Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মানসিক সংস্কৃতি

    ঈশ্বরের ই‪ছা আমরা যেন তাঁর কার্যের জন্য প্রস্তুতি গ্রহণে যে কোন সুযোগ গ্রহণ করি। তিনি আমাদের কাছে আশা করেন যেন আমরা তার জন্য আমাদের সর্বশক্তি প্রয়োগ করি, এবং আমাদের হৃদয়ের পবিত্রতা রক্ষার্থে জীবিত থাকে ও সেই দায়িত্বে সচেতন হয়।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 479.2

    অনেক লোক আছেন যারা উত্তম কাজ করার যোগ্যতা থাকা সত্তেও অল্প সাধন করেন, কারণ তারা অল্প চেষ্টা করেন। হাজার হাজার লোক তাদের জীবন পার করে দেয়, মনে হয় যেন তাদের জীবনে কোন উদ্দেশ্য নেই, উ‪চ্চ কোন আকা‫খা নেই যে, তারা কোথায় পৌছাবে। এর একটা মাত্র কারণ, তারা নিজেদের সম্বন্ধে খুব নীচ ধারণা পোষণ করে থাকেন। খ্রীষ্ট আমাদের জন্য তাঁর অসীম মূল্য দান করেছেন এবং তাঁর ই‪ছা আমরা যেন সে মূল্যানুসারে নিজেদের মূল্যায়ন করি।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 479.3

    নিম্নমান অর্জনে সন্তুষ্ট হবেন না। আমাদের যা হওয়া উচিত, আমরা তা নই, কিন্তু ঈশ্বর যা ই‪ছা করেন, আমাদের তাই হওয়া উচিত। ঈশ্বর আমাদের চিন্তাশক্তি অলসভাবে বসে থাকা অথবা এ পৃথিবীতে বিপথে চলা এবং ইতর বিষয় অনুসরণ করার জন্য দেননি। কিন্তু সেগুলো যেন সর্বোৎকৃষ্টরূপে বৃদ্ধি পায়। পবিত্র, বিশুদ্ধ থাকে এবং ঈশ্বরের রাজ্য সমগ্র পৃথিবীতে প্রসারিত হবার জন্য ব্যবহৃত হয়।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 479.4

    অন্যের মগজ দ্বারা পরিচালিত হবার জন্য কোন লোকের যন্ত্রের ন্যায় হওয়া উচিত নয়। ঈশ্বর আমাদের চিন্তাও কাজ করার জন্য দক্ষতা দিয়েছেন এবং তাঁর কাজের দিকে লক্ষ্য রেখে সতর্কতার সঙ্গে কাজ করলে আমরা তাঁর দায়িত্ব বহনে সক্ষম হতে পারি। ঈশ্বরের দেয়া ব্যক্তিত্ব ধারণ করতে পারি। অন্য লোকের ছায়া হবেন না। ঈশ্বর আপনার মাধ্যমে কাজ করবেন সে ভরসা করুন।MHBen 480.1

    কখনো চিন্তাকরবেন না আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন এবং আপনি এখন আরাম আয়েসে কাঁটাতে পারেন। বিকশিত মনই হ‪চ্ছে মানুষের মাপকাঠি। সারা জীবনভর আপনার শিক্ষা গ্রহণ করা উচিত; প্রত্যেক দিন জ্ঞান অর্জন করা এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে ব্যবহার করা উচিত। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 480.2

    স্মরণে রাখবেন, আপনি যে কোন পদে কাজ করেন না কেন, আপনি আপনার মনোভাব প্রকাশ করুন এবং আপনার চরিত্র বৃদ্ধি পাক। যে কোন কাজ যথার্থভাবে, বিজ্ঞতার সঙ্গে করুন, সহজ ও হালকাভাবে গ্রহণ করার প্রবণতাকে কাটিয়ে উঠুন।MHBen 480.3

    একজন ব্যক্তি তার প্রতিদিনের কাজে সে মনোভাব ও নীতি গ্রহণ করেন, তার সম্পূর্ণ জীবনে তা বহন করে। যারা ই‪ছা করেন যে তাদের একটা নির্ধারিত কাজের পরিমাণ থাকবে এবং বেতন থাকবে এবং যারা প্রমাণ করতে চায় তারা কোন প্রকার অতিরিক্ত প্রশিক্ষণ বা পরিবর্তন ছাড়া কার্যের জন্য যোগ্য, ঈশ্বর এ ধরনের লোকদের তার কাজের জন্য আহ্বান করেন না। যে সব ব্যক্তিরা মনে করে তাদের কাজের জন্য কত অল্প শারীরিক, মানসিক, এবং নৈতিক ক্ষমতা ব্যয় করা যায়, এসব কার্যকারীর জন্য তিনি প্রচুর পরিমাণে আশীর্বাদ বর্ষণ করতে পারেন না। তাদের উদাহরণ হ‪চ্ছে ছোয়াচে রোগের ন্যায়। স্বার্থ চিন্তাক্ষমতার উদ্দেশ্য। যাদের পেছনে সব সময় লক্ষ্য রাখা দরকার এবং যারা শুধুমাত্র তাদের দেয়া প্রতিদিনের নির্দিষ্ট কাজটুকু করে এসব লোকদের বিশ্বস্ত এবং ভাল কর্মচারী বলা যায় না। এমন কার্যকারী প্রয়োজন, যারা সম্পূর্ণ শক্তি, সততা, বিচক্ষণতাসহকারে প্রয়োজনীয় কাজ স্বে‪ছায় করে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 480.4

    অকৃতকার্য হবার ভয়ে অনেকে দায়িত্ব অবহেলার জন্য অদক্ষ হয়ে পড়েন। ফলে অভিজ্ঞতা থেকে যে শিক্ষা অর্জন করা যায় তা হতে তারা বঞ্চিত থাকেন এবং পাঠ্য পুস্তক পড়াশুনা, ও অন্যান্য সুবিধা ছাড়া যে অভিজ্ঞতা লাভ করা যায় তাদের তা দেয়া সম্ভব হয় না।MHBen 481.1

    মানুষ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু পরিস্থিতি মানুষকে নিয়ন্ত্রণ করবে এমন হতে দেয়া উচিত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রয়োজনীয় হাতিয়াররূপে ব্যবহৃত হওয়া দরকার। তাদের ওপর আমাদের বিজয় অর্জন করতে হবে, কিন্তু পরিস্থিতিকে আমাদের ওপর বিজয়ী হতে দেয়া উচিত নয়।MHBen 481.2

    যে সব ব্যক্তিরা বাধা প্রাপ্ত হন, ব্যর্থ হন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে গমন করেন তারা শক্তিশালী মানুষ। তাদের শক্তি দক্ষতাকে কার্যে পরিণত করতে যে বাঁধা, প্রতিবন্ধকতার মুকাবেলা করতে হয় তা তাদের জন্য আশীর্বাদ, কল্যাণ বহন করে। তারা আত্মবিশ্বাস, প্রত্যয় অর্জন করেন। দ্বন্দ্ব, সমস্যা, জটিলতা আসে আমরা যেন ঈশ্বরের ওপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যা শক্তি বৃদ্ধি করে।MHBen 481.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents