Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    দোষ ধরা

    অন্যের দোষ ধরা বা দেখানো সত্যিই বড় অবমাননাকর। অপ্রয়োজনীয় বিরুদ্ধ মত এনে ব্যাপারটি আরও তিক্তকর করা কারও উচিত না। কাকেও এভাবে তীব্র নিন্দা করে পুনরুদ্বার করা সম্ভব হয়নি; বরং এভাবে অনেককেই হটিয়ে দেয়া হয়েছে, এবং এভাবে তাদের হৃদয়কে প্রত্যয় স্থাপন করা থেকে দূরে সরিয়ে দেয়। একটি কোমল আত্মা, একটি মধুর বাক্য জয় করার মনোভাবের সহিত আচরণ, ভ্রান্তি ও লুকানো পাপসমূহ থেকে একজন পাপী মানুষকে রক্ষা করতে পারে।MHBen 147.5

    প্রেরিত পৌল অন্যায়কারীদের ভর্ৎসনা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, কিন্তু কত যত্ন সহকারে তিনি দেখাতে চেষ্টা করেছিলেন যে তিনি পাপীদের (যারা অন্যায় করে) বন্ধু। কত চিন্তাশীলতার সাথে তিনি তার এরূপ আচরণের ব্যাখ্যা করেছেন। তিনি তাদেরকে বুঝিয়েছিলেন যে, তাদেরকে দুঃখ দেয়া মানেই তাকে দুঃখ দেয়া। যিনি অন্যায় জয় করার জন্য চেষ্টা করছেন তাদের প্রতি তিনি আশা ও সহানুভূতি দেখিয়েছিলেন। তিনি বলেছেন, “কারণ অনেক ক্লেশ ও মনোবেদনার মধ্যে অনেক অশ্রুপাত করিতে করিতে তোমাদিগকে লিখিয়াছিলাম; তোমরা যেন দুঃখিত হও, সে জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার যে অতিমাত্র প্রেম আছে, তাহা যেন জ্ঞাত হও।”২ করিন্থীয় ২:৪।MHBen 147.6

    “কেননা যদিও আমার পত্র দ্বারা তোমাদিগকে দুঃখিত করিয়াছিলাম, তবু অনুশোচনা করি না- যদিও অনুশোচনা করিয়াছিলাম- কেননা আমি দেখিতে পাইতেছি যে, সেই পত্র তোমাদের মনোদুঃখ জন্মাইয়াছে, কিন্তু তাহা কেবল কিয়ৎকালের জন্য; এখন আমি আনন্দ করিতেছি; ...কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ, তাহা পরিত্রাণজনক এমন মনপরিবর্ত্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। ...অতএব আমি যদিও তোমাদের কাছে লিখিয়াছিলাম, তথাপি অপরাধীর জন্য কিম্বা যাহার বিরুদ্ধে অপরাধ করা হইয়াছে, তাহার জন্য নয়, ...আর আমাদের সেই সন্তানের উপরে তীতের আনন্দে আরও প্রচুর আনন্দ প্রাপ্ত হইলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাঁহার আত্মা আপ্যায়িত হইয়াছে।”২ করিন্থীয় ৭:৮-১৩।MHBen 148.1

    “আমি আনন্দ করিতেছি যে, সর্ব্ববিষয়ে তোমাদের সম্বন্ধে আমার আশ্বাস জন্মিয়াছে।”২ করি ৭:১৬।MHBen 148.2

    “যখনই তোমাদিগকে স্মরণ হয়, সর্বদাই আমি আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া, আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে প্রার্থনা করিয়া থাকি; কারণ প্রথম দিবসাবধি অদ্য পর্যÍপ্তসুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে।” ফিলিপীয় ১:৩৫।MHBen 148.3

    “ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অনন্ত যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রীষ্টের দিন পর্যন্ততাহা সিদ্ধ করিবেন। আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য; কেননা আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি; যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ।”ফিলিপীয় ১:৬-৭।MHBen 148.4

    “অতএব, হে আমার ভ্রাতৃগণ, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুটস্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাক।” ফিলিপীয় ৪:১।MHBen 148.5

    “কেননা যদি তোমরা প্রভুতে স্থির থাক, তবে এখন আমরা বাঁচি।”১থিষলনকীয় ৩:৮।MHBen 149.1

    পৌল এই ভাইদের এভাবে লিখেন, “খ্রীষ্টে বিশ্বাসী,” কিন্তু তিনি চরিত্রে সিদ্ধ ব্যক্তিদের লিখেন নি। তিনি তাদেরকে লিখেছেন যারা প্রলোভনের বিরুদ্ধে সো‪চার এবং যারা পড়ে যাওয়ার মত বিপদের মধ্যে আছে। “আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে, আমাদের প্রভু যীশুকে, মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন, তিনি আপন ই‪ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ক করুন, আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক, তাহা আমাদের অনন্ত, যীশু খ্রীষ্ট দ্বারা, সম্পন্ন করুন; যুগে যুগে তাঁহার মহিমা হউক।”ইব্রীয় ১৩:২০, ২১। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 149.2

    যখন একজন তার ভুলের বিষয়ে সচেতন হয় বা ধরা পড়ে, তার আত্ম সম্মান ধ্বংস হওয়ার ব্যাপারে সতর্ক হউন। তার ব্যাপারে উদাসীন এবং অবিশ্বাস করে তাকে নিরুৎসাহিত করবেন না। এভাবে বলবেন না ‘তাকে বিশ্বাস করার আগে সে পরিবর্তন হয় কিনা তা আমাকে দেখতে হবে।’ প্রায়ই এরূপ অবিশ্বাস প্রলোভিতদের হোচট খাওয়ার কারণ ঘটায়।MHBen 149.3

    অন্যদের দুর্বলতা সম্পর্কে আমাদের বুঝতে চেষ্টা করা উচিত। যারা অন্ধকারের শিকলে বাধা পড়ে আছে তাদের অনন্তর পরীক্ষার বিষয়ে, এবং তাদের স্থিরতা ও নৈতিক ক্ষমতার সম্পর্কে আমরা অগ্রেই জানি। যে অনুশোচনায় পড়ে যা‪চ্ছে তার অবস্থা দেখে সবচেয়ে বেশি করুণা লাগে; সে এরূপ একজন যে হতবুদ্ধিকর, বিচলিত অবস্থায় ধুলোয় ডুবে আছে। সে কিছুই স্পষ্ট করে দেখতে পারে না। তার মন মেঘে আ‪চ্ছন্ন, সে জানেও না এখন তাকে কি করতে হবে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 149.4

    মেষের মত হারানো অনেক দুর্বল আত্মাকে ভুল বুঝা হয়েছে, অপ্রশংসা করা হয়েছে, দুঃখে ও কষ্টে পরিপূর্ণ করা হয়েছে। যদিও সে ক্ষমা এবং শান্তির জন্য আকা‫ক্ষী তথাপি সে ঈশ্বরকে খুঁজে পেতে পারে না।MHBen 149.5

    ও! আরও গভীরভাবে মনোকষ্ট দেয়ার জন্য কোন বাক্য বলা না হোক! সেই জীবনের পাপে ক্লান্ত আত্মাকে, কিন্তু যে জানে না কোথায় গেলে কষ্ট লাঘব হবে, তাকে করুণাময়ী পরিত্রাণকর্তার কাছে উপস্থিত করুন। তার হাত ধরুন তাকে তুলে ধরুন, তাকে সাহসের এবং আশার কথা বলুন। তাকে পরিত্রাণকর্তার হাত ধরতে সাহায্য করুন।MHBen 150.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents