Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পরবর্তী অভিজ্ঞতা

    যত সতর্কতার সহিত এবং জ্ঞানপূর্বক বিবাহ কার্যে প্রবেশ করুকনা কেন, বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর কয়েকটা দম্পতিই মাত্র পূর্ণরূপে যুক্ত হয়। উভয়েরই মধ্যে বিবাহ বন্ধনের বাস্তবতা পরবর্তী বছরগুলোতে দৃষ্ট হয়।MHBen 336.4

    নব-দম্পতি যখন জীবনের জটিলতার বোঝা এবং দুশ্চিন্তার সম্মুখীন হয়, তখন প্রেমালাপ ও শিহরণ যার সঙ্গে কল্পনা প্রায়ই বিনিয়োগ করে, আর বিবাহ অন্তর্হিত হয়। স্বামী এবং স্ত্রী একে অন্যের চরিত্র সম্পর্কে অবগত হয়, যা তাদের পূর্বের মেলামেশায় জানা অসম্ভব ছিল। এটা তাদের অভিজ্ঞতার মধ্যে একটা অতীব জটিল সময়। তাদের সমগ্র ভাবী জীবনের সুখ এবং উপকারিতা নির্ভর করে এখন তাদের একটা সঠিক সময় যাপন করার। প্রায়ই একে অন্যের মধ্যে অনিশ্চিত দুর্বলতা এবং খুঁৎ দৃষ্ট হয়; কিন্তু প্রেম যে হৃদয়কে সংযুক্ত করেছে, তা সুখ্যাতি লক্ষ্য করবে যা ইতোপূর্বে অজানা। খুঁৎ, খাৎ খুঁজে বের করার চেষ্টা না করে বরং সকলের সুখ্যাতির অন্বেষণ করবে। অনেকেই মনে করে প্রেম প্রকাশ একটা দুর্বলতা, তাই তারা এটা চেপে রাখে যাতে অন্যের কাছে প্রকাশ না পায়। পরিমণ্ডল যা আমাদের ঘিরে রাখে, যা স্থির করে আমাদের কাছে কি প্রকাশ করে...। এই মনোভাব সহানুভূতির গতির বাঁধা সৃষ্টি করে। যেমন সামাজিক এবং উদার আবেগ সমূহ পুনরায় চাপা পড়ে যায়, শুকিয়ে যায়, এবং হৃদয় শূন্য এবং শীতল হয়ে যায়। এই ভ্রান্তি থেকে আমাদের সাবধান হতে হবে। প্রেম ব্যক্ত না করে তা বেশীক্ষণ টিকে থাকে না। যে হৃদয় তোমার সঙ্গে সংযুক্ত তা দয়া এবং সহানুভূতির অভাবে অত্যন্ত ক্ষুধার্ত না থাকুক।MHBen 337.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents