Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মনুষ্য সৃষ্টি

    মনুষ্য সৃষ্টিতে একজন ব্যক্তিগত ঈশ্বরের কর্তৃত্ব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। যখন ঈশ্বর তাঁর নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন, মানুষের আকৃতি সব দিক দিকেই নিখুঁত ছিল, কিন্তু তা ছিল নিষ্প্রাণ। পরে একজন দৈহিক, স্ব-বিরাজমান ঈশ্বর সেই আকৃতিতে নিঃশ্বাসের দ্বারা প্রাণবায়ু প্রবেশ করালেন, আর মানুষ একটা জীবন্ত বুদ্ধিসম্পন্ন অস্থিত্বে পরিণত হল। মানবদেহের সকল অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় করা হল। হৃদপিন্ড, ধমনী, শিরা, জিহ্বা, হস্তদ্বয়, পদদ্বয়, ইন্দ্রীয় সকল, মানসিক শক্তি-সকলই নিজ নিজ কার্য করতে শুরু করল, এবং ওরা নিয়মের মধ্যে স্থাপিত হল। মানুষ এক জীবন্ত আত্মায় পরিণত হল। সে বাক্য অর্থাৎ খ্রীষ্টের মাধ্যমে একজন ক্সদহিক ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন, এবং তাকে বুদ্ধিমত্তা এবং ক্ষমতা প্রদান করলেন।MHBen 391.1

    আমরা যখন গোপনে নির্মিত হয়েছিলাম, আমাদের পদার্থসমূহ তাঁর অগোচরে ছিল না; তাঁর চক্ষু আমাদের পদার্থ সকল দেখছিল, যদিও বা উহা নিখুঁত নয়, আর তাঁর পুস্তকে আমাদের সদস্য সকল লিপিবদ্ধ ছিল, যদিও ওদের কারও অস্তিত্ব ছিল না।MHBen 391.2

    সব ন্যূনতর প্রাণীর ঊর্দ্ধে, ঈশ্বর ঐ মনুষ্যের নকশা অংকন করেছিলেন, যা তাঁর সৃষ্টির সেরা কাজ, যা তাঁর চিন্তাপ্রকাশ করবে এবং তাঁর গৌরবও প্রকাশ করবে। কিন্তু মানুষ নিজেকে ঈশ্বরের স্থানে অধিষ্ঠিত করবে না।MHBen 391.3

    “...সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি কর;
    সানন্দে সদাপ্রভুর সেবা কর;
    আনন্দ গানসহ তাঁর সম্মুখে আইস।”

    “তোমরা জানিও, সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন,
    আমরা তাঁহারই;
    আমরা তাঁহার প্রজা ও
    তাঁহার চরাণির মেষ।
    তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর,
    প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর;
    তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর।”
    MHBen 391.4

    (গীত ১০০:১-৪)।

    “তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর,
    তাঁহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত কর;
    কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।”
    MHBen 392.1

    (গীত ৯৯:৯)।