Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    গীতরচকের অভিজ্ঞতা

    গীতরচকের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যেন সকলেই প্রকৃতি এবং প্রত্যাদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য গ্রহণের দ্বারা লাভ করতে পারে। তিনি বলেনঃMHBen 444.2

    “কেননা, হে সদাপ্রভু, তুমি আপন কার্য্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ; আমি তোমার হস্তকৃত কার্য্য সকলে জয়ধ্বনি করিব।” (গীত ৯২:৪)।MHBen 444.3

    “সদাপ্রভু, তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা গগণস্পর্শী। তোমার ধর্ম্মশীলতা ঈশ্বরের পর্ব্বত সমূহের তুল্য, তোমার শাসন সকল মহাজলধি স্বরূপ, সদাপ্রভু, তুমি মনুষ্য ও পশু রক্ষা করিয়া থাক। হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য!” (গীত ৩৬:৫-৬)। “মনুষ্য-সন্তানবর্গ তোমার পক্ষ‪ছায়ার নীচে শরণ লয়। তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদিগকে তোমার আন‱দ নদীর জল পান করাইয়া থাক। কারণ তোমারই কাছে জীবনের উনুই আছে; তোমারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই।” (গীত ৩৬:৭-৯)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 444.4

    “ধন্য তাহারা, যাহারা আচরণে সিদ্ধ,
    যাহারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে।
    ধন্য তাহারা, যাহারা তাঁহার সাক্ষ্যকলাপ পালন করে;
    যাহারা সব্বান্তরকরণে তাঁহার অন্বেষণ করে।”

    “যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার বাক্যানুসারে
    সাবধান হইয়াই করিবে।”

    “আমি বিশ্বস্ততার পথ মনোনীত করিয়াছি,
    আমি তোমার সাক্ষ্যকলাপ সম্মুখে রাখিয়াছি।”
    MHBen 444.5

    (গীত ১১৯:১, ২, ৯, ৩০)।

    “তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি,
    যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।”
    MHBen 445.1

    (গীত ১১৯:১১)।

    “আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করিব, কেননা আমি
    তোমার নির্দেশ সকলের অন্বেষণ করিয়াছি।”
    MHBen 445.2

    (গীত ১১৯:৪৫)।

    “আমার নয়ন খুলিয়া দেও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থার আশ্চর্য্য
    আশ্চর্য্য বিষয় দেখি।”

    “তোমার সাক্ষ্যকলাপ আমার হর্ষজনক,
    সেগুলি আমার মন্ত্রণাদায়ক সুহৃৎ।”

    “তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্যমুদ্রা
    অপেক্ষা উত্তম।”

    “আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি!
    তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।”

    “তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য্য, এই জন্য আমার প্রাণ
    সে সকল পালন করে।”
    MHBen 445.3

    (গীত ১১৯:১৮, ২৪, ৭২, ৯৭, ১২৯)।

    “তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত, আমার প্রবাস-গৃহ।”

    MHBen 445.4

    “তোমার বচন অতীব পরীক্ষাসিদ্ধ, তাই তোমার দাস তাহা ভালবাসে।”

    MHBen 445.5

    “তোমার বাক্যের সমষ্টি সত্য,
    তোমার ধর্ম্মময় প্রত্যেক শাসন চিরস্থায়ী।”

    “আমার প্রাণ জীবিত থাকুক, সে তোমার প্রশংসা করিবে, আর তোমার
    MHBen 445.6

    শাসনকলাপ আমার সহকারী হউক।”(গীত ১১:৫৪, ১৪০, ১৬০, ১৭৫)।

    “যাহারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাহাদের পরম শান্তি, তাহাদের উছোট
    লাগে না।”

    “সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রত্যাশা করিয়াছি ও তোমার আজ্ঞা
    সকল পালন করিয়াছি।”

    “আমার প্রাণ তোমার সাক্ষ্যকলাপ পালন করিয়াছে, আমি সে সকল
    MHBen 445.7

    অতিশয় ভালবাসি।”(গীত ১১৯: ১৬৫-১৬৭)।

    “তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িকদিগকেMHBen 445.8

    বুদ্ধিমান করে।”(গীত ১১৯:১৩০)।

    “তোমার আজ্ঞসকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে, কারণ সেই
    সকল চিরকাল আমার। আমার সমস্ত পুরুষ অপেক্ষা আমি জ্ঞানবান,
    কোননা আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যান করি। প্রাচীন লোক হইতেও আমি
    বুদ্ধিমান, কারণ আমি তোমার নির্দেশ সকল পালন করিয়াছি।”

    “তোমার নির্দেশমালা দ্বারা আমার বুদ্ধিলাভ হয় তাই আমি সমুদয় মিথ্যা
    পথ ঘৃণা করি।”

    “তোমার সাক্ষ্যকলাপ আমি চিরতরে অধিকার করিয়াছি, কারণ সে সকল
    আমার চিত্তের হর্ষজনক।”
    MHBen 446.1

    (গীত ১১৯:৯৮-১০০, ১০৪, ১১১)।