Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    যে কাজ আমাদের চিন্তাকরে করতে হয়

    কয়েকটি দুর্বল, একগুয়েমি প্রচেষ্টার মাধ্যমে ভুল ঠিক করা বা আচরণের সংস্কার করা যায় না। একদিন বা এক বছরে চরিত্র গঠন হয় না, এটা সারা জীবনের কাজ। অহমের ওপর পবিত্রতা, এবং স্বর্গের লোভ সারা জীবনের কাজ। বিরামহীন প্রচেষ্টা এবং কার্য বিনা ঐশ্বজীবনের অগ্রগতির এবং বিজয় মুকুট অর্জিত হয় না।MHBen 434.1

    একটি উ‪চ্চতর পদ থেকে মানুষের পতনের সর্ব শক্তিশালী প্রমাণ সত্যটা হল যে, এটা ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়। ঘণ্টার পর ঘণ্টা কঠোর সংগ্রামের বিনিময়ে, ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে এটা ফিরে পাওয়া সম্ভব। মুহূর্তে দ্রুত, অসতর্ক কাজ দ্বারা আমরা আমাদেরকে মন্দ শক্তির মধ্যে স্থাপন করতে পারি; কিন্তু শৃ‫খল ভেঙ্গে একটা পবিত্রতম জীবন লাভ করা এক মুহূর্তের কাজ অপেক্ষা অধিক সময়ের আবশ্যক। উদ্দেশ্য গঠিত হতে পারে কাজ আরম্ভ হতে পারে; কিন্তু পূর্ণতা লাভে কঠোর শ্রম, সময়, দীর্ঘসহিষ্ণুতা, ধৈর্য, এবং ত্যাগ স্বীকারের প্রয়োজন। ‬MHBen 434.2

    আমরা আবেগ বশতঃ কোন কাজ করতে পারি না। আমরা এক মুহূর্তের জন্যও অসতর্ক হতে পারি না। আমাদের প্রলোভন দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করতে হবে, নচেৎ আমরা পরাভূত হব। আমরা জীবদ্দশায় এসে যখন দেখব, আমাদের কাজ শেষ হয় নি, তখন আমরা একটা চিরন্তন ক্ষতির সম্মুখীন হব।MHBen 434.3

    প্রেরিত পৌলের জীবন ছিল অহম নিয়ে এক বিরামহীন সংগ্রামের জীবন। তিনি বলেছিলেন, “ভাতৃগণ, আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে তোমাদের বিষয়ে আমার যে শ্লাঘা, তাহার দোহাই দিয়া বলিতেছি, আমি প্রতিদিন মরিতেছি।” ১করিন্থীয় ১৫:৩১। তার ই‪ছা এবং তাঁর বাসনা ছিল ঈশ্বরের কাজ এবং ই‪ছা পরস্পর বিরোধী। ঝোঁকের বশবর্তী না হয়ে তিনি ঈশ্বরের ই‪ছা সাধন করেছেন, সে যতই কষ্টদায়ক হোক না কেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 434.4

    তার জীবন যুদ্ধের অবসানে, সংগ্রাম এবং বিজয়ের দিকে ফিরে তিনি এ কথা বলতে পেরেছিলেন, “আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্ম্মিকতার মুকুট তোলা রহিয়াছে, প্রভু, সেই ধর্মময় বিচারকর্ত্তা, সেই দিন আমাকে তাহা দিবেন।” (২তীমথিয় ৪:৭-৮)।MHBen 435.1

    খ্রীষ্টানের জীবন একটা সংগ্রাম ও এক কুচকাওয়াজের জীবন। এই যুদ্ধে কোন ছুটি নেই; প্রচেষ্টা হবে বিরামহীন এবং অধ্যবসায়ের। বিরামহীন কঠোর প্রচেষ্টার মাধ্যমে আমরা শয়তানের প্রলোভনের ওপরে বিজয়ী হই। খ্রীষ্টিয় ন্যায়পরায়নতা প্রতিরোধহীন শক্তি এবং দৃঢ়সংকল্প স্থির উদ্দেশ্যের মাধ্যমে লাভ করতে হবে।MHBen 435.2

    কোন ব্যক্তিই তার নিজস্ব দৃঢ় অধ্যবসায় ও প্রচেষ্টা বিহীন ওপরে উঠতে পারবে না। সবাইকেই এই সংগ্রামে নিজেরই নিয়োজিত হতে হবে; অন্য কেউই আমাদের জন্য সংগ্রাম করতে পারে না। সংগ্রামের ক্ষেত্রে আমরা স্বতন্ত্রভাবেই দায়ী; যদিও বা নোহ ইয়োব, দানিয়েল দেশে থাকে, তথাপি তারা তাদের পুত্র ও কন্যাকে তাদের ধার্মিকতা দ্বারা রক্ষা করতে পারবে না।MHBen 435.3