Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শাব্বাথ লঙ্ঘনকারীদের কি পাথর মারা উচিত?

    যদি ঐ লোকের পাপের বিচার না হত তবে অন্যান্যরাও নীতি ভ্রষ্ট হত; আর তার ফলে পরবর্তীতে অনেক জীবন নষ্ট হত। PPBeng 287.4

    যে মিশ্র জনতা মিসর হতে ইস্রায়েলের সাথে বের হয়ে এসেছিল তারা পৌত্তলিকতা পরিত্যাগ করে সত্য ঈশ্বরের উপাসনা করতে প্রতিজ্ঞা করেছিল; কিন্তু তারা পৌত্তলিকতা ও ঈশ্বরের প্রতি সম্মানহীনতা দ্বারা দুষ্ট হয়ে পড়েছিল । তারা শিবিরে পৌত্তলিকতা ও ঈশ্বরের প্রতি অভিযোগ উত্থাপন বিস্তার করত। PPBeng 287.5

    শীঘ্রই শাব্বাথ লঙ্ঘনের একটি ঘটনা ঘটল। তিনি ইস্রায়েলদের অধিকার পরিত্যাগ করবেন বলে ঈশ্বর যে ঘোষণা দিয়েছিলেন তা তাদের মধ্যে বিদ্রোহের মনোভাব সৃষ্টি করেছিল । এক ব্যক্তি কনানে প্রবেশ করতে না পারায় ক্রোধান্বিত হয়ে ঈশ্বরের ব্যবস্থার প্রতি তার অবাধ্যতা প্রকাশের জন্য সে প্রকাশ্যে চতুর্থ আজ্ঞার লঙ্ঘনপূর্বক শাব্বাথ দিনে কাঠ কুড়াতে বেরিয়ে পড়ল । মরুপ্রান্তরে যাত্রাকালে সপ্তম দিনে আগুন জ্বালানো নিষিদ্ধ ছিল। কনানে ঐ নিষেধ প্রযোজ্য ছিল না, কিন্তু মরুপ্রান্তরে শীত নিবারণের জন্য আগুনের প্রয়োজন ছিল না। ইহা ছিল চতুর্থ আজ্ঞার ইচ্ছাকৃত লঙ্ঘন-অসংগত আচরণের পাপ । PPBeng 287.6

    মোশি ঘটনাটি ঈশ্বরের সম্মুখে উপস্থাপন করলেন। তখন তিনি নিৰ্দ্দেশ পেলেন, “সেই ব্যক্তির প্রাণদন্ড অবশ্য হইবে; সমস্ত মন্ডলী তাহাকে শিবিরের বাহিরে প্রস্তরাঘাতে বধ করিবে।” গণনা ১৫:৩৫ । ঈশ্বরের নামের নিন্দা-জ্ঞাপন ও স্বেচ্ছায় শাব্বাথ লঙ্ঘন একই শাস্তি ভোগ করল, কেননা উভয়টিই ছিল ঈশ্বরের কর্তৃত্বকে অস্বীকার করা । PPBeng 288.1

    যারা শাব্বাথকে যিহূদীপনা মনে করেন তারা অনুযোগ করেন যে, যদি শাব্বাথ পালন করতে হয় তবে এর লঙ্ঘনকারীকে মৃত্যুদন্ড দিতে হবে। কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে নিন্দাবাদ ও শাব্বথ লঙ্ঘন একই শাস্তি লাভ করেছিল। যদিও এখন ঈশ্বর তাঁর পবিত্র আজ্ঞা লঙ্ঘন করার জন্য দৈহিক শাস্তি বিধান করেন না, কিন্তু তাঁর পবিত্র নিয়ম লঙ্ঘনকারীরা শেষ বিচার দিনে অবশ্যই মৃত্যুদন্ডে দন্ডিত হবে । PPBeng 288.2

    মরুপ্রান্তরের চল্লিশ বৎসর যাবতই প্রতি সপ্তাহে মান্নার অলৌকিকতার মাধ্যমে লোকদের শাব্বাথ দিন স্মরণ করানো হত। তথাপি তাঁর ভাববাদীর মাধ্যমে ঈশ্বর ঘোষণা করেন, “আমার বিশ্রামদিন সকল অতিশয় অপবিত্র করিল।” যিহিষ্কেল ২০:১৩-২৪। PPBeng 288.3

    আর প্রতিজ্ঞাত দেশ হতে প্রথম প্রজন্মকে বঞ্চিত করার কারণ সমূহের মধ্যে এটিকেও একটি কারণরূপে গন্য করা হয় । PPBeng 288.4

    মরুপ্রান্তরে অবস্থানের কাল অবতীর্ণ হলে পর “লোকেরা কাদেশে বাস করিল।” গণনা ২০:১। উচ্চাকাঙ্খাসহ যে অগণিত জনতা মিসর হতে বেরিয়ে এসেছিল তাদের ভাগ্যে ঘটল লোহিত সাগর পাড়ি দেয়ার গভীর আনন্দ আর জীবন ভর যাত্রার শেষে মরুপ্রান্তরে কবরপ্রাপ্তী। তাদের ওষ্ঠাধর হতে আশীর্বাদের পেয়ালা পাপ কেড়ে নিল। পরবর্তী প্রজন্ম কি এথেকে শিক্ষা গ্রহণ করবে? PPBeng 288.5