Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    একমাত্র রক্ষাকবচ

    সকল পরিবেশের মাঝে একমাত্র ঈশ্বরের মাঝে প্রাপ্ত মূলনীতি অনুসারে কাজ করা এবং উদ্দেশ্য সাধনে দৃঢ় সংকল্পতা প্রযুক্ত শক্তিমন্ত্র হয়ে উৎকর্ষ সাধনই হ‪চ্ছে চিকিৎসকের একমাত্র নিরাপত্তা। তাকে তাঁর চরিত্রের পরমোৎকর্ষতার নৈতিক গুণাবলীর ওপরে ভিত্তি স্থাপন করতে হবে। দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা মুহূর্তের পর মুহূর্ত তাকে যেন অদৃশ্য পৃথিবীর দৃষ্টিগোচরে বাস করতে হবে। তাকেও ধৈর্য সহকারে সহ্য করতে হবে যেমন মোশি করেছিলেন- “যেমন তিনি তাঁকে দেখেছিলেন যিনি অদৃশ্য।” MHBen 115.2

    ধার্মিকের শেকড় ঈশ্বরের মাঝে রয়েছে। কোন মানুষ তার সহমানবের সাক্ষাতে পবিত্র আদর্শ জীবন-যাপন করতে পারে না যদি না তার জীবন যীশুর মাধ্যমে ঈশ্বরের সাথে সংযুক্ত না থাকে। লোকদের মাঝে তার কাজের পরিধি যত ব্যাপক ও গুরুত্বপূর্ণ হবে, স্বর্গের সাথে তার অনন্তর যোগাযোগ তত ঘনিষ্ঠতর হতে হবে। MHBen 115.3

    যত জরুরী তার কর্তব্য এবং যত মহান তার দায়িত্ব তত অধিক তার স্বর্গীয় শক্তির প্রয়োজন। পৃথিবীর কাজকর্ম থেকে সময় বাঁচাতে হবে যেন অধিক বিষয়ে ধ্যান করতে পারেন। অবৈধ ধীর আক্রমনার্থক পৃথিবীকে প্রতিহত করতে হবে, কেননা তা তার ওপর এমন চেপে বসবে, যাতে তাকে শক্তির উৎস থেকে বি‪চ্ছিন্ন করে দিতে পারে। অন্য সব লোকদের থেকে জীবন ও পবিত্র শাস্ত্রের মাধ্যমে তার নিজেকে ঈশ্বরের রক্ষাকারী ঢালের নীচে রাখতে হবে। তাকে সত্যের নীতিমালা, ধার্মিকতা ও আশীর্বাদের সাথে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎ ও সচেতন মেলামেশায় জীবন যাপন করতে হবে যা আত্মার মাঝে ঈশ্বরের গুণাবলী প্রকাশ করে। ঠিক যে মাত্রায় ঈশ্বরের পবিত্র বাক্য গ্রহণ ও মান্য করা হয় ততটা এর কার্যকর ক্ষমতা প্রভাবিত করবে এবং প্রতিটি কাজের চমক, বৈশিষ্টের প্রতিটি দিক এর জীবনের স্পর্শ লাভ করে। আর তা প্রত্যেক চিন্তাকে পরিশোধিত করবে, প্রত্যেক আকা‫ক্ষাকে নিয়ন্ত্রণ করবে। যারা ঈশ্বরের পবিত্র বাক্যে তাদের আশা ভূমি করবে তারা লোকদের ন্যায় নিজেদেরকে ত্যাগ করবে এবং বলবান হবে। তারা সকল প্রকার নীচ বা মন্দ বস্তু বা বিষয় পরিহার করে কলঙ্কমুক্ত পরিবেশের উর্দ্ধে উন্নীত হবে।MHBen 115.4

    যখন মানুষ ঈশ্বরের সহযোগিতায় আসে, যেমন মোশি ও দানিয়েল বিধর্মীদের রাজপ্রাসাদে তাদের দৃঢ় সংকল্পের কারণে রক্ষিত হয়েছিলেন তদ্রূপ তার জীবনও নিষ্কলুষ পবিত্র অবস্থায় রক্ষিত হবে। তার চারিত্রিক পরি‪চ্ছদ হবে পবিত্র। তার জীবনে ত্রাণকর্তার জীবন প্রতিফলিত হবে। উজ্জ্বল প্রভাতী তারা সবলে তার ওপর অপরিবর্তিত মহিমায় দেদীপ্যমান হয়ে উদিত হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 116.1

    এরূপ একটা জীবন সমাজে শক্তির এক মৌলিক উপাদান হয়ে দেখা দেবে। আর তা হবে মন্দতার বিরুদ্ধে প্রতিবন্ধকতা স্বরূপ, প্রলোভিত ব্যক্তির কাছে নিরাপদ আশ্রয়, এবং যারা সমস্যা ও নিরুৎসাহের মাঝে সঠিক পথ খুঁজছে তাদের কাছে পথ নির্দেশক আলো স্বরূপ।MHBen 116.2

    *****