Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    “প্রেমে একে অন্যের প্রতি সহনশীল হও”

    কঠিন সমস্যা, তীব্র সংকট এবং নিরুৎসাহ আসতে পারে, স্বামী ও স্ত্রীর মধ্যে এই চিন্তা আশ্রয় না নিক যে, তাদের এই মিলন একটা ভুল অথবা নিরুৎসাহের ব্যাপার। এই স্থির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে, একজন অন্য জনের সমস্ত কিছু। একে অন্যের প্রতি সেই প্রাথমিক মনোযোগ আকর্ষণ চালু রাখুন। সর্বপথে জীবন সংগ্রামে একে অপরকে উৎসাহ দান করুন। একে অন্যের সুখের অগ্রগতির জন্য অধ্যয়ন করুন। পরস্পর পরস্পরকে ভালবাসতে হবে, একে অন্যকে সহ্য করতে হবে। অতঃপর বিবাহ প্রেমের পরিসমাপ্তি না ঘটিয়ে, মনে করতে হবে যে, শুরুতে যেমনটি ছিল তদ্রূপই থাকবে। প্রকৃত বন্ধুত্বের উষ্ণতা, যে প্রেম হৃদয়ের সঙ্গে হৃদয়কে বেঁধে রাখে, তা হল স্বর্গের আনন্দের একট পূর্বাস্বাদন।MHBen 337.2

    প্রতিটা পরিবারের চারপাশে একটা পবিত্র বৃত্ত রয়েছে যা অভগ্ন রাখতে হবে। এই বৃত্তের মধ্যে অন্য কারো প্রবেশাধিকার নেই। স্বামী এবং স্ত্রীর মধ্যে বিশ্বাস রয়েছে যা একান্ত তাদের, তা তারা অন্য কারো সঙ্গে সহভাগ করবে না।MHBen 338.1

    প্রেম দাবি না করে বরং একে অন্যকে প্রেম দিতে হবে। আপনার মধ্যে যে উন্নততর চরিত্র রয়েছে, তা চর্চা করুন এবং অন্যের মধ্যে যে উত্তম গুণাবলি রয়েছে, তা ত্বরায় আবিষ্কার করুন। পরিণাম হবে চমৎকার উদ্দীপনা এবং পরিতৃপ্তি। সহানুভূতি এবং সম্মান সুনাম অর্জনের কঠোর প্রচেষ্টাকে উৎসাহিত করে, এবং প্রেম যখন মহৎ উদ্দেশে কার্য করে তখন আপনা আপনি বৃদ্ধি পায়।MHBen 338.2

    স্বামী অথবা স্ত্রী তার ব্যক্তিগত বৈশিষ্ট্য অন্যের ব্যক্তিগত ক্সবশিষ্ট্যর মধ্যে ডুবিয়ে দেবে না। প্রত্যেকেরই ঈশ্বরের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। প্রত্যেকে তাঁকে জিজ্ঞেস করবে, “কোনটা ঠিক?” “কোনটা ভুল?” “আমি কিভাবে সর্বোত্তম উপায়ে জীবনের উদ্দেশ্য পূর্ণ করতে পারি?” তোমার অনুরাগের সম্পদ, যিনি তোমাকে দান করেছিলেন, তার দিকে প্রবাহিত হোক। সমস্ত ব্যাপারে খ্রীষ্টকে সর্বক্ষেত্রে প্রথমে, শেষে এবং সর্বোত্তম স্থানে রাখ। তাঁর জন্য তোমার প্রেম যেমন গভীর এবং বলবৎ হবে, একে অন্যের প্রতিও তোমার প্রেম বিশুদ্ধ ও শক্তিশালী হবে।MHBen 338.3

    খ্রীষ্ট আমাদের জন্য যেরূপ মনোভাব প্রকাশ করেছেন, স্বামীস্ত্রীও একে অন্যের প্রতি তদ্রূপ মনোভাব পোষণ করবে। “প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদিগকে প্রেম করিলেন।” “মণ্ডলী যেমন খ্রীষ্টের বশীভূত, তেমনি নারীরা সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হউক। স্বামীরা, তোমরা আপন আপন, স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন।”(ইফি ৫:২, ২৪, ২৫)।MHBen 338.4

    স্বামী কিংবা স্ত্রী একে অন্যের ওপর এক অন্যায় প্রভুত্ব বিস্তার করবে না কিংবা নিয়ন্ত্রণ করবে না। তাদের নিজ ই‪ছার বশীভূত হতে বাধ্য করবে না। তোমরা এরূপ করে একে অন্যের ভালবাসা টিকিয়ে রাখতে পার না। দয়ালু হও, ধৈর্যশীল হও, একে অন্যকে সহ্য কর, বিবেচনাশীল হও, এবং শিষ্টাচারী হও। ঈশ্বরের অনুগ্রহে তোমরা একে অন্যকে সুখী করতে পার, যেমন তোমরা বিবাহ অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 339.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents