Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    একটা পরীক্ষামূলক জ্ঞান

    এভাবে বিশ্বাসের মাধ্যমে তারা একটা পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে পারবে। তারা নিজেরা তাঁর বাক্যের বাস্তবতা প্রমাণ করতে পেরেছে, তাঁর প্রতিজ্ঞার সত্যতা। তারা পরীক্ষা করে দেখেছে, এবং তারা জানে যে প্রভু মঙ্গলময়।MHBen 442.2

    প্রিয় যোহনের একটা জ্ঞান ছিল যা তিনি তার নিজের অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছিলেন। তিনি সাক্ষ্য দিতে পেরেছিলেন:MHBen 442.3

    “যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি; জীবনের সেই বাক্যের বিষয় (লিখিতেছি)- আর সেই জীবন প্রকাশিত হইলেন, এবং আমরা দেখিয়াছি, ও লক্ষ্য করিতেছি; এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্তজীবনস্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি, আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সভাগিতা, তাহা পিতার এবং তাঁহার পুত্র যীশু খ্রীষ্টের সহিত।” (১ যোহন ১:১-৩)।MHBen 442.4

    সুতরাং, প্রত্যেকেই তাঁহার নিজ অভিজ্ঞতার মাধ্যমে, “ঈশ্বর সত্য”, এই “মুদ্রাঙ্ক” দিতে সমর্থ। (যোহন ৩:৩৩)। সে এই সাক্ষ্য বহন করতে পারে, যা সে নিজেই দেখেছে, শুনেছে এবং খ্রীষ্টের শক্তি অনুভব করেছে। সে সাক্ষ্য দিতে পারে:MHBen 442.5

    “আমার সাহায্যের প্রয়োজন ছিল, আর আমি তা যীশুতে পেয়েছি। সর্বপ্রকার চাহিদা মেটানো হল, আমার আত্মার ক্ষুধা পূর্ণ হল; বাইবেল আমার কাছে খ্রীষ্টের প্রকাশ প্রাপ্তি। আমি যীশুতে বিশ্বাস করি কারণ তিনি আমার কাছে একজন ঐশ্বরিক ত্রাণকর্তা। আমি বাইবেল বিশ্বাস করি কারণ, তা আমার আত্মার পক্ষে ঈশ¦েরর রব হিসেবে পেয়েছি।”MHBen 442.6