Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের চরিত্র খ্রীষ্টে প্রকাশিত

    তাঁর ওপরে মানবত্ব গ্রহণ করে, খ্রীষ্ট মানব জাতির সঙ্গে এক হবার উদ্দেশ্যে এলেন, এবং একই সময় পাপী মানব জাতির কাছে আমাদের স্বর্গস্থ পিতাকে প্রকাশ করলেন। যিনি আদি থেকে পিতার সম্মুখে ছিলেন; যিনি অদৃশ্য ঈশ্বরের প্রকাশিত প্রতিমূর্তি ছিলেন, কেবল মাত্র মানব জাতির কাছে ঈশ্বরের চরিত্র প্রকাশ করতে সমর্থ। তিনি সর্ব বিষয়ে তাঁর ভ্রাতৃগণের ন্যায় ছিলেন। তিনি আমাদের ন্যায় মাংসে মূর্তিমান হলেন। তিনি ক্ষুধার্ত এবং পিপাসিত এবং ক্লান্ত ছিলেন। তিনি খাদ্য গ্রহণ করে বেঁচে ছিলেন, নিদ্রাযোগে সজীবতা লাভ করতেন। তিনি মনুষ্যের ভাগ্য (সুখ ও দুঃখ) সহভাগ করতেন; তথাপি ঈশ্বরের নিষ্পাপ সন্তান ছিলেন। তিনি পৃথিবীতে এবং অতিথি এবং প্রবাসী ছিলেন, জগতের মধ্যে কিন্তু জগতের নয়; তিনি অদ্যকার নর-নারীদের ন্যায় প্রলোভিত এবং পরীক্ষিত হলেন, তথাপি একটি নিষ্পাপ জীবন যাপন করেছিলেন। তিনি ছিলেন, সদাশয়, প্রেমপরায়ণ, করুণাময়, সহানুভূতিশীল, সর্বদা অন্যদের বিষয় চিন্তাশীল, তিনি ঈশ্বরের চরিত্র প্রতিনিধিত্ব করেছেন, এবং অবিরত ঈশ্বর এবং মনুষ্যের সেবায় নিয়োজিত থাকতেন।MHBen 400.1

    “সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন,”
    তিনি বলেন, কেননা নম্রগণের কাছে
    সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু
    আমাকে অভিষেক করিয়াছেন;
    তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তঃকরণ
    লোকদের ক্ষত বাঁধিয়া দেই; যেন বন্দি লোকদের কাছে
    মুক্তি, ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি।”
    MHBen 400.2

    (যিশাইয় ৬১:১)।

    MHBen 400.3

    “অসুস্থদের কাছে চক্ষুর্দান প্রচার করিবার জন্য”MHBen 400.4

    (লূক ৪:১৮)।

    “সদাপ্রভুর প্রসন্নতার বৎসর...ঘোষণা করি;...
    যেন সমস্ত শোকার্ত্তকে সান্ত্বনা করি।”
    MHBen 400.5

    (যিশা ৬১:২)।

    ” তোমরা আপন আপন শত্রুদের প্রেম কর,”
    তিনি আমাদের আদেশ করিয়াছেন;
    “যাহারা তোমাদের তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা কর,
    যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও,”

    “তিনি ভাল মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন,
    এবং ধার্ম্মিক অধার্ম্মিকদের উপর জল বর্ষাণ”
    MHBen 401.1

    (মথি ৫:৪৪, ৪৫) (লূক ৬:৩৫)

    MHBen 401.2

    “অতএব তোমরা দয়ালু হও,
    যেমন তোমাদের স্বর্গস্থ পিতা দয়ালু”
    MHBen 401.3

    (দেখুন ৫:৪৫)।

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents