লোকেরা মাংস ভক্ষনের দাবী জানায়
তিন দিন যাত্রার পর খোলাখুলী অভিযোগ উপস্থিত হতে লাগল। এটি মিশ্রিত জনতা হতে আরম্ভ হয়েছিল, যাদের অনেকেই মোশির পরিচালনা পদ্ধতিতে নানা প্রকার ভ্রান্তি খুঁজে পেত। অসন্তুষ্টি সংক্রামক এবং শীঘ্রই ইহা সারা শিবিরে ছড়িয়ে পড়ল। PPBeng 265.6
আবারও তারা মাংস আহারের জন্য দাবী তুল্ল। মিস্ত্রীয়দের অনেকেই বিলাসপূর্ণ খাবারে অভ্যস্ত ছিল এবং তারাই প্রথম দাবী তুলল। ঈশ্বর যত সহজে মান্না দিয়েছিলেন ততোধিক সহজেই মাংস দিতে পারতেন, কিন্তু তাঁর লক্ষ্য ছিল তাদের জন্য অধিক উপযুক্ত আহারের বন্দোবস্ত করা। এদন বাগানে যে ফল-ফলাদি ঈশ্বর আদম ও হবাকে দিয়েছিলেন সেই ধরণের খাদ্য তাদের বিপদগামী জিহ্বাকে একটি স্বাস্থ্যকর আহার গ্রহণে অভ্যস্ত করা প্রয়োজনীয় ছিল। এই জন্যই ইস্রায়েলদের মাংস আহার করা হতে অধিকাংশ সময় বিরত করা হয়েছিল । PPBeng 266.1
এই অবস্থাকে অন্যায় ও নিষ্ঠুর ভাবার জন্য শয়তান তাদের প্ররোচিত করল। সে দেখতে পেল যে বাধাহীন অসংযম ইন্দ্রীয়পরায়ণতা সৃষ্টি করবে আর এতে করে সে সহজেই লোকদের তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। হবাকে নিষিদ্ধ ফল খাওয়ানোর মুহূর্তে অধিকাংশ সময় সে লোকদের ক্ষুধা-তৃষ্ণা ও কামনা বাসনার মাধ্যমে পাপে লিপ্ত হতে পরিচালিত করেছে। খাদ্য ও পানীয় বিষয়ে অমিতাচার অন্যান্য নৈতিক বাধা ধ্বংস করার প্রধান উপায় । PPBeng 266.2
ইস্রায়েলদের একটি পবিত্র ও সুখী জাতিরূপে প্রতিষ্ঠা করার উদ্দেশেই ঈশ্বর তাদের মিসর হতে বের করে কনান দেশে নিয়ে এসেছিলেন। যদি তারা অমিতাচার ও অসংযম পরিত্যাগ করতে রাজী হতেন তবে স্থাস্থ্যহীনতা ও রোগ তাদের নিকট অপরিচিত থাকত। তাদের বংশধরেরা দৈহিক ও কর্তব্য সম্বন্ধে পরিষ্কার ধারণা রাখত ও পার্থক্য নিরূপণ ও ন্যায় বিচারের দক্ষতা অর্জন করত। PPBeng 266.3
গীতসংহিতায় বলা হয়েছে, “তাহারা মনে মনে ঈশ্বরের পরীক্ষা করিল, আপনাদের অভিলাষ পূরণার্থে ভক্ষ্য চাহিল। আর তাহারা ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বর কি প্রান্তরে মেজ সাজাইয়া দিতে পারেন?...আপন প্রজাদের জন্য কি মাংস যোগাইবেন? অতএব সদাপ্রভু তাহা শুনিয়া ক্রোধান্বিত হইলেন।” গীতসংহিতা ৭৮:১৮-২১। তারা ছিলেন ঈশ্বরের সাক্ষী, শক্তি ও অনুগ্রহের সাক্ষী; সুতরাং তাদের অবিশ্বাস ও অসন্তুষ্টি অধিকতর পাপের কারণ হল। তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন যে তাঁর কর্তৃত্ব মেনে চলবেন। তাই তাদের অভিযোগ বিদ্রোহরূপে গন্য হল, এবং ইস্রায়েলকে বিশৃঙ্খলা ও ধ্বংস হতে রক্ষার জন্য এর দ্রুত শাস্তি বিধান প্রয়োজন হল। “তাহাতে তাহাদের মধ্যে সদাপ্রভুর অগ্নি জ্বলিয়া উঠিয়া শিবিরের প্রান্তভাগ বিনষ্ট করিতে লাগিল।” অভিযোগকারীদের মধ্যের অধিক দোষীরা মেঘস্তম্ভ হতে নির্গত বস্ত্রপাত দ্বারা নিহত হল । PPBeng 266.4