ঈশ্বরের পরিকল্পগুলোই উত্তম
আমাদের পরিকল্পনাগুলো সর্বদা ঈশ্বরের পরিকল্পনা নয়। তিনি হয়তো দেখেন এটা আমাদের জন্য অতি উত্তম নয় এবং আমাদের শ্রেষ্ঠ মনোবাসনা তিনি প্রত্যাখ্যান করেন যেমন তিনি দায়ূদের প্রতি করেছিলেন। কিন্তু একটা বিষয় আমাদের নিশ্চিত করেন, তিনি তাদের আর্শীবাদ করবেন এবং তাঁর কার্যের অগ্রগতির জন্য ব্যবহার করবেন, যারা নিজেদের আন্তরিকভাবে তাঁর উদ্দেশ্য নিবেদিত করবেন এবং তাঁর গৌরব প্রদান করবেন। তিনি যদি দেখেন তাদের ইছা সমর্থন করা যথার্থ নয়, তখন তিনি তা তাঁর ভালবাসার দানের দ্বারা প্রত্যাখ্যান করেন এবং তাদের অন্য সেবা কার্য দানের মাধ্যমে আশ্বস্ত করেন। MHBen 453.1
যিনি আমাদের সম্বন্ধে, আমাদের নিজেদের চেয়ে অধিক জানেন, তাঁর ভালবাসার ও যত্নের কারণে তিনি অনেক সময় আমাদের স্বার্থপর এবং আত্মকেন্দ্রীক উচ্চাকাঙ্ক্ষা সাধনে অনুমতি প্রদান করেন না। আমাদের সম্মুখে যে পবিত্র দায়িত্ব রাখা হয়, তা উপেক্ষা করতে তিনি অনুমতি দেন না। অধিকাংশ সময় এসব দায়িত্ব, আমাদের আরো বড় বা উচ্চ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ বা শিক্ষা। অনেক সময় আমাদের পরিকল্পনা অকৃতকার্য হয় কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনাই কৃতকার্যতা লাভ করে। MHBen 453.2
ঈশ্বরের জন্য প্রকৃত ত্যাগস্বীকার করার জন্য আমাদের কখনো আহ্বান করা হয় না। তিনি অনেক ক্ষেত্রে আমাদের তাঁর ওপর নির্ভরশীল হতে বলেন, কিন্তু এসব করার মাধ্যমে প্রকৃত পক্ষে আমরা কিন্তু সেগুলো পরিত্যাগ করি না, আমাদের স্বর্গের পথে অগ্রসর হতে বাধা দান করে। যদিও কোন কোন সময় যা আমাদের জন্য উত্তম তা পরিহার করতে বলেন, তবে আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বর আমাদের জন্য ঐ সবের চেয়ে অনেক উন্নত কিছু দান করার জন্য চিন্তাকরেন।MHBen 453.3
ভবিষ্যতে জীবনের রহস্য যা বেদনা এবং হতাশার কারণ হতে পারে তা স্পষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাব, যদিও মনে হয়েছিল প্রার্থনা গ্রাহ্য হয়নি এবং নিরাশা হতাশা ঘিরে আছে তার মধ্যে আমাদের জন্য মহা আশীর্বাদ আছে।MHBen 454.1
আমাদের প্রত্যেকটি দায়িত্বের প্রতি যত্নশীল হতে হবে, যদিও বা সেটা অতি সামান্য কাজ, কিন্তু সে কাজটাও ঈশ্বরকে সেবা করার একটা অংশ। আমাদের প্রতিদিনের প্রার্থনাশীল জীবন এ হওয়া উচিত, “প্রভু, আমাকে আমার যথাসাধ্য কাজ করার জন্য সাহায্য কর। কিভাবে ভাল কাজ করা যায় তা আমাকে শিক্ষা দেও। আমাকে উৎফুল্ল হৃদয় এবং ভাল কাজ করার শক্তি দান কর। মুক্তিদাতার সেবার জন্য আমাকে সাহায্য কর।”MHBen 454.2