Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নষ্ট করবার সময় নেই

    আমাদের অপচয়ের সময় নেই। আমরা জানি না কখন আমাদের সুযোগের দ্বার রুদ্ধ হয়ে যাবে। বড়জোর, আমাদের জীবনে একটা সংক্ষিপ্ত জীবন কাল রয়েছে, আর আমরা জানি না কত শ্রীঘ্র মৃত্যুর তীর আমাদের হৃদয়ে আঘাত করবে। আমরা জানি না কত শীঘ্র জগৎ এবং এর প্রতি আমাদের আকর্ষণ পরিত্যাগের আহ্বান জানানো হবে। অনন্তকাল আমাদের সম্মুখে প্রসারিত রয়েছে। যবনিকা উ‪চ্চে তুলে নেবার সময় আগত প্রায়। কিন্তু আর সংক্ষিপ্ত কয়েকটি বছর; আর যারা এখন জীবিতদের মধ্যে গণ্য তাদের প্রত্যেকের জন্য এই রায় ঘোষণা করা হবে:‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 436.2

    “যে অধর্ম্মচারী, সে ইহার পরেও অধর্ম্মাচরণ করুক। যে ধার্ম্মিক, সে ইহার পরেও ধর্ম্মাচরণ করুক, এবং যে লোক পবিত্র, সে ইহার পরেও পবিত্রীকৃত হউক।”(প্রকাশিত বাক্য ২২:১১)।MHBen 436.3

    আমরা কি প্রস্তুত? আমরা কি স্বর্গের শাসনকর্তা, ও ব্যবস্থা দাতা ঈশ্বরের সাথে ও যীশুর সাথে পরিচিত হতে পেরেছি, তিনি তার প্রতিনিধিরূপে যীশুকে পৃথিবী পাঠিয়েছিলেন। যখন আমাদের জীবনের কাজ শেষ হবে, তখন আমরা বলতে সক্ষম হব, যেমন আমাদের আদর্শ যীশু বলেছিলেন, “তুমি আমাকে যে কার্য্য করিতে দিয়াছ, তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। ...আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি।”(যোহন ১৭:৪-৬)।MHBen 436.4

    ঈশ্বরের দূতেরা আমাদেরকে আমাদের থেকে এবং পৃথিবীর বিষয়বস্তু থেকে আকর্ষণ করেছেন। তাদের শ্রম বৃথা না যাক।MHBen 437.1

    যারা বাজে, অনর্থক চিন্তাকরে, তাদের পরিবর্তন হওয়া উচিত “অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনীত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখ। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্ব্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও; তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র।”(১পিতর ১:১৩-১৬)।MHBen 437.2

    চিন্তারাশি ঈশ্বরে কেন্দ্রীভূত রাখতে হবে। স্বাভাবিক অন্তৎকরণের মন্দবাসনাগুলোর ওপরে বিজয়ী হবার জন্য আমাদের ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। আমাদের চেষ্টা, আমাদের আত্মঅস্বীকার এবং অধ্যবসায়, অভিপ্রায়ের অসীম মূল্যের সঙ্গে সমানুপাতিক হতে হবে যার বিষয় আমরা অনুধাবন করি। কেবলমাত্র যীশুর ন্যায় বিজয়ী হয়ে আমরা জীবন মুকুট লাভ করব।MHBen 437.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents