Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৩৫ - ঈশ্বর সম্পর্কিত প্রকৃত জ্ঞান

    “তাঁর তত্ত্বজ্ঞান দ্বারাই
    আমাদিগকে সমস্ত বিষয়
    প্রদত্ত হইয়াছে।”

    আমাদের ত্রাণকর্তার ন্যায় আমরাও ঈশ্বরের সেবা করতে এই পৃথিবীতে আছি। আমাদের চরিত্র ঈশ্বরের চরিত্রের ন্যায় হতে হবে এবং একটা সেবার জীবনের দ্বারা পৃথিবীর নিকট তাঁকে প্রকাশ করতে হবে। ঈশ্বরের সাথে সহকর্মী হবার জন্য, তাঁর অনুরূপ হবার জন্য, আর তাঁর চরিত্র প্রকাশ করবার জন্য, আমাদেরকে তাঁকে সঠিকভাবে জানতে হবে। তিনি যে রূপে আপনাকে প্রকাশ করেন, তাঁকে সেরূপেই জানতে হবে।MHBen 385.1

    সকল প্রকৃত শিক্ষা এবং প্রকৃত সেবার ভিত্তি হ‪চ্ছে ঈশ্বর সম্পর্কিত প্রকৃত জ্ঞান। প্রলোভনকে প্রতিহত করতে এটাই একমাত্র প্রকৃত রক্ষাকবচ। একমাত্র এটাই আমাদেরকে ঈশ্বরের চরিত্র ধারণ করাতে সক্ষম। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 385.2

    যারা তাদের সহ-মানবের উন্নয়নে সচেষ্ট তাদের সকলের এই জ্ঞানেই প্রয়োজন রয়েছে। চরিত্রের রূপান্তর, জীবনের বিশুদ্ধতা, সেবায় দক্ষতা, সঠিক নীতির প্রতি আনুগত্য, এই সকলই নির্ভর করে ঈশ্বর সম্পর্কিত সঠিক জ্ঞানের ওপর। বর্তমানে এবং আসন্ন উভয় জীবনের নিমিত্ত এই জ্ঞানই অপরিহার্য প্রস্তুতিস্বরূপ।MHBen 385.3

    “পবিত্রতম বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।” (হিতোপদেশ ৯:১০)।MHBen 385.4

    তাঁর তত্ত্বজ্ঞানের মাধ্যমেই আমাদিগকে “জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয়” প্রদত্ত হইয়াছে। (২পিতর ১:৩)।MHBen 385.5

    “ইহাই অনন্তজীবন, যীশু বলেন, ” যে, তাঁহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ তাঁহাকে, যীশু খ্রীষ্টকে জানিতে পায়।”(যোহন ১৭:৩)।MHBen 386.1

    সদাপ্রভু এই কথা কহেন-MHBen 386.2

    “জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক,
    বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক,
    ধনবান আপন ধনের শ্লাঘা না করুক।
    কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে,
    সে এই বিষয়ের শ্লাঘা করুক,
    যে সে বুঝিতে পারে ও আমার এ পরিচয় পাইয়াছে
    যে, আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও
    ধার্ম্মিকতার অনুষ্ঠান কর, কারণ ঐ সকলে
    আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন।”
    MHBen 386.3

    (যিরমিয় ৯: ২৩, ২৪)।

    ঈশ্বর তাঁর নিজস্ব বিষয়ের যা কিছু প্রকাশ করেছেন সে সকল আমাদের অধ্যয়ন করা প্রয়োজন।MHBen 386.4

    “ঈশ্বরের সহিত পরিচিত হও,
    শান্তি পাবে;
    তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে।
    তাঁহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ কর,
    তাঁহার বাক্য হৃদয় মধ্যে রাখ।...
    তাহাতে সর্ব্বশক্তিমানই তোমার কাঞ্চন হইবেন...।”

    “তখন তুমি সর্ব্বশক্তিমানে আমোদ করিবে,
    ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে;
    তাঁহার কাছে বিনতি করিবে,
    তিনি তোমার কথা শুনিবেন,
    MHBen 386.5

    তুমি আপন মানত সকল পূর্ণ করিবে।
    তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে,
    তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে।
    অবনত হইলে তুমি কহিবে, উন্নতি হইবে,
    আর তিনি অধোমুখের পরিত্রাণ করিবেন।”
    MHBen 387.1

    (ইয়োব ২২:২১, ২২, ২৫-২৯, A.R.V).

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents