Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    হতাশা; আশঙ্কা

    যারা পতিত হয়েছেন এবং পরিবর্তিত হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন তাদের পক্ষে যারা কাজ করছেন তারা অনেক দিক থেকে হতাশাগ্রস্ত হবেন। তাদের অভ্যাস ও কার্যের ক্ষেত্রে আর কিছু নয় শুধু ভাসা ভাসা পরিবর্তিত হবে। তারা তাড়নায় সাড়া দেয়, এবং কোন এক সময় মনে হতে পারে সত্যি সত্যিই তারা মনের দিক থেকে পরিবর্তিত হয়েছে। তারা পূর্বের মত একই আত্মপ্রেম লালন করে, অসঙ্গত আনন্দর জন্য তাদের একই ক্ষুধা আছে এবং একই আত্ম তৃপ্তির আকা‫ক্ষা আছে। চরিত্র গঠনের জ্ঞান তাদের নেই এবং নৈতিক জ্ঞান ‬ সম্পন্ন ব্যক্তির মত তাদের ওপর নির্ভর করা যায় না। জৈব তাড়না ও প্রবল উত্তেজনার সন্তোষ বিধানের মাধ্যমে তারা তাদের মানসিক ও আত্মিক অধঃপতন ঘটিয়েছে, আর এটাই তাদের দুর্বল করে দেয়। তাদের মনোভাব পরিবর্তনশীল এবং সহজেই পরিবর্তন করা যায়। তাদের তাড়না ইন্দ্রিয় সুখাশক্তির দিকে ধাবিত হয়। এই প্রকৃতির লোকেরা প্রায়ই অপরের জন্য বিপদের একটা উৎস হয়।MHBen 158.3

    পরিবর্তিত নর নারীরূপে বিবেচিত হওয়ার পর, তাদেরকে নিশ্চিন্তে‭ ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬কিছু দায়িত্ব দেয়া হয়, এবং যেখানে তাদেরকে রাখা হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 159.1

    এমনকি যারা সত্যিকারের পরিবর্তন হতে চায় তারাও পতিত হওয়ার ভয় থেকে মুক্ত নয়। তাদের সঙ্গে যথেষ্ট বুদ্ধিপূর্বক ও স্নেহের সাথে ব্যবহার করা প্রয়োজন। যাদেরকে গভীর খাদ থেকে উদ্ধার করা হ‪চ্ছে তাদের প্রতি তোষামোদ করা ও উ‪চ্চ প্রশংসা করা, মাঝে মাঝে তাদের ধ্বংস প্রমাণ করে। নর নারীদের আমন্ত্রণ জানিয়ে এনে প্রকাশ্যে তাদের পাপময় জীবনের অভিজ্ঞতার কথা বলার অভ্যাস ব্যক্ত ও শ্রোতাদের উভয়ের পক্ষে খুবই বিপজ্জনক। কোন মন্দ দৃশ্য নিয়ে চিন্তাভাবনা করার অর্থ মন ও আত্মাকে কলুষিত করা। আর কোন উদ্ধার প্রাপ্ত ব্যক্তির প্রতি প্রাধান্য দেয়া তার জন্য ক্ষতিকর। অনেকে এমন ভাবতে থাকে যে তাদের পাপময় জীবন তাদেরকে একটা স্বাতন্ত্র্যতা এনে দিয়েছে। একটা ক্ষতিকর প্রেম ও একটা আত্মগরিমা হৃদয় এমন কিছু উৎসাহিত করে যা আত্মার জন্য মারাত্মক। একমাত্র নিজের প্রতি অবিশ্বাস ও খ্রীষ্টে করুণার ওপর নির্ভরশীলতাই তাদেরকে স্থির রাখতে পারে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 159.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents