Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৩১ - মা

    “আমি তাকে যাকিছু নির্দেশ করেছি,
    তা সে মেনে চলুক।”

    পিতা-মাতা যেমন, তাদের কাছ থেকে ছেলেমেয়েরা অধিকাংশ শিখে, তারা তেমনই হবে। পিতা-মাতার শারীরিক অবস্থা, তাদের মেজাজ ও ক্সজব আকা‫খা, তাদের মানসিক ও নৈতিক ঝোঁক তাদের ছেলেমেয়েদের মধ্যে কম অথবা অতিমাত্রায় পুনরায় দেখা দেয়। ‬MHBen 347.1

    পিতা-মাতা তাদের মহত্তর উদ্দেশ্য, উ‪চ্চতর মানসিক এবং আত্মিক বৃত্তিদান, এবং তাদের অধিকতর ভাল শারীরিক ক্ষমতার উন্নয়ন, তাদের সন্তানদের ভাল জীবন-যাপনে প্রস্তুতিদান করতে সাহায্য করবে। তাদের মধ্যে যা কিছু সর্বোত্তম রয়েছে, সেগুলোর বিকাশ সাধনের মাধ্যমে পিতা-মাতা তাদের আগামী প্রজন্মকে সমাজে গড়ে ওঠতে প্রভাব বিস্তার করে থাকেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 347.2

    পিতা ও মাতার তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া দরকার। সমগ্র বিশ্বে প্রতিটা পদক্ষেপই যুবক-যুবতীদের জন্য প্রলোভনে পরিপূর্ণ। বিপুল সংখ্যক যুবক-যুবতী স্বার্থপরতা এবং ইন্দ্রিয় সুখজনিত আনন্দের প্রতি আকৃষ্ট। যে পথ তাদের কাছে সুখের বলে মনে হয় সেই পথে যে বিপদ লুকিয়ে আছে অথবা সেই পথের সমাপ্তি যে ভয়ঙ্কর তা তারা উপলব্ধি করতে পারে না। ক্সজব আকা‫খার প্রশ্রয় এবং তার প্রতি প্রবল অনুরাগের ফলে, তারা তাদের শক্তি নষ্ট করছে, লক্ষ লক্ষ লোক তাদের ইহকাল ও পরকাল উভয়ই হারিয়েছে। পিতা-মাতাদের মনে রাখা উচিত যে তাদের সন্তানেরা অবশ্য এই সমস্ত বিপজ্জনক প্রলোভনের মুখোমুখি হবে। এমনকি শিশুর জন্মের পূর্ব থেকেই, সেই ধরনের প্রস্তুতি গ্রহণ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ করতে শুরু করা উচিত যা শিশুকে কৃতকার্যতার সাথে মন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ করে তুলবে।MHBen 347.3

    বিশেষ করে কাজটির দায়দায়িত্ব মায়ের ওপরে ন্যাস্ত থাকে তিনি, যার জীবন-রক্তে শিশু পরিপুষ্ট হয় এবং তার শারীরিক কাঠামো বৃদ্ধি পায়, তার (মায়ের) মানসিক এবং আত্মিক প্রভাবগুলোও শিশুর মনমানসিকতা এবং চরিত্রের ওপর প্রভাব বিস্তার করে। যোকেবৎ ছিলেন ইব্রীয় মাতা, যিনি বিশ্বাসে ছিলেন সুদৃঢ়, “আর রাজার আজ্ঞাতে ভীত হলেন না” (ইব্রীয় ১১:২৩) আর তার গর্ভে জন্মেছিলেন ইস্রায়েলদের উদ্ধারকর্তা মোশি। হান্না, ছিলেন প্রার্থনাশীল, আত্মোৎসর্গীকৃত এবং ঐশীপ্রেরণাময়ী মা, তার গর্ভে যে শিশু জন্মেছিলেন তিনি ছিলেন শমূয়েল, স্বর্গ প্রশিক্ষিত বালক, ন্যায় বিচারক, এবং ইস্রায়েল জাতির পবিত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ইলীশাবেৎ (এলিজাবেথ), ইনি ছিলেন জীবনদাতা যীশু খ্রীষ্টের মাতা মরিয়মের নিকট আত্মীয়, যিনি ছিলেন ত্রাণকর্তার পথ প্রস্তুতকারী যোহনের মাতা।MHBen 348.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents