Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের প্রতিজ্ঞা মালা

    রোগীদের ঈশ্বরের প্রতিজ্ঞার বাক্যগুলোর দিকে পরিচালনা করার মূল্যবান সুযোগ চিকিৎসকের রয়েছে। কাঙ্ক্ষিত নির্দেশনা ও সান্ত্বনা বাক্য এখানে ওখানে বলে তিনি ধন-ভান্ডার থেকে নতুন-পুরাতন বিষয়বস্তু আনয়ন করতে পারেন। চিকিৎসক তার মনকে নূতন চিন্তাধারার ভান্ডারে পরিণত করতে হবে। তাকে ঈশ্বরের বাক্য অধ্যবসায়ের সাথে পড়তে হবে যেন তিনি এর প্রতিজ্ঞাসমূহের সঙ্গে সুপরিচিত হতে পারেন। যীশু পৃথিবীতে তাঁর সেবার কাজ চালিয়ে যাবার সময় যে শিক্ষা মালা ব্যবহার করতেন ও রোগীদের সুস্থ করবার সময়ে যে সান্ত্বনা সূচক কথা ব্যবহার করতেন তা তাকে পুনঃ পুনঃ বলতে শিক্ষা করতে হবে। যীশু কর্তৃক আরোগ্য সাধনের বাক্য, তার দয়া ও প্রেম সম্পর্কে তার কথা বলা উচিত। প্রধান চিকিৎসক মশীহের দিকে তার রোগীদের মন পরিচালিত করতে কখনও তার অবহেলা করা উচিত নয়।MHBen 98.1

    মানুষের মাঝে দৃশ্যমান চলাফেরা করার সময় যীশু যে ক্ষমতা চর্চা করতেন সে একই ক্ষমতা তাঁর বাক্যে রয়েছে। তার বাক্যের দ্বারা যীশু রোগ নিরাময় করতেন ও ভূত ছাড়াতেন। তাঁর বাক্যের দ্বারা তিনি অশান্ত সমুদ্র শান্ত করেছিলেন এবং মৃতকে জীবন দিয়েছিলেন; আর লোকেরা সাক্ষ্য দিয়েছে যে তাঁর বাক্যে ক্ষমতা ছিল। তিনি পুরাতন নিয়মে সমস্ত ভাববাদীদের ও শিক্ষকদের কাছে ঈশ্বরের বাক্য বলতেন । পুরো বাইবেল যীশুর অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ।MHBen 98.2

    পুরাতন নিয়ম আমাদের ঈশ্বরের বাক্যরূপে গ্রহণ করতে হবে, কেবল লেখাই হয়নি বরং বলাও হয়েছে। যখন যাতনাগ্রস্ত, পীড়িত লোকেরা যীশুর কাছে আসত, যারা তাঁর সাহায্য কামনা করত তিনি কেবল তাদেরকেই দেখেননি বরং যুগ যুগান্তর ধরে যারা একই প্রকার বিশ্বাসের সাথে তাঁর সাহায্যের জন্য আসবে তিনি তাদের প্রতিও নজর দিতেন। তিনি যখন পক্ষাঘাত রোগীকে বলেছিলেন, “বৎস সাহস কর তোমার পাপ ক্ষমা করা হইল,” (মথি ৯:২) কফরনাহূমের স্ত্রীলোকটিকে যখন তিনি বলেছিলেন, “বৎসে! তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও।”(লূক ৮:৪৮) তখন তিনি যারা বেদনা ক্লিষ্ট, দুর্দশাগ্রস্ত, জ্ঞানের ভারে ভারগ্রস্ত তাদের বিষয়ে বলেছেন, যারা বিশ্বাসে তাঁর সাহায্যের অন্বেষণ করবে।MHBen 98.3

    একইভাবে, ঈশ্বরের বাক্যের সকল অঙ্গীকারও একই প্রকার। সেগুলোর মাঝে তিনি ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কথা বলছেন; তিনি সরাসরি কথা বলছেন যেন আমরা তার রব শুনতে পাই। এই অঙ্গীকার সমূহের মাধ্যমেই যীশু তাঁর প্রেম ও শক্তি আমাদের মাঝে আদান-প্রদান করতে চান। “সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক।”(প্রকাশিত বাক্য ২২:২)। তা গ্রহণ করে হজম করে দেহের সাথে মিলিয়ে ফেললে তা আমাদের চারিত্রিক শক্তিতে আমাদের জীবনের শ্বাসপ্রশ্বাস ও পুষ্টি শক্তিতে পরিণত হতে পারে। এই প্রকার আরোগ্যকারী শক্তি আর কিছুতেই নেই। এছাড়া অন্য কিছুই এমন বিশ্বাস আনতে ও উদ্দীপনা যোগাতে পারে না যা গোটা সত্ত্বার মাঝে জীবনী শক্তি দান করতে পারে।MHBen 99.1

    এমন একজন যে ভীত সন্ত্রস্ত অবস্থায় কবরের পাড়ে দাঁড়িয়ে আছে, পাপ ও ব্যথা-বেদনার ভারে যে আত্মা শ্রান্ত ক্লান্ত যখনই সুযোগ থাকে তখন তাদের কাছে চিকিৎসককে পরিত্রাণকর্তার বাক্য পুনঃ পুনঃ বলতে হবে কেননা পবিত্র শাস্ত্রে লেখা সকল বাক্যই তাঁরঃMHBen 99.2

    “ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব; যখন নদনদীর মধ্য দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা; আমি তোমার মুক্তির মূল্য...। আমি আমিই, আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না।”(যিশা ৪৩:১-৪, ২৫)।MHBen 99.3

    “পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। কারণ তিনিই আমাদের গঠন জানেন, আমরা যে ধূলিমাত্র, ইহা তাঁহার স্মরণে আছে।”(গীত ১০৩:১৩, ১৪)।MHBen 100.1

    “কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার কর যে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধর্ম্মাচরণ করিয়াছ।” “যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্ম্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্ম্মিকতা হইতে শুচি করিবেন।”(যির ৩:১৩; ১ যোহন ১:৯)।MHBen 100.2

    “আমি তোমার অধর্ম্ম সকল কুজ্বটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি; তুমি আমার প্রতি ফির, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি।”(যিশা ৪৪:২২)।MHBen 100.3

    “সদাপ্রভু কহিতেছেন, আইস, আমরা উত্তর প্রত্যুত্তর করি; তোমাদের পাপ সকল সিন্দুরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে; লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে।”(যিশা ১:১৮)। “আমি তো চির প্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম।”“আমি কোপাবেশে এক নিমেষমাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব।”যির ৩১:৩; যিশা ৫৪:৮)।MHBen 100.4

    “তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক।”“শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি, জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ভীতও না হউক।”যোহন ১৪:১,২৭)।MHBen 100.5

    “যেমন বাত্যা হইতে আ‪ছাদন, ও ঝটিকা হইতে অনটরাল, যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শ্রান্তিজনক ভূমিতে কোন প্রকার শৈলের ছায়।”(যিশা ৩২:২)।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 100.6

    “দুঃখী ও দরিদ্রগণ জল অন্বেষণ করে কিন্তু জল নাই, তাহাদের জিহ্বা তৃষ্ণাতে শুষ্ক হইয়াছে। আমি সদাপ্রভু তাহাদিগকে উত্তর দিব, আমি ইস্রায়েলের ঈশ্বর তাহাদিগকে ত্যাগ করিব না।”(যিশা ৪১:১৭)।MHBen 101.1

    “যিনি তোমাকে গঠন করিয়াছেন... কেননা আমি তৃষিত ভূমিরMHBen 101.2

    উপরে জল, এবং শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দিব, আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব।”(যিশা ৪৪:২,৩)।MHBen 101.3

    “হে পৃথিবীর প্রান্ত সকল আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও।”(যিশা ৪৫:২২)।MHBen 101.4

    “তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন।” (মথি ৮:১৭)।MHBen 101.5

    “কিন্তু তিনি অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন; আমাদের শান্তিÍজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।” (যিশা ৫৩:৫)।MHBen 101.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents