Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    হূশয় এক বিকল্প পরিকল্পনা পেশ করেন

    তিনি এমন একটি পরিকল্পনা উপস্থাপন করলেন যা অত্যন্ত স্বার্থান্বেষী ও আকর্ষণীয়। “কিন্তু আমার পরামর্শ এই; দান অবধি বের-শেবা পর্য্যন্ত সমুদ্রতীরস্থ বালির ন্যায় অসংখ্য সমস্ত ইস্রায়েল আপনার নিকটে সংগ্রহীত হউক, পরে আপনি স্বয়ং যুদ্ধে গমন করুন। তাহাতে যে কোন স্থানে তাঁহাকে পাওয়া যাইবে, সেই স্থানে আমরা তাঁহার সমীপে উপস্থিত হইয়া ভূমিতে শিশির পতনের ন্যায় তাঁহার উপরে চাপিয়া পড়িব; তাঁহাকে ও তাঁহার সঙ্গী সমস্ত লোকের মধ্যে একজনকেও রাখিব না। আর যদি তিনি কোন নগরে প্রস্থান করেন, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে রজ্জু বাঁধিবে, আর আমরা স্রোত পর্যন্ত তাহা টানিয়া লইয়া যাইব, শেষে সেখানে একখানি পাথর কুচিও আর পাওয়া যাইবে না।” PPBeng 538.3

    “পরে অবশালোম ও ইস্রায়েলের সমস্ত লোক বলিল, অহীথোফলে মন্ত্রনা অপেক্ষা অৰ্কীয় হৃশয়ের মন্ত্রনা ভাল।” PPBeng 538.4

    কিন্তু একজন অবশালোমের এই মারাত্মক ভুলের পরিণাম পরিষ্কাররূপে দেখতে পেলেন। অহীথোফল বুঝতে পারলেন যে বিদ্রোহীদের পরাজয় অবশ্যম্ভাবী। তিনি এও বুঝতে পারলেন যে রাজপুত্রের ভাগ্যে যাই ঘটুক না কেন, কিন্তু যে পরিষদে এই সমস্ত বড় অপরাধের প্ররোচনা যুগিয়েছিলেন, তার কোনই আশা নাই। অহীথোফল অবশালোমকে বিদ্রোহ করতে উসাহিত করেছিলেন, পিতাকে অসম্মান করার মত ঘৃণ্য কুকর্মে তিনি তার পরামর্শদাতা ছিলেন, তিনি দায়ূদকে হত্যা করার জন্য তাকে পরামর্শ দিয়েছিলেন, রাজার সাথে তার আপোষের শেষ সম্ভাবনাও তিনি নষ্ট করেছিলেন, আর অবশালোম এখন তার উপর আর একজনকে পছন্দ করে। ঈর্ষা, ক্রোধ, ও হতাশায় পূর্ণ অহীথোফল “উঠিয়া নিজ বাটীতে....গেল, এবং...আপনি গলায় দড়ি দিয়া মরিল।” যে ঈশ্বরকে তার পরামর্শদাতারূপে গ্রহণ করে নি, এই ছিল তার ফল। PPBeng 538.5

    হৃশয় সময় ব্যয় না করে দায়ূদকে খবর দিলেন যে তিনি যেন দ্রুত যৰ্দ্দন নদী পার হয়ে দূরে চলে যান। “আপনি মরুভূমির পারঘাটায় অদ্যকার রাত্রি যাপন করিবেন না, কোন মতে পার হইয়া যাইবেন; পাছে রাজা ও আপনার সঙ্গী সমস্ত লোক হত্যা হন।” PPBeng 539.1

    প্রথম দিনের দ্রুত পলায়নের ফলে ক্লান্তি ও শোকে অভিভূত দায়ূদ সংবাদ পেলেন যে ঐ রাত্রেই তাকে যদন পার হতে হবে কেননা তাঁর ছেলে তার জীবন হরণ করতে চায়। এই ভয়ঙ্কর মুহূর্ত্তে রাজা ও পিতার মনোভাব কিরূপ ছিল? কঠোরতম পরীক্ষার মুহূর্তে দায়ূদের দিন ঈশ্বরের উপর নির্ভরশীল থাকল, আর তিনি গাইলেন : PPBeng 539.2

    হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে ।
    অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে।
    অনেকে আমার প্রাণের উদ্দেশে বলিতেছে,
    ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই ।
    কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,
    আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী ।
    আমি স্বরবে সদাপ্রভুকে ডাকি,
    আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন।
    আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম,
    আমি জাগ্রত হইলাম;
    কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন।
    আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না, যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে।
    PPBeng 539.3

    গীতসংহিতা ৩:১-৬।

    রাতের গভীর অন্ধকারে দায়ূদ ও তার দল গভীর ও খরপ্রবাহিত নদী পার হয়ে গেলেন। “যৰ্দ্দন নদী পার হন নাই, তাহাদের মধ্যে এমন একজনও প্রভাতের আলো পর্যন্ত অবশিষ্ট থাকিল না ।” PPBeng 540.1

    দায়ূদ ও তার লোকেরা ইশবোশেতের রাজধানী মহনয়িমে এসে উপস্থিত হলেন। মহনয়িম ছিল পর্বতময় জেলা দ্বারা ঘেরা একটি শহর যা যুদ্ধের সময় পিছিয়ে আসার জন্য অত্যন্ত উপযুক্ত ছিল। দেশটি ছিল অত্যন্ত সমৃদ্ধ ও এর অধিবাসীরা দায়ূদের প্রতি সহানুভূতিশীল ছিল । PPBeng 540.2

    অপরিণামদর্শী ও উদ্ধত রাজপুত্র, অবশালোম, তার পিতার অনুসন্ধানে শীঘ্র বেরিয়ে পড়লেন। তার সৈন্যদল ছিল প্রচুর, কিন্তু তার পিতার যুদ্ধে পারদর্শী সৈন্যের মোকাবেলা করার মত তাদের শৃঙ্খলা বা প্রস্ত্ততি ছিল না । PPBeng 540.3

    দায়ূদ তার সৈন্যদলকে যোয়াব, অবীশয় ও ইওয়ের অধীনে তিন ভাগে বিভক্ত করলেন । PPBeng 540.4