Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    যে জ্ঞান রূপান্তর কার্য সাধন করেন

    খ্রীষ্টে প্রকাশিত ঈশ্বরের জ্ঞান সেই জ্ঞান যা পরিত্রাণ প্রাপ্ত সকলেরই লাভ করতে হবে। এই জ্ঞান যা চরিত্রের রূপান্তর কার্য সাধন করে। প্রাপ্ত এই জ্ঞান ঈশ্বরের প্রতিমূর্তিতে আত্মাকে পুনঃ সৃষ্টি করবে। এটা সমস্ত সত্ত্বাকে একটা আত্মিক শক্তি সহভাগ করবে যা স্বর্গীয়।MHBen 402.6

    “আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্তযেমন প্রভু হইতে, আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইতেছি।”(২করি ৩:১৮)।MHBen 403.1

    ত্রাণকর্তা তার নিজের জীবন সম্পর্কে বলেছেন, “আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি।”(যোহন ১৫:১০)। “পিতা আমাকে একা ছাড়িয়া দেন নাই, কেননা আমি সর্বদা তাঁহার সন্তোষজনক কার্য করি।”(যোহন ৮:২৯)। যীশু যেমন মানব প্রকৃতি ধারণ করেছিলেন, ঈশ্বর চান যেন তাঁর অনুগামীবর্গও তাঁর প্রকৃতি ধারণ করে। তাঁর শক্তিতে আমরা পবিত্রতা এবং মর্যাদা সম্পন′ জীবন যাপন করি যেমন ত্রাণকর্তা করেছিলেন।MHBen 403.2

    পৌল বলেন, “এই জন্য, স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকূল যাঁহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিয়াছি, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাঁহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও; যেন বিশ্বাস দ্বারা খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন; যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সঙ্গে বুঝিতে সমর্থ হও যে, সেই প্রশস্ততা, দীর্ঘতা, উ‪চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রীষ্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতার উদ্দেশে পূর্ণ হও।”(ইফি ৩:১৪-১৯)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 403.3

    “আমরাও সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্তহই নাই, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাঁহার ই‪ছার তত্তজ্ঞানে পূর্ণ হও, আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বতোভাবে প্রীতিজনক আচরণ কর, সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্তজ্ঞানে বৃদ্ধিযুক্ত হও, আনন্দের সঙ্গে সম্পূর্ণ ক্সধর্য্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তাঁহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও।”(কলসীয় ১:৯-১১)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 403.4

    এই জ্ঞান লাভের নিমিত্ত ঈশ্বর আমাদের আহ্বান করিয়াছেন, এবং যা ব্যতিরেকে অন্য সব কিছুই অসার ও অনিশ্চিত।MHBen 403.5

    *****

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents