Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ২৯ - গৃহ নির্মাতাগণ

    “প্রজ্ঞা দ্বারা গৃহ নির্মিত হয়,
    আর বুদ্ধি দ্বারা তা স্থিরীকৃত হয়।”

    যিনি আদমের সাহায্যকারিনী হিসেবে হবাকে দিয়েছিলেন, তিনি একটা বিবাহ অনুষ্ঠানে সর্বপ্রথম অলৌকিক কাজ সাধন করলেন। ভোজশালায় যেখানে বন্ধুরা এবং আত্মিয়-স্বজন সমবেত হয়েছিল, সেখানে খ্রীষ্ট তাঁর প্রকাশ্য পরিচর্যা কাজ আরম্ভ করেছিলেন। এভাবে তিনি বিবাহ মঞ্জুর করলেন, এটা একটা প্রবর্তন যা তিনি স্বয়ং প্রতিষ্ঠা করলেন। তিনি স্থাপন করলেন যে, নর এবং নারী পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন, পরিবার লালন পালন করবেন, সম্মানে ভূষিত করবেন, তারা স্বর্গীয় পরিবারের সদস্যরূপে স্বীকৃতি পাবে।MHBen 333.1

    খ্রীষ্ট, তাঁর এবং তাঁর মুক্তি প্রাপ্তদের মধ্যে মিলনের একটা প্রতীকের দ্বারা বিবাহ সম্পর্ক সমাদৃত করলেন। তিনি স্বয়ং বর মণ্ডলী কনে তার মনোনীত ব্যক্তিরূপে তার সম্পর্কে তিনি বললেন, “অয়ি মম প্রিয়ে! তুমি সর্বাঙ্গসুন্দরী, তোমাতে কোন দোষ নাই।”পরমগীত ৪:৭। খ্রীষ্টও মÐলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন; যেন তাহার... বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়।”(ইফিষীয় ৫:২৫-২৭)। “এইরূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য।”(ইফিষীয় ৫:২৮)।MHBen 333.2

    পারিবারিক বন্ধন অতীব ঘনিষ্ঠ। পৃথিবীর যে কোন সম্পর্ক থেকে অতীব কোমল এবং পবিত্র। এটা মানব জাতির কাছে একটা আশীর্বাদ স্বরূপ পরিকল্পিত হয়েছিল। যে স্থানেই জ্ঞানপূর্বক, ঈশ্বর ভয়ে,MHBen 333.3

    এবং দায়িত্বের বিবেচনা এটা একটা আশীর্বাদ স্বরূপ। যারা বিবাহ সম্পর্কে চিন্তা-ভাবনা করে আসছেন, তাদের বিবেচনা করতে হবে তারা যে পরিবার গঠন করবেন, তার চরিত্র এবং প্রভাব কেমন হবে। যেভাবে তারা পিতামাতা হন, তেমনি তাদের ওপর একটা পবিত্র দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে। তাদের ওপর বহুল পরিমাণে নির্ভর করে এই পৃথিবীতে এবং আগামী বিশ্বে তাদের সন্তানদের মঙ্গল, এবং তাদের সুখ। ছোটরা যে শারীরিক এবং ক্সনতিক ছাপ লাভ করবে সে সম্পর্কে তারা স্থির সিদ্ধান্ত গ্রহণ করবে। পরিবারের চরিত্রের ওপর নির্ভর করে সমাজের অবস্থা; প্রত্যেক পরিবারের প্রভাবের মূল্য ঊর্ধ্বের বা নিম্নের পরিমাপ বলে দেবে।MHBen 333.4

    একজন জীবন সঙ্গীনি মনোনয়ন এমন হতে হবে যেন সন্তানসন্ততিদের এবং পিতামাতার সর্বোত্তম নিরাপদ শারীরিক, মানসিক এবং আত্মিক মঙ্গল স্বরূপ হয়। যা পিতা-মাতা এবং সন্তান-সন্ততিদেরকে তাদের সহমানব এবং তাদের স্রষ্টাকে সমাদর করতে সক্ষম হবে।MHBen 334.1

    বিবাহের দায়িত্বসমূহ গ্রহণ করবার আগে, যুবক এবং যুবতী একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করবে এবং তারা জীবনের কর্ম দায়িত্ব এবং বোঝা বহনের জন্য নিজেদের প্রস্তুত করবে। উপযুক্ত সময়ের পূর্বে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওন উৎসাহিত করা হয় না। বিবাহ সম্পর্কে এতই গুরুত্বপূর্ণ এবং এর পরিণাম এত সুদূর প্রসারী যে, তারাহুড়া এবং স্বল্প প্রস্তুতি নিয়ে এই সম্পর্কে প্রবেশ করা ঠিক না, তা ছাড়া মানসিক এবং শারীরিক শক্তি সুগঠিত হওয়া অত্যাবশ্যক।MHBen 335.1

    দু’জনের জাগতিক সম্পদ ভাল থাকতে না পারে, কিন্তু তাদের স্বাস্থ্য-সম্পদের অধিকারী হতে হবে যা তাদের মহত্তর আশীর্বাদ। এবং অধিকাংশ ক্ষেত্রে, বয়সের ব্যবধান থাকবে না। এতে তুলনামূলক কম বয়সী ব্যক্তির স্বাস্থ্য ভীষণভাবে ভেঙ্গে পড়বে। আর এতে করে প্রায়ই সন্তান-সন্ততিদের শারীরিক ও মানসিক শক্তি চুরি করা হয়। ছোট বয়সের ছেলেমেয়েরা তাদের চাহিদানুসারে বয়স্ক পিতামাতাদের কাছ থেকে তেমন যত্ন এবং বন্ধুত্ব উপভোগ করতে পারে না; এবং এমন সময় বাবা অথবা মা’র মৃত্যু হয় যখন তাদের স্নেহ, ভালবাসার সহিত পরিচালনা অত্যন্ত আবশ্যক।MHBen 335.2

    কেবলমাত্র খ্রীষ্টেই এক বিবাহ মৈত্রী নিরাপদজনকভাবে গঠিত হতে পারে। মানব প্রেম ঐশ্বরিক প্রেম থেকে এবং ঘনিষ্ঠতর বন্ধন আকর্ষণ করবে। কেবলমাত্র খ্রীষ্ট যেখানে রাজত্ব করেন, সেখানেই গভীর, প্রকৃত, নিঃস্বার্থ ভালবাসা লাভ হতে পারে।MHBen 335.3

    প্রেম একটা অমূল্য উপহার, যা আমরা যীশুর কাছ থেকে পেতে পারি। খাঁটি এবং পবিত্র প্রেম ভালবাসা একটা অনুভূতি না, কিন্তু একটা নীতি। যারা প্রকৃত ভালবাসা দ্বারা অনুপ্রাণিত, তারা অযে․ক্তিক বা অন্ধ নয়। পবিত্র আত্মা দ্বারা শিক্ষা প্রাপ্ত হয়ে তারা ঈশ্বরের প্রতি সর্বো‪চ প্রেম প্রদর্শন করে, এবং তাদের প্রতিবাসীকে নিজেদের মত প্রেম করে। যারা বিবাহ সম্পর্কে ধ্যান করছে, তারা প্রতিটা অনুভূতির মূল্য প্রদান করে এবং একজনের মধ্যে চরিত্র গঠনের লক্ষ্যগুলো খেয়াল রাখে, যার সঙ্গে তারা তাদের জীবনের ভাগ্য বেছে নেবে। বিবাহ একটা মৈত্রীর‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ লক্ষ্যে প্রতিটা ধাপ, সুশীলতা, নম্রতা, সরলতা এবং একটা একান্ত উদ্দেশ্যে হবে ঈশ্বরকে সমাদর করা। বিবাহ ইহজগতে এবং পরজগতে জীবনকে প্রভাবিত করে। একজন নিষ্কপট খ্রীষ্টান এমন পরিকল্পনা করবে না, যা ঈশ্বর অনুমোদন করবেন না।MHBen 335.4

    যদি তোমাদের ঈশ্বর ভয়শীল পিতামাতা থাকেন, তবে তাদের পরামর্শ গ্রহণ কর। তাদের কাছে তোমার প্রত্যাশা এবং পরিকল্পনা খুলে বল, তাদের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ কর, এবং তাতে তোমার হৃদয়ের ব্যথা-কষ্ট দূর হবে। সর্বোপরি, খ্রীষ্টকে তোমার পরামর্শ দাতা কর। প্রার্থনা সহকারে তার বাক্য অধ্যয়ন কর।MHBen 336.1

    এরূপ পথ নির্দেশকের একজন তরুণ যুবতী এমন একজন জীবন সঙ্গী গ্রহণ করবে, যে কেবলমাত্র নিষ্কপট চরিত্রের মনুষ্যোচিত আচরণের অধিকারী হবে, যে মনোযোগী মহা প্রাণা এবং সৎ, যে ঈশ্বরকে প্রেম করে ও ভয় করে। একজন যুবক এমন একজনের অন্বেষণ করবে, যে তার পাশে এসে দাঁড়াবে, এবং তার জীবনের বোঝা সহভাগ করতে পারবে, যার প্রভাব তাকে সামর্থ্য দান করবে, তাকে পরিশোধিত করবে, এবং যে তার ভালবাসা দিয়ে তাকে সুখী করবে।MHBen 336.2

    “বুদ্ধিমতি স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়।”(হিতোপদেশ ১৯:১৪)। “তাঁর স্বামীর হৃদয় তাঁহাতে নির্ভর করে।...তিনি জীবনের সমস্ত দিন তাঁহার উপকার করেন, অপকার করেন না।” (হিতোপদেশ ৩১:১১,১২)। “তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাঁহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে।...তাঁহার সন্তানগণ উঠিয়া তাঁহাকে ধন্য বলে; তাহার স্বামীও বলেন, আর তাঁহার এইরূপ প্রশংসা করেন, “অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা।” (হিতোপদেশ ৩১:২৬, ২৮, ২৯)। যে ব্যক্তি ঐরূপ একজন ভার্যা পায়, সে “উৎকৃষ্ট বস্তু পায়, এবং সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়।”(হিতোপদেশ ১৮:২২)।MHBen 336.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents