Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আত্মিক শিক্ষা

    আমাদের এমন শিক্ষার প্রয়োজন যা মন এবং আত্মাকে শক্তিমন্ত করবে যা আমাদের উত্তম নর-নারী করে গড়ে তুলবে। আত্মিক শিক্ষা পুঁথিগত বিদ্যা অপেক্ষা অধিক কিছু। জগতের জ্ঞান অর্জন অপরিহার্য, যার মধ্যে আমরা বেঁচে আছি; কিন্তু যদি আমরা চিরন্তনকে আমাদের গণনার বাইরে রাখি, তবে আমরা এমন ব্যর্থতা সৃষ্টি করব যা থেকে আমরা কখনো উদ্ধার পাব না।MHBen 431.4

    একজন ছাত্র জ্ঞান লাভের জন্য তার সর্বশক্তি নিবেদন করতে পারে; কিন্তু তার যদি ঈশ্বর বিষয় জ্ঞান না থাকে, যদি সে ব্যবস্থাসমূহের আজ্ঞাবহ না হয় যা তার আপন সত্ত্বাকে শাসন করে, তাহলে সে নিজেকে ধ্বংস করে ফেলবে। মন্দ অভ্যাস দ্বারা, সে আত্ম-প্রশংসার শক্তি হারায়, সে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সেই বিষয়গুলোর সঠিক বিচার করতে পারে না, যা তার গভীর চিন্তার বিষয়। সে তার মন ও শরীরের নিরাময়ের ক্ষেত্রে অসাবধান এবং অসঙ্গত। তার সঠিক নীতিমালা অনুশীলনের অবহেলার মাধ্যমে, সে ইহজগত এবং পরজগতের ধ্বংস করছে।MHBen 432.1

    যুবক-যুবতীরা যদি তাদের নিজেদের দুর্বলতা বুঝতে পারে, তবে তারা ঈশ্বরে তাদের শক্তি খুঁজে পাবে। যদি তারা তাঁর কাছে শিক্ষা লাভ করতে চায় তবে তারা তাঁর জ্ঞানে জ্ঞানবান হবে, এবং তাদের জীবন জগতের কাছে আশীর্বাদ স্বরূপ হবে। কিন্তু যদি তারা তাদের মন ও চিন্তারাশি জাগতিক এবং কাল্পনিক অধ্যয়নের কাছে সঁপে দেয় এবং এইরূপে ঈশ্বর হতে পৃথক হয়, তবে যা তাদের জীবনকে সমৃদ্ধ করে তার সবই তারা হারাবে।MHBen 432.2

    *****