Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিধবা এবং এতিম যারা

    বিধবা এবং পিতৃহীনদের প্রতি সদাপ্রভু বিশেষ দৃষ্টি প্রদান করেন।MHBen 184.1

    “ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে,
    পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা।”
    MHBen 184.2

    (গীতসংহিতা ৬৮:৫)।

    “কেননা তোমার নির্মাতা তোমার পতি,
    তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু;
    আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা,
    তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলিয়া আখ্যাত হইবেন।”
    MHBen 184.3

    (যিশাইয় ৫৪:৫)।

    “তুমি আপন পিতৃহীন বালকদিগকে ত্যাগ কর,
    আমি তাহাদিগকে বাঁচাইব; তোমার বিধবাগণও
    আমাতে বিশ্বাস করুক।”
    MHBen 184.4

    (যিরমিয় ৪৯:১১)।

    অনেক পিতা, তার প্রিয়জন হতে বিদায়ের আহ্বান পেয়ে, ঈশ্বরের সযত্ন তত্ত্বাবধানের প্রতিজ্ঞায় বিশ্বাসে মৃত্যুর বিশ্রাম গ্রহণ করেছেন। প্রভু বিধবা এবং পিতৃহীনদের জন্য স্বর্গ থেকে অলৌকিক উপায়ে মান্না প্রেরণ করেন না, দাঁড় কাকের মাধ্যমে খাদ্য যোগান না; কিন্তু মানবান্তঃকরণে একটি অলৌকিক কার্য দ্বারা, স্বার্থপরতাকে বিতাড়িত করে, খ্রীষ্টতুল্য প্রেমের ফোয়ারার সীলমোহর ভেঙ্গে ফেলেন। উৎপীড়িত এবং মৃত্যু দ্বারা বি‪চ্ছিন্ন লোকদেরকে তিনি এক অমূল্য সম্মানরূপে তাঁর অনুসারীদের কাছে তাদের ভারার্পণ করেন। আমাদের সহানুভূতির ওপরে তাদের জোরালতম দাবি রয়েছে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 184.5

    গৃহগুলোতে সুখ-সা‪চ্ছন্দ্য উপভোগের উপকরণের যোগান রয়েছে, প্রচুর শস্য দ্বারা খামার ও গোলাঘর পরিপূর্ণ, বড় বড় দোকানঘর গুলো তাতে উৎপাদিত বস্তু দ্বারা পরিপূর্ণ, রক্ষাভল্টগুলো সোনা, রূপা দ্বারা পরিপূর্ণ। এই সকল অভাবগ্রস্ত লোকদের ভরণপোষণের জন্য ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ঈশ্বরের সরবরাহ রয়েছে। তাঁর উদার দানের মাধ্যম হবার জন্য তিনি আমাদের আহ্বান করেছেন।‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 184.6

    অনেক বিধবা মাতা তার পিতৃহীন সন্তানদের নিয়ে দ্বিগুণ বোঝা বহন করার জন্য সাহস পূর্বক প্রাণপণ চেষ্টা করছে, প্রায়ই সে তার ছোট ছোট সন্তানদের কাছে রাখার জন্য তার শক্তির অতিরিক্ত পরিশ্রম করে যা‪চ্ছে যেন তাদের ভরণপোষণ এবং অন্যান্য চাহিদাসমূহ পূরণ করতে পারেন। তাদের প্রশিক্ষণ এবং শিক্ষা দেবার জন্য অল্পই সময় তাদের হাতে আছে, তাদের জীবনকে উজ্জ্বল করবার জন্য খুব সামান্যই পারিপার্শ্বিক পরিবেশ এবং প্রভাব রয়েছে। তার উৎসাহ, সহানুভূতি, বাস্তব এবং শারীরিক সাহায্য প্রয়োজন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 185.1

    ঈশ্বর আমাদের আহ্বান করেছেন যেন আমরা এসব শিশুদের, যেটুকু সম্ভব তাদের পিতার তত্ত্বাবধানের অভাবটা পূরণ করতে পারি। তাদের থেকে দূরে দাঁড়িয়ে না থেকে, তাদের দোষ ত্রুটির অভিযোগ আনয়ন, বা তারা যে সমস্যা সৃষ্টি করতে পারে, সে বিষয়ে অভিযোগ আনয়ন না করে, সম্ভাব্য সর্ব উপায়ে তাদের সাহায্য করুন। দুশ্চিন্তা পীড়িত মা’কে সাহায্য করবার চেষ্টা করুন। তার বোঝা হালকা করুন।MHBen 185.2

    তারপর অসংখ্য ছেলেমেয়ে রয়েছে যারা পিতামাতা এবং অভিভাবকদের পরিচালনা এবং একটা খ্রীষ্টিয় পরিবারের কোমল প্রভাব থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছে। খ্রীষ্টানগণ এই সকল অসহায় বা‪চাদের প্রতি তাদের অন্তঃকরণ এবং গৃহ খুলে দেবে। ঈশ্বর স্বতন্ত্রভাবে তাদের কাছে যে কর্মভার অর্পণ করেছেন, তা কোন সাহায্য সংস্থা‬ বা প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেয়া অথবা বিশ্বের দাতব্য প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেয়া ঠিক হবে না। শিশুদের দেখাশুনার জন্য যদি তাদের কোন আত্মীয় স্বজন না থাকে, তবে মণ্ডলীর সভ্য-সভ্যাদের উচিত হবে তাদের জন্য আবাসস্থানের ব্যবস্থা করে দেয়া। যিনি আমাদের ওপর ভার অর্পণ করেছেন যে আমরা পরিবারের মধ্যে একত্র মিলে মিশে থাকি; তাহলে একটা খ্রীষ্টিয় পরিবারে প্রেম সুলভ বায়ুমণ্ডলে শিশুস্বভাব সৃষ্টি হবে। যাদের নিজেদের কোন সন্তান-সন্ততি নেই, তারা অন্যদের সন্তান-সন্ততির যত্ন নিতে পারেন। কুকুর-বিড়াল বা বোবা জীবজন্তুর‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ পিছে অযথা মনোযোগ না দিয়ে বরং ছোট শিশু-সন্তানদের প্রতি মনোযোগ আকর্ষণ করা শ্রেয়। স্বর্গীয় আদর্শে যাদের চরিত্র আমরা গঠন করতে পারি। মানব পরিবারের গৃহহীন সদস্য-সদস্যাদের প্রতি আপনার ভালবাসা অর্পণ করুন। দেখুন, আপনি এই সব ছেলেমেয়েদের কতজনকে প্রতিপালন করতে পারেন এবং প্রভুর সামনে মানুষ করতে পারেন। অনেকেই এরূপে ভীষণভাবে উপকৃত হবে।MHBen 185.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents