Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আদর্শের শক্তি

    চিকিৎসক যিনি লোকদের বাড়ী বাড়ী গিয়ে পরিচর্যা করেন, রুগ্ন ব্যক্তির শয্যা পাশে তার প্রতি লক্ষ্য রাখেন, রোগীদের দুর্দশা লাঘব করেন, গোরস্তানের কিনার থেকে তাদেরকে ফিরিয়ে আনেন, মরণাপন্ন ব্যক্তির কাছে আশার বাণী বলেন, তিনি তাদের দৃঢ় আস্থা ও অনুরাগের মাঝে জায়গা করে নেন, যা খুব অল্পেই পারে। এমন কি সু-সংবাদ প্রচারকারী কারও ওপরে এত বিশাল সম্ভাবনাময় কিম্বা এমন সুদূর প্রসারী কর্ম ক্ষমতা ন্যাস্ত করা হয়নি।MHBen 111.2

    একজন চিকিৎসকের জীবন আদর্শ কোন অংশেই তার শিক্ষাদান কার্যক্রম থেকে তু‪ছ জ্ঞান করা যাবে না বরং তা তার স্বপক্ষ নিশ্চিত শক্তিস্বরূপ হওয়া উচিত। সংস্কার সাধনের উদ্দেশে এমন নর ও নারীর প্রয়োজনে যাদের জীবন যাপন পদ্ধতি আত্মসংযমের একেকটি উদাহরণ। যে সকল নীতিমালার ওপর আমরা গুরুত্ব আরোপ করে আমাদের জীবনে অনুশাসন করি তা তাদের ওপরে প্রভাব বিস্তার করে থাকে। ঈশ্বরের আশীর্বাদ মানব-কুলের হারাণ রাজপথ পুনরুদ্বার করে তাদের নিজেদের ওপরে নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে পারে, পৃথিবী এধরনের বাস্তব জীবনের অভিজ্ঞতা দেখতে চায়। যীশুর সমতুল্য জীবনে সুসংবাদে পরিত্রাণকর্তার ক্ষমতা প্রকাশিত হলে এর থেকে আরও অধিক কিছু পৃথিবীর মানুষ জানতে চায় না। একজন চিকিৎসক প্রতি নিয়ত এমন সব লোকদের সংস্পর্শে ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 111.3

    আসেন যাদের একটি সঠিক আদর্শ দেখে ব্যক্তি ও উৎসাহ অর্জনের প্রয়োজন। অনেকে নৈতিক শক্তিতে দুর্বল। তাদের আত্ম-সংযমের অভাব রয়েছে, আর এ জন্য সহজেই তারা প্রলোভনের শিকার হয়ে যায়। চিকিৎসক কেবল নিজ নৈতিক শক্তি প্রকাশের মাধ্যমে এই আত্মদানকে সাহায্য করতে পারেন কেননা এই নৈতিকতাই তাকে ক্ষতিকারক অভ্যাস ও নোংরা অভিলাষের ওপরে জয়লাভ করতে সহায়তা করে থাকে। ঈশ্বরের কাছ থেকে লব্ধ কার্য সাধক শক্তি তার জীবনে দেখাতে হবে। তিনি যদি এখানে অকৃতকার্য হন তবে বাক্য যত শক্তিশালী কিম্বা বিশ্বাস আনতে সক্ষম হোক না কেন, তার প্রভাব মন্দতার বিষয়েই সাক্ষ্য দেবে।MHBen 112.1

    কু-অভ্যাসের কারণে যাদের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে, এমন অনেকে চিকিৎসা পরামর্শ ও চিকিৎসা লাভের অন্বেষণ করে থাকে। তারা ভগ্ন, দুর্বল ও ক্ষতবিক্ষত, তারা তাদের দোষ ত্রুটি এবং জয়লাভের অক্ষমতা উপলব্ধি করে। যে কারণে তারা আজ এ অবস্থায় এসে উপনীত হয়েছে, সে সংক্রান্তচিন্তাধারা ও অনুভূতি সমূহকে অব্যাহত রাখতে উৎসাহিত করবার মত তাদের পরিবেশে এমন কিছু থাকার কথা নয়। উন্নত ও মহৎ চিন্তাধারার নির্মল পরিবেশে এখন তাদের বসবাস করা দরকার। কিন্তু যাদের সঠিক আদর্শ স্থাপন করা প্রয়োজন ছিল তারা যদি নিজেরা ক্ষতিকারক অভ্যাসের ক্রীতদাস হয়ে পড়ে, এবং তাদের প্রভাব যদি প্রলোভন ও আসক্তি বৃদ্ধিতে সহায়ক হয় তবে দায়িত্ব কতই না ভয়াবহ হতে পারে।MHBen 112.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents