Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ১৫ - রোগীদের কক্ষে

    “এই ক্ষুদ্রতমদিগের মধ্যে একজনের
    প্রতি যখন ইহা কারয়াছিলে,
    তখন আমারই প্রতি করিয়াছিলে।”

    যারা রোগীর সেবা করে তাদের স্বাস্থ্যনীতি মালার প্রতি সযত্ন মনোযোগ প্রদানের গুরুত্ব বুঝতে হবে। রোগীদের কক্ষে এসব স্বাস্থ্য নীতিমালার প্রতি যেরূপ বাধ্যবাধকতা প্রদর্শন করা হয়, অন্য কোথাও তেমন গুরুত্ব প্রদান করা হয় না। পরিচর্যাকারীদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজের বিশ্বস্ততার ওপরে যতটা, অন্য আর কোথাও ততটা নির্ভর করা যায় না। মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে একটু সামান্য অবহেলা, একজন রোগীর বিশেষ অভাব বা বিপদ একটু ভীতির প্রকাশ, উত্তেজনা, ধৈর্যহীনতা, এমনকি একটু সহানুভূতির অভাব, জীবন এবং মৃত্যুর ভারসাম্যতা রক্ষাকারী মানদন্ডকে উল্টিয়ে ফেলে এবং যার সুস্থতা লাভের সম্ভাবনা ছিল, এমন একজন রোগীকে কবরে নামিয়ে দিতে পারে।MHBen 203.1

    একজন সেবিকার দক্ষতা, বহুলাংশে নির্ভর করে শারীরিক প্রাণশক্তির। স্বাস্থ্য যত ভাল হবে, সে রোগীর দুর্বলতায় তাকে তত ভাল সেবা দিতে পারবে এবং সে তত অধিক কৃতকার্যতার সাথে তার দায়িত্ব পালন করতে পারবে। যারা রোগীর সেবা যত্ন করে; তারা রোগীর খাবার, পরিষ্কার পরি‪চ্ছন্ন, বিশুদ্ধ বায়ু, এবং ব্যায়ামের প্রতি বিশেষ মনোযোগ প্রদান করবে। সাবধানতার ক্ষেত্রে পরিবারের ভূমিকা তাদেরকে, তাদের ওপর আনীত অতিরিক্ত বোঝা বহনে সমর্থ করবে, এবং ব্যাধি পীড়ায় আক্রান্ত হওনে প্রতিরোধ করতে সাহায্য করবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 203.2

    যেখানে ব্যাধিপীড়া ভয়ানক আকার ধারণ করবে, এবং দিবারাত্র এক জন নার্সের তত্ত্বাবধান প্রয়োজন দেখা দেবে সেখানে দক্ষ দু’জন সেবিকার আবশ্যক যেন প্রত্যেকেরই বিশ্রাম গ্রহণের এবং মুক্ত বাতাসে ব্যায়াম করার সুযোগ পায়। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে যেখানে রোগীর কক্ষে পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস পাওয়া কষ্টকর। বিশুদ্ধ বায়ুর গুরুত্ব সম্পর্কে অজ্ঞানতা হেতু কখনো কখনো বায়ু চলাচল বিঘ্নিত হয়, এবং রোগী এবং সেবিকার উভয়ের জীবন প্রায়ই বিপদগ্রস্ত হয়।MHBen 203.3

    যদি উপযুক্ত পূর্ব সতর্কতা অবলম্বন করা হয়, তবে সংক্রামক ব্যাধি দ্বারা অন্যান্য লোকদের আক্রান্ত হবার কোন কারণ থাকবে না। অভ্যাস সংশোধন করতে হবে, এবং পরিষ্কার পরি‪চ্ছন্নতা এবং উপযুক্ত বায়ু চলাচল রোগীর কক্ষ হবে বিষাক্ত পদার্থ মুক্ত। এরূপ অবস্থায় রোগী তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে, এবং অধিকাংশ ক্ষেত্রে পরিচর্যাকারী বা পরিবারের সভ্যরা ব্যাধিতে আক্রান্ত হবে না। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 204.1