Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আনন্দ চিত্ত

    মায়ের প্রফুল-, পরিতৃপ্ত, সুখী স্বভাবের বিকাশ সাধন করা উচিত। তার সন্তানের শারীরিক এবং নৈতিক চরিত্রের জন্য তিনি সবদিক থেকে পর্যাপ্ত পরিমাণে প্রচেষ্টা চালিয়ে যাবেন। একটা প্রফুল- হৃদয় তার পরিবারের সুখ বৃদ্ধি করবে, এবং অতিমাত্রায় তার নিজের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।MHBen 351.5

    স্বামী তার স্ত্রীকে সহানুভূতি এবং অপতিত ভালবাসা দিয়ে সাহায্য করুন। তিনি যদি তাকে (স্ত্রীকে) সতেজ রাখতে চান এবং প্রফুল- রাখতে চান, যাতে তিনি (স্ত্রী) ঘরে সূর্যের আলো স্বরূপ হয় তাকে তার বোঝা বইতে সহায়তা করুন। স্ত্রীর প্রতি তার দয়া এবং প্রেমময় শিষ্টাচার তার (স্ত্রীর) কাছে একটি মূল্যবান উৎসাহ, আর যে সুখ তিনি স্ত্রীর সঙ্গে সহভাগ করেছেন তার নিজের হৃদয়ে আনন্দ ও শান্তি এনে দেবে।MHBen 351.6

    স্বামী বা পিতা যিনি খিটখিটে স্বভাবের, স্বার্থপর, এবং স্বে‪ছাচারী তিনি শুধু নিজেই অসুখী নন, তিনি তার ঘরে একই সঙ্গে বসবাসকারীদেরও ভারাক্রান্ত করে তোলেন। তিনি এর ফলাফল ভোগ ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ করেন তার স্ত্রীর নিরুৎসাহ ও অসুস্থতায় জ্ঞাত থাকে। তার অসুন্দর মেজাজের দ্বারা তার ছেলেমেয়েদেরও ক্ষতি করে থাকেন।MHBen 351.7

    যে যত্ন এবং আরাম-আয়েশ মায়ের পাওয়া উচিত তা থেকে তিনি যদি বঞ্চিত হন, তাকে দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে, অথবা তার প্রতি রাগ দেখিয়ে এবং বিষাদ ও হতাশাজনকভাব দেখিয়ে তার শক্তি যদি সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয়া হয়, তাহলে তার সন্তান প্রাণশক্তি ও মানসিক নমনীয়তা এবং প্রফুল-তা ও প্রাণো‪ছলতা যা জন্মসূত্রে পাওয়া উচিত তা থেকে সে বঞ্চিত হবে। ভাল হয় মায়ের জীবনটাকে তার অভাব, ক্ষয়কারী শ্রম, এবং হতাশাজনক যত্ন থেকে রক্ষা করতে উজ্জ্বল এবং আনন্দময় করে রাখা যায়, এবং ছেলেমেয়েরা জন্মসূত্রে ভাল শারীরিক ও মানসিক গঠন পায় যাতে তারা তাদের জীবন পথের সমস্ত বাধাকে তাদের নিজেদের প্রেরণাদায়ী শক্তি দ্বারা জয় করতে পারে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 352.1

    গুরুত্বপূর্ণ সম্মান ও দায়িত্ব পিতা ও মাতার ওপরে ন্যাস্ত করা হয়েছে যার মাধ্যমে তারা তাদের ছেলেমেয়েদের কাছে ঈশ্বরের প্রতিনিধি। তাদের স্বভাব-চরিত্র, তাদের দৈনন্দিন জীবন যাপন; তাদের শিক্ষা দেয়ার পদ্ধতি ছোটদের কাছে তাঁর (ঈশ্বরের) বাক্য ব্যাখ্যা করা। তাদের প্রভাব ছোট ছেলেমেয়েদের প্রভুতে দৃঢ় বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে অথবা অস্বীকার করে।MHBen 352.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents