Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের আনন্দ

    নিরানব্বইটা মেষ খোয়াড়ের আশ্রয়ে
    নিরাপদে শোয়া ছিল,
    কিন্তু একটা স্বর্ণময় গেট থেকে
    বহুদূরে পাহাড়ের মধ্যে-
    পর্বতে বনে ও নিরাশ্রয়ে বহুদূরে
    পালকের সযত্ন লালন হতে দূরে।

    “প্রভু এখানে আপনার নিরানব্বইটা;
    আপনার জন্য এটাই কি যথেষ্ট নয়?
    কিন্তু পালক উত্তর করলেন, আমা হতে
    আমার একটা হারিয়ে গেছে,
    পথ যদিও বন্ধুর ও খাড়া,
    মরু ও মিথ্যে হলেও আমি যাব খুঁজতে।
    কিন্তু মুক্তিপণে মুক্তিপ্রাপ্তদেরে কেউ জানে না
    পেরোবার জল কত গভীর ছিল,
    প্রভুর জাগরিত রাত কত অন্ধকার ছিল
    > পরিশেষে সে মেষটিকে খুঁজে পেল।
    দূরে মরুভূমিতে সে তার ভ্যা ভ্যা শুনতে পেল
    অচেতন ও সাহায্যবিহীন ও মরতে প্রস্তুত।”

    “প্রভু, সারা পথে কোথা থেকে রক্ত ঝড়লো
    যা পর্বতে পরিচালিত করেছিল
    তারা হারানো একটার জন্য রক্ত ঝড়িয়েছিল,
    পালক তাকে ফিরিয়ে আনতে পারে নি,
    প্রভু আপনার হস্তদ্বয় কেন বিদ্ধ ও ছেড়া তারা অনেক কাঁটা দিয়ে তাকে গত রাতে বিদ্ধ করেছিল।
    কিন্তু পর্বতের মধ্যে ও শৈলময় খাড়া
    পর্বত হতে বজ্রৎপাত হলো;
    স্বর্গের গেট থেকে একটা চিৎকার ওঠলো,
    “আনন্দ কর, আমি আমার মেষ খুঁজে পেয়েছি।
    এবং সিংহাসনের চারপাশে স্বর্গ দূতেরা গান করল,
    আনন্দ কর, কারণ প্রভু তাঁর নিজের মেষ ঘরে ফিরিয়ে এনেছেন।”
    MHBen 487.1

    - এলিজাবেশ সি. ক্লিফেন।

    বর্তমানে মণ্ডলী মন্দের বিরুদ্ধে যুদ্ধরত। এখন আমরা এ পৃথিবীতে অন্ধকারের মুখোমুখি, পৌত্তলিকতায় প্রায় সম্পূর্ণ ভরে গেছে। কিন্তু দিন আসছে যখন যুদ্ধ হবে এবং বিজয় নিশ্চিত। ঈশ্বরের ই‪চ্ছা এ পৃথিবীতে সাধন হবে যেমন তিনি স্বর্গে করেছেন। পৃথিবীর লোকেরা, জাতিবৃন্দ স্বর্গীয় ব্যবস্থা‬ ছাড়া অন্য কোন ব্যবস্থা জানবে না। সকলে উৎফুল- হবে, এক পরিবারভুক্ত হবে, তারা প্রশংসা এবং কৃতজ্ঞতার সঙ্গীত করবে, তারা খ্রীষ্টের ধার্মিকতার বস্ত্র পরিধান করবে। সমস্ত প্রকৃতি ঈশ্বরের অসীম প্রেমে আপ-ুত হয়ে সতত তাঁর বন্দনা ও প্রশংসা করবে। এ পৃথিবী স্বর্গীয় আলোতে অবগাহিত হবে। চন্দ্রের আলো সূর্যের ন্যায় হবে এবং সূর্য আরো সাতগুণ বেশী আলো প্রদান করবে। বছরগুলো অতিব আনন্দে অতিবাহিত হবে। প্রভাতি তারকারাজি একত্রে প্রশংসা করবে এবং ঈশ্বরের কার্যকারীরা আনন্দগান করবে যখন ঈশ্বর এবং খ্রীষ্ট একসঙ্গে ঘোষণা করে বলবেন, “আর কখনো পাপ হইবে না এবং কোন মৃত্যু থাকিবে না।”MHBen 488.1

    এরূপ মহিমাময় দৃশ্য যা ভবিষ্যতে হবে, যে ছবি ঈশ্বর নিজ হাতে সৃষ্টি করেছেন তা প্রত্যেক কার্যকারীর কাছে প্রিয় হওয়া উচিত। অনন্তকালের প্রারম্ভে তারা সুমধুর অভ্যর্থনা শুনতে পাবে যারা খ্রীষ্টের সঙ্গে তাদের জীবনকে সম্পৃক্ত করেছিলেন এবং তাঁর জন্য দুঃখ, কষ্ট ভোগকে সম্মান বলে মনে করেছেন। তারা স্বর্গীয় দূতদের সঙ্গে তাদের মাথার মুকুট ত্রাণকর্তার চরণে সমর্পণ করে বলবেন, “মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ, এই সকল গ্রহণ করিবার যোগ্য।...যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপর্যায়ের যুগে যুগে বর্ত্তুক।” (প্রকাশিত বাক্য ৫:১২, ১৩)।MHBen 488.2

    সেখানে পরিত্রাণপ্রাপ্তরা তাদের ধন্যবাদ জানাবেন যারা তাদের জীবনদাতার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, তারা এক সঙ্গে তাঁর ধন্যবাদ করবেন যিনি মানব জাতির জন্য মৃত্যুবরণ করেছেন যেন তারা ঈশ্বরের সঙ্গে জীবনভর স্বর্গে বাস করতে পারেন। দ্বন্দ্ব চিরতরে অবসান হয়েছে। সব দুঃখ, কষ্ট, যাতনা শেষ। স্বর্গে ঈশ্বরের পাশে যখন মুক্তি প্রাপ্তরা ঘিরে দাঁড়াবে তখন স্বর্গ শুধুমাত্র বিজয়ের সঙ্গীতে মুখরিত হয়ে ওঠবে। সকলে উল-াসে এ গান করবে, “ধন্যবাদ, মেষশাবকের ধন্যবাদ, যিনি হত হইয়াছেন” এবং আমাদের ঈশ্বরের কাছে রক্ষা করে এনেছেন।MHBen 489.1

    “ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখ, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না; তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে; তাহারা শুক্লবস্ত্র পরিহিত, ও তাহাদের হস্তে খর্জ্জুর পত্র; এবং তাহারা উ‪চ রবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসানে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান।” (প্রকাশিত বাক্য ৭:৯, ১০)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 489.2

    “ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে; এবং তাহারা দিবারাত্র তাঁহার মন্দিরে তাঁহার আরাধনা করে, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি ইহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন। ইহারা আর কখনও ক্ষুধিত হইবে না, আর কখনও তৃষ্ণার্তও হইবে না, এবং ইহাদের কোন রৌদ্র বা কোন উত্তাপ লাগিবে না; কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন।”(প্রকাশিত বাক্য ৭:১৪-১৭) মৃত্যু আর হইবে না; শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”(প্রকাশিত বাক্য ২১:৪)।MHBen 489.3

    পূণ্য, পূণ্য, পূণ্য, সর্বশক্তিমান
    প্রাতঃস্তবে গাই সবে তব গুণচয়,
    পূণ্য, পূণ্য, পূণ্য! দয়াশীল ও শক্তিমান
    ঈশ্বর সর্বত্র, চিরন্তন শাসন করেন।

    পূণ্য, পূণ্য, পূণ্য! স্বর্গদূতগণ প্রণিপাত করেন
    কাঁচের জলের ধারে মুকুট রাখেন তারা
    সহস্র ও অযুত অযুত প্রণিপাত করেন তারা,
    যিনি ছিলেন, যিনি আছেন, ও অনন্তকাল থাকবেন।

    পূণ্য, পূণ্য, পূণ্য! অন্ধকারাবৃত্ত
    প্রভা যাঁহার মানব-চক্ষে সহ্য নাহি হয়;
    তুমি মাত্র পূণ্য, তুমি অবিকৃত,
    MHBen 490.1

    ক্ষমতায়, প্রেমে ও পবিত্রতায় সিদ্ধ।MHBen 490.2

    আমাদের সম্মুখে সর্বদা এ অদৃশ্য বস্তুর প্রত্যাশা থাকা প্রয়োজন। আর তা হলে আমরা অনন্তকালের জন্য যথাযোগ্য মূল্যবোধ ঠিক করতে পারবো। সেইগুলো অন্যদের জীবন যাপন করতে অনুপ্রেরণার উৎস হতে শক্তি যোগাবে।MHBen 490.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents