Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সময়োচিত বাক্য

    “যীশু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়াছেন যেন আমরা বুঝিতে পারি, কিরূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়; তিনি প্রভাতে প্রভাতে---শুনিতে পাই।”(যিশাইয় ৫০:৪)।MHBen 137.2

    আমাদের চারপাশে যাতনা-ক্লিষ্ট আত্মারা রয়েছে। এখানে সেখানে, সর্বস্থানে আমরা তাদের পেতে পারি। আসুন, আমরা এইরূপ দুর্দশাগ্রস্ত আত্মাদের অন্বেষণ করি এবং তাদের অনন্ত সান্ত্বনা দিতে সময়োপযোগী কথা বলি। আসুন আমরা এমন প্রণালী হই যার মাধ্যমে সমবেদনার সতেজকারী জল সর্বদা প্রবাহিত হয়।MHBen 137.3

    সকল মেলামেশায় আমাদের স্মরণে রাখতে হবে যে, অন্যদের জীবন অভিজ্ঞতায় এমন অধ্যায় সমূহ রয়েছে যা মানবীয় দৃশ্যপট থেকে মুদ্রাঙ্কিত তাদের স্মৃতির পাতায় এমন সব দুঃখের ইতিহাস রয়েছে যা অনুসন্ধানী দৃষ্টি থেকে অল‫ঘনীয়ভাবে গোপন রাখা হয়। ক্লেশাপন্ন পরিবেশের সাথে এসে দাঁড়ায় অনেক দিনের পুরোন কঠিন যুদ্ধ, সম্ভবতঃ সাংসারিক জীবনের ঝামেলা যা দিনের পর দিন সাহস, বিশ্বাস ও আস্থা ক্ষীণ করে দেয়। যারা মহা বিরোধ নিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ, সামান্য মনোনিবেশ করলে হয়তো তারা শক্তিমন্ত ও উৎসাহিত হতে পারে, আর তার জন্য ব্যয় করতে হবে মাত্র একটা অনুরাগের শ্রম বা প্রচেষ্টা। এই প্রকার লোকদের কাছে একজন প্রকৃত বন্ধুর মত সাহায্যের জন্য শক্ত হাতে আঁকড়ে ধরলে তার মূল্য হবে সোনা বা রুপার চেয়েও অধিক। দয়ার বাণী স্বর্গদূতদের হাসির ন্যায় সাদরে গৃহীত হয়।‬MHBen 137.4

    অগণিত লোক দারিদ্রের সাথে লড়াই করছে, সামান্য বেতনের জন্য কঠোর পরিশ্রম করছে এবং জীবনের চাহিদার সামান্যতম অংশই অর্জন করতে সক্ষম হ‪চ্ছে মাত্র। ভালো কোন কিছু পাবার আশা নেই বরং কঠোর পরিশ্রম ও বঞ্চনা তাদের বোঝাকে আরো ভারী করে তোলে। আর যখন তার ওপর বেদনা ও অসুস্থতা যুক্ত হয় তখন বোঝা প্রায় দুর্বহ হয়ে দাঁড়ায়। যারা দুশ্চিন্তাগ্রস্ত‭ ও ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 138.1

    নিপীড়িত, তারা জানেনা মুক্তিলাভের জন্য তারা কোথায় যাবে। তাদের পরীক্ষার মাঝে, অনÍৈর ব্যথা বেদনা ও নিরুৎসাহের মাঝে তাদের সাথে সমব্যথিত হোন। এইভাবে তাদের সাহায্য করণার্থে আপনার জন্য পথ খুলে যাবে। তাদের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর বিষয় আলাপ করুন, তাদের জন্য তাদের সঙ্গে প্রার্থনা করুন এবং আশা দিয়ে অনুপ্রাণিত করুন।MHBen 138.2

    যখন আত্মা পীড়িত এবং সাহসের স্পন্দন ক্ষীণ তখন আনন্দদায়ক ও উৎসাহজনক বাক্য বললে পরিত্রাণকর্তা তা মনে করেন যেন সেগুলো তাঁর নিজের কাছে বলা হ‪চ্ছে। অন্তর আহ্লাদিত ও সান্ত্বনা প্রাপ্ত হলে স্বর্গের দূতেরা তা কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ দেখেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 138.3

    স্বর্গীয় ভ্রাতৃত্বMHBen 138.4

    যুগ যুগ ধরে প্রভু মানুষের আত্মা মাঝে স্বর্গীয় ভ্রাতৃত্বের অনুভূতি জাগিয়ে তুলতে চেয়েছেন। তাঁর সঙ্গে সহকর্মী হোন। যখন সন্দেহ অবিশ্বাস ও বি‪চ্ছেদে পৃথিবী ছেয়ে ফেলছে, ঠিক তখন যীশুর অনুসারীকে স্বর্গে বিরাজমান গুণাবলী প্রকাশ করতে বলা হয়েছে। এমনভাবে কথা বলুন যেমন তিনি আপনি বলতেন, এমন আচরণ করুন যেমন তিনি আপনি করতেন। অবিরত তাঁর চরিত্রের মাধুর্য্য প্রকাশ করুন। মানুষের সাথে তাঁর সকল শিক্ষায় ও সকল আচরণের ভিত্তিস্বরূপ সেই প্রেমের সম্পদ প্রকাশ করুন। যীশুর সহযোগিতায় সর্বাপেক্ষা বিনম্রতম কার্যকারীও, তার (chord) স্পর্শ করতে পারে, যার কম্পনের সুর পৃথিবীর প্রান্ত পর্যন্তবেজে ওঠবে এবং অনন্তকাল পর্যন্ততার সুমদুর তান স্পন্দিত হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 138.5

    স্বর্গীয় বিজ্ঞবাহিনী মানব কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করবার জন্য অপেক্ষা করছেন যেন তাঁরা পৃথিবীর কাছে প্রকাশ করতে পারেন যে মানুষ কি হতে পারে, এবং স্বর্গীয় বাহিনীর সাথে সংযোগের মাধ্যমে প্রায় বিনাশ যোগ্য আত্মাদের পরিত্রাণের উদ্দেশ্যে কি কাজই না সম্পাদন করা যেতে পারে। যে ব্যক্তি আপনাকে পাশে সরিয়ে রেখে তার অনন্তর মাঝে কাজ করবার জন্য পবিত্র আত্মাকে জায়গা করে দেয় এবং ঈশ্বরের উদ্দেশে সম্পূর্ণ উৎসর্গীকৃত জীবন যাপন করে, তার ব্যবহার উপযোগিতার কোন সীমা থাকে না। যারা সকলে তাঁর কাজের উদ্দেশে দেহ, আত্মা ও মন উৎসর্গ করে, তাদেরকে অবিরত শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক নতুন নতুন শক্তি দ্বারা সমৃদ্ধ করা হয়। স্বর্গীয় অবিনশ্বরঅক্ষয় সরবরাহ ভান্ডার তাদের আয়ত্বে থাকে। যীশু তাঁর আপন আত্মার শ্বাস, তাঁর নিজ জীবন থেকে তাদের জীবনে সরবরাহ করে থাকেন। পবিত্র আত্মার কাজ সম্পাদনের উদ্দেশে তাদের মন ও অÍৈর মাঝে তাঁর সর্বাধিক কর্মশক্তি সঞ্চালিত করে থাকেন। আমাদের ভ্রান্তিজনক ও পূর্ব গৃহীত ধারণার মতে, আমাদের চরিত্রের একটি বিশ্বাসের সংকীর্ণতা হেতু যা আমাদের পক্ষে সম্পাদন করা অসম্ভব বলে মনে হবে আমাদেরকে দত্ত অনুগ্রহের মাধ্যমে আমরা সে সব ক্ষেত্রে বিজয় লাভ করতে পারি। যারা প্রভুর উদ্দেশে কাজ করার জন্য আপনাদেরকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে, অপরিমেয় ফল লাভের উদ্দেশে তাদের প্রত্যেককে শক্তি দান করা হয়। এ সকলের জন্য ঈশ্বর মহৎ কাজ সম্পন্ন করবেন। তিনি লোকদের মনে কাজ করবেন যেন এই পৃথিবীর ভবিষ্যৎ বিষয়ক প্রতিজ্ঞার পরিপূর্ণতা তাদের ইহ জীবনেই দেখা যায়।MHBen 138.6

    “প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে,
    মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।
    সে পুষ্পবাহুল্যে উৎফুল্ল হইবে,
    আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে।
    তাহাকে দত্ত হইবে লিবানোনের প্রতাপ,
    কর্মিলের ও শারোণের শোভা;
    তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ,
    আমাদের ঈশ্বরের শোভা।
    দুর্বল হস্ত সবল কর, কম্পিত জানু স্থির কর।
    চপলচিত্তদিগকে বল সাহস কর,
    ভয় করিও না; দেখ, তোমাদের ঈশ্বর প্রতিশোধসহ ঈশ্বরীয় প্রতিকারসহ আসিতেছেন,
    তিনিই আসিয়া তোমাদিগের পরিত্রাণ করিবেন।
    তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে,
    আর বধিরদের কর্ণ মুক্ত হইবে।
    তৎকালে খঞ্জ হরিণের ন্যয় লম্ফ দিবে
    ও গোঙ্গাদের জিহ্বা আনন্দ গান করিবে;
    কেননা প্রান্তরে জল উৎসারিত হইবে,
    ও মরুভূমির নানাস্থানে প্রবাহ হইবে।
    আর মরিচিকা জলাশয় হইয়া যাইবে,
    ও শুষ্কভূমি জলের উনুইতে পরিপূর্ণ হইবে;
    শৃগালদিগের নিবাসে, সেগুলি যেখানে শুইত,
    সেথায় নল খাগ্ড়ার বন হইবে।
    আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে;
    তাহা পবিত্রতার পথ বলিয়া আথ্যাত হইবে;
    তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,
    কিন্তু তাহা উহাদের জন্য হইবে;
    সে পথে পথিকগণ অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।
    সেখানে সিংহ থাকিবে না;
    কোন হিংস্রক জন্তু তাহাতে উঠিবে না,
    সেখানে তাহা দেখা যাইবেই না;
    কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে;
    আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে,
    আনন্দগান পুরঃসর সিয়োনে আসিবে,
    এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে;
    তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে,
    এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে।
    MHBen 139.1

    (যিশা ৩৫:১-১০)।

    *****

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents