Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রতিটি পরীক্ষায় সাহায্য

    আমরা একটা সংকটাপন্ন পৃথিবীতে বাস করছি। স্বর্গীয় গৃহের পথে সমস্যা, পরীক্ষা, প্রলোভন এবং দুঃখ কষ্ট আমাদের জন্য সর্বদা অপেক্ষমান। কিন্তু অনেকেই তাদের জীবনের বোঝা, দুঃখ-কষ্ট সব সময় আশা করার মাধ্যমে দ্বিগুণ করে তোলে। যদি তারা কোন প্রতিকূল অবস্থা অথবা নিরুৎসাহিতার সম্মুখীন হন, মনে করেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মনে হয় তাদের জীবনে যেন সব চেয়ে কঠোর সংকট নেমে আসছে। আর এভাবে তাদের জীবনে হতাশা, দুর্দশা নিয়ে আসে এবং চারদিকে আবৃত করে রাখে। তারা ভাবে এ সংকট থেকে তাদের ফিরে আসার আর কোন পথ নেই এবং এ দুর্দশার পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তন সম্ভব। তাদের এ জীবনের এবং পরবর্তী জীবনের সুখ আনন্দ নির্ভর করে তারা কিভাবে তাদের মনকে উৎফুল্ল, হাসি খুশি রাখে তার ওপর। তাদের অন্ধকার চিত্র যা কাল্পনিক তা থেকে সরিয়ে ঈশ্বর যা দিয়েছেন সে অদৃশ্য অনÍৈপথের দিকে অনুপ্রাণিত করুন।MHBen 231.2

    প্রত্যেক পরীক্ষায় ঈশ্বর সাহায্য দান করেন। ইস্রায়েলরা যখন মরুভ‚মির তিক্ত জলের কাছে উপস্থিত হয়েছিল তখন মোশি সদাপ্রভুর কাছে ক্রন্দন করেছিলেন। সদাপ্রভু তখন নিরাময়ের জন্য নূতন কিছুর খোঁজ করেননি; হাতের কাছে যা ছিল তার প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁর সৃষ্ট গুল্মজলের মধ্যে ফেলতে বলেছিলেন এবং জল শুদ্ধ ও মিষ্ট হয়েছিল। আর লোকেরা সে জল পান করে তৃপ্ত হয়েছিল। প্রত্যেক পরীক্ষায় আমরা যদি তাঁর কাছে যা‪ঞা করি, তবে যীশু খ্রীষ্ট আমাদের সাহায্য করেন। তাঁর বাক্যে আমাদের জন্য যা আরোগ্যকারী প্রতিজ্ঞা করেছেন সে গুলোর প্রতি আমাদের চোখ খুলে দেবেন। পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেবেন যা আমাদের দুঃখ-কষ্টের নিরাময় হয়ে আশীর্বাদ স্বরূপ কাজ করবে। আমাদের ঠোঁটে তিক্ত পানীয়ের পরিবর্তে আমরা আরোগ্যকারী বৃক্ষশাখার উপস্থিতি খুঁজে পাব। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 231.3

    ভবিষ্যতের কঠিন সমস্যার দ্বারা আমরা পরিচালিত হতে পারি না যার পরিণাম হ‪চ্ছে অতৃপ্তি, দুর্বল হৃদপিন্ড, কম্পমান হাঁটু এবং হতাশায় ভরা রিক্ত হস্ত। কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর বলেন, “সে বরং আমার পরাক্রমের স্মরণ লউক, আমার সহিত মিলন করুক, আমার সহিত মিলনই করুক।” (যিশাইয় ২৭:৫)। যদি তারা তাদের জীবন তাঁর পরিচালনার নীচে এবং তাঁর কাজের জন্য সমর্পণ করে, তবে তিনি তাদের কখনো একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে নিয়ে যাবেন না। আমাদের অবস্থা যা হোক না কেন, যদি আমরা তাঁর বাক্যের কার্যকারী হই, তবে আমাদের একজন পরিচারক আছেন, যতই দুঃখ, বিহ্বলতা আসুক না কেন, আমরা নিশ্চিত যে একজন পরামর্শ দাতা আছেন; আমরা যতই শোকার্ত বা নিঃসঙ্গ হই না কেন, আমাদের একজন সহানুভূতিশীল বন্ধু আছেন।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 232.1

    আমাদের অজ্ঞতাবশতঃ যদি আমরা ভুল পথে যাই তবে আমাদের ত্রাণকর্তা কখনো পরিত্যাগ করেন না। আমরা কখনো অনুভব করি না যে আমরা একা। স্বর্গীয় দূতেরা আমাদের সঙ্গে আছেন। সহায়ের কথা যীশু খ্রীষ্ট প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বরের রাজ্যে যেতে যিনি আমাদের পরিচালনা করেন সে পথে এমন কোন সমস্যা নেই যা তাঁর বিশ্বাসীরা অতিক্রম করতে পারে না। এমন কোন সংকট নেই যা থেকে তারা রক্ষা পাবে না। মানব জীবনে এমন কোন দুঃখ, দুর্দশা, দুর্বলতা এবং শোক নেই যার প্রতিকার তিনি দান করেননি।MHBen 232.2

    নিরুৎসাহ এবং হতাশায় আমাদের পরিত্যাক্ত ভাবার প্রয়োজন নেই। শয়তান হয়তো নিষ্ঠুর পরামর্শ নিয়ে আসতে পারে, “তোমার অবস্থা আশাহীন। তোমার পরিত্রাণের কোন উপায় নেই।”কিন্তু যীশু খ্রীষ্ট হ‪চ্ছেন আপনার আশা। আমাদের শক্তিতে ঈশ্বর বিজয়ী হতে বলেননি। তিনি বলেছেন, আমরা যেন তাঁর কাছে আসি। আমরা যতই সমস্যায় আক্রান্ত হই যা আমাদের মন ও শরীরকে দুর্বল করে ফেলে, তিনি সব কিছু থেকে মুক্ত করতে অপেক্ষায় থাকেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 233.1

    তিনি নিজে মানবরূপ ধারণ করেছিলেন। তিনি জানেন মানুষের দুঃখ কষ্টে কিভাবে সহানুভূতিশীল হতে হয়। যীশু খ্রীষ্ট শুধু মাত্র প্রত্যেক আত্মা এবং বিশেষ প্রয়োজনে দুঃখ কষ্ট ও পরীক্ষার বিষয় অবগত নন; কিন্তু তিনি ক্রোধ হওয়া এবং সবরকম জটিল পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। প্রত্যেক সন্তানের কষ্ট প্রশমিত করার জন্য তাঁর করুণার হাত বাড়িয়ে আছেন। যারা যত বেশী কষ্টভোগ করেন, তাদের জন্য তাঁর করুণা ও সহানুভূতিও তত বেশী। তিনি আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতা বুঝতে পারেন এবং তিনি চান আমরা যেন আমাদের সব কষ্ট, দুঃখ ও সমস্যা তাঁর চরণের নীচে সমর্পণ করি।MHBen 233.2

    আমাদের আবেগ এবং নিজেদের নিয়ে চিন্তাকরা বিজ্ঞতা নয়। আমরা যদি এটা করি তবে শত্রু দিয়াবল সমস্যা এবং পরীক্ষা এনে দেবে যা বিশ্বাসকে দুর্বল ও সাহসকে ধ্বংস করে দেয়। আমাদের আবেগ সম্বন্ধে নিবিড় অধ্যয়ন আমাদের অনুভূতিতে সন্দেহ পোষণের সহায়তা করতে এবং আমাদের মধ্যে বিহŸলতা জটিলরূপ ধারণ করে। আর আমরা নিজেদের যীশু খ্রীষ্টের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাই।MHBen 233.3

    পরীক্ষা, প্রলোভন যখন আপনাকে ঘিরে ফেলে, যখন দুঃখ, কষ্ট এবং অন্ধকার মনে হয় আপনার মনকে আ‪ছাদন করে রেখেছে, তখন সে স্থানের প্রতি দৃষ্টি করুন যেখানে শেষবারের মত আলো দেখেছেন। যীশু খ্রীষ্টের প্রেম ও তাঁর রক্ষাকারী আশ্রয়ের নীচে স্থান গ্রহণ করুন। যখন পাপ হৃদয়ে প্রলুব্ধ করার জন্য প্রচেষ্টা করে, যখন অপরাধ বোধ মনকে পীড়া দেয়, সংবেদ ভারাক্রান্ত, এবং যখন অবিশ্বাস মনকে আ‪ছাদিত করে ফেলে তখন স্মরণ করুন যে যীশু খ্রীষ্ট অনুগ্রহ সব পাপ ও অন্ধকারকে বিতাড়িত করতে যথেষ্ট। ত্রাণকর্তার সঙ্গে সম্পর্ক গঠন করার অর্থ হ‪চ্ছে শান্তির রাজ্যে প্রবেশ করা। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 233.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents