ইস্হাককে বলি দেবার জন্য অব্রাহামের প্রতি আদেশ
বিশ্বাসে বিশ্বস্ত থেকে অব্রাহামের নিজ দেশ ত্যাগ করে যে দেশের উত্তরাধিকার পাবেন সেই দেশে এসে এক পথিকের মত ঘুরে বেড়ালেন । প্রতিজ্ঞাত উত্তরাধিকারীর জন্মের জন্য তিনি অনেক দিন অপেক্ষা করেছিলেন। ঈশ্বরের আদেশে তিনি ইশ্মায়েলকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন। এই মুহূর্ত্তে, যখন মনে হচ্ছিল যে তার প্রত্যাশা বুঝি ফলে রূপান্তরিত হতে চলছে, সমস্ত পরীক্ষার চেয়ে বড় পরীক্ষা তার সামনে উপস্থিত । PPBeng 94.5
আদেশটি নিশ্চয়ই পিতার হৃদয়কে ব্যথায় খন্ডবিখন্ড করে ফেলেছিল; “তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালবাস, সেই ইস্হাককে লইয়া...যাও....তাহার উপরে তাহাকে, হোমার্থে বলিদান কর।” ইস্হাক ছিলেন তার ঘরের আলো, তার বৃদ্ধ বয়সের সন্তান, প্রতিজ্ঞাত আশীর্বাদের উত্তরাধিকারী; কিন্তু তাকে আদেশ করা হল যে নিজ হাতে সেই ছেলেকে হত্যা করতে হবে। এটা একটি ভীতিকর অসম্ভব আদেশ বলে মনে হচ্ছিল । PPBeng 95.1
শয়তান অতি কাছে থেকে তাকে মন্ত্রণা দিল যে তিনি প্রতারিত হচ্ছেন কেননা ঈশ্বরের আদেশ হলো, “হত্যা করিও না”। ঈশ্বর যেটা নিষেধ করেছেন তা হয়ত তিনি আবার করতে বলবেন না। তাঁবুর বাইরে গিয়ে অব্রাহাম সেই আদেশ স্মরণ করলেন যে তার বংশধরেরা আকাশের তারাগণের মত অগণিত হবে। যদি এই আদেশ ইস্হাকের মাধ্যমে পূর্ণ হতে হয়, তবে তাকে কি ভাবে হত্যা করা যাবে? অব্রাহাম মাটিতে হাঁটু পেতে দিয়ে, যে ভাবে কোন দিন প্রার্থনা করেন নি সেই ভাবে, প্রার্থনার মাধ্যমে ঐ ভয়ঙ্কর কৰ্ত্তব্য আসলেই পালন করতে হবে কিনা তার নিশ্চয়তা চাইলেন। তার মনে পড়ল যে, যে দূত সদোম ধ্বংস করতে এসেছিলেন বলে তার কাছে প্রকাশ করেছিলেন তারা তার কাছে তার ছেলে ইস্হাকের জন্মের প্রতিজ্ঞাও নিয়ে এসেছিলেন। তিনি সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালেন যেখানে তিনি সেই স্বর্গীয় দূতদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কিন্তু আর কোন নির্দেশ আসল না। ঈশ্বরের আদেশ তার কাণে বাজতে লাগল, “তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালবাস, সেই ইস্হাককে...লইয়া যাও।” ঐ আদেশ পালন করতে হবে। দিন শুরু হতে যাচ্ছে, এবং তাকে তার যাত্রা শুরু করতে হবে । PPBeng 95.2
ইস্হাক যৌবনের নির্মল ঘুমে অচেতন ছিলেন। মুহূর্তের জন্য পিতা ছেলের স্নেহময় মুখের দিকে তাকালেন, আর তৎক্ষণাৎ কম্পিত ভাবে দৃষ্টি সরিয়ে ফেললেন । তিনি সারার কাছে গেলেন এবং দেখলেন তিনিও ঘুমাচ্ছেন। তাকে কি জাগাবেন? তার ইচ্ছে হ'ল যে তিনি তার কাছে তার হৃদয়ের কথা খুলে বলেন ও তার ভয়ঙ্কর দায়িত্বের বোঝা তার সঙ্গে সহভাগ করেন; কিন্তু নিজেকে দমালেন । ইস্হাক ছিল তার আনন্দ ও গৌরব; মার ভালবাসা হয়ত বলির পথে বাধা হয়ে দাঁড়াবে । PPBeng 95.3