্টীয়রা সিদ্ধান্ত নিল যে দলীলার মাধ্যমেই তারা তার ধ্বংস সাধন করবে। PPBeng 407.3

    যেহেতু সে প্রচন্ড শক্তিশালী ছিল তাই তারা তাকে ধরতে সাহস করল না, কিন্তু তারা স্থির করল যে তারা তার শক্তির গোপন তথ্য উদ্ঘাটন করবে। সুতরাং তারা দলীলাকে উকোচ দানের মাধ্যমে তার শক্তির উস আবিষ্কার করতে ও তাদের নিকট তা প্রকাশ করতে উসাহিত করল। PPBeng 408.1