Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    কিভাবে হৃদয়ে পৌছা যায়

    মানুষের মনের সাথে কাজ করা একটা সংবেদনশীল কাজ। কেবল মাত্র যিনি মানুষের হৃদয় পাঠ করেন তিনিই জানেন কিভাবে মানুষকে অনুতাপ পর্যÍন্তআনতে হয়। একমাত্র ঈশ্বরের জ্ঞান আমাদেরকে হারানোদের পর্যন্তপৌছাতে কৃতকার্যতা প্রদান করতে পারেন। তুমি খাড়াভাবে দাঁড়িয়ে বলতে পার, উপলব্ধি করতে পার, “আমি তোমার চেয়ে পবিত্র,” তোমার যুক্তি কতটুকু সঠিক অথবা তোমার বাক্যগুলো কতটুকু সত্য সেটা কোন বিষয় নয়; ঐগুলো কখনও অন্তর স্পর্শ করবে না। খ্রীষ্টের ভালবাসা বাক্যে এবং কাজে যেভাবে প্রমাণ করেছেন, তা নিজস্ব পথে আত্মায় পৌছবে, যখন ধর্মানুশাসনের পুনরাবৃত্তি অথবা যুক্তি কিছুই অর্জন করতে পারবে না। আমাদের আরও অধিক পরিমাণে খ্রীষ্টের মত সহানুভূতিশীল হওয়া প্রয়োজন; যারা আমাদের কাছে নির্দোষভাবে আসে কেবল তাদের জন্যই নয়, কিন্তু দরিদ্রদের যাতনাগ্রস্তদের, সংগ্রামরত আত্মাদের, যারা প্রায়ই ভ্রান্ত হয়, পাপ করে এবং অনুতাপ করে, প্রলোভিত ও নিরুৎসাহিত হয় তাদের জন্যও সহানুভূতির প্রয়োজন। আমাদের মহা যাজকের মত আমাদের সহমানবদের দুর্বলতাকে অনুভব করে তাদের কাছে যেতে হবে, স্পর্শ করতে হবে।MHBen 144.2

    এরা ছিলেন সমাজচ্যুত, করগ্রাহী এবং পাপী, জাতিগণ দ্বারা ঘৃণিত, যাদেরকে খ্রীষ্ট আহ্বান করেছিলেন, এবং তাঁর ভালবাসা আত্মগরিমায় দূরে দাঁড়িয়ে থাকতো, এবং অন্যদের নীচ চোখে দেখতো তাদের চেহারা তিনি দেখতেন না।MHBen 145.1

    “পথে এবং বেড়ায় বেড়ায় যাও, এবং তাহাদিগকে ভিতরে আসিবার জন্য অনুরোধ কর,” যীশু আমাদেরকে বলেন, “আমার ঘর যেন পূর্ণ থাকে।”এই বাক্যে বাধ্য থেকে আমাদেরকে আমাদের কাছে ও দূরে যে পৌত্তলিকেরা থাকে তাদের কাছে যেতে হবে। “করগ্রাহীদের এবং বেশ্যাদের”ত্রাণকর্তার নিমন্ত্রণ শুনাতে হবে। তাঁর বার্তাবাহকদের দয়া ও দীর্ঘসহিষ্ণুতার সাথে আহ্বান, যারা গভীরতম পাপে ডুবে আছেন তাদেরকে ওপরে তোলার ক্ষমতা পাবে।MHBen 145.2

    যীশুর প্রেরণা দাবি করে যে আমরা দৃঢ় উদ্দেশ্য নিয়ে কাজ করি, অদম্য ই‪ছার সাথে, যে আত্মাদেরকে ধ্বংস করার জন্য শয়তান খুঁজে বেড়া‪চ্ছে তাদের কাছে উত্তর উত্তর দৃঢ় নাছোড়বান্দা কার্যকারীর মত হয়ে মিনতির সাথে আমাদের যেতে হবে। হারানোদের জন্য পরিত্রাণ প্রদানের জন্য যে আন্তরিকতা, আকুল আকা‫খার যে শক্তি সেটাকে কোনকিছুই নিরুৎসাহিত করতে পারবে না।‬‬‬MHBen 145.3

    লক্ষ্য করুন কিভাবে ঈশ্বরের বাক্যে জরুরীভাবে নর এবং নারীগণকে ত্রাণকর্তার কাছে আসার জন্য মিনতি করছেন। ব্যক্তিগতভাবে অথবা প্রকাশ্যে, প্রতিটি কঠিন প্রশ্নের প্রমাণসহ উত্তর দিয়ে আমাদের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের তাদেরকে অনুরোধ জানাতে হবে যেন তারা ঈশ্বর পানে তাকায়, এবং নিজের জীবন অস্বীকার করে এবং উৎসর্গ করে তাদের জীবনে তাঁকে গ্রহণ করেন। তাদের প্রত্যেককে আমাদের দেখাতে হবে যে, আমরা তাদের প্রত্যেকে যীশুর উপহার দিয়ে, তাঁর নামের সম্মান করে, এবং তাদেরকে যীশুর অনন্তর আনন্দ দিতে চাই।MHBen 145.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents