Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    এক অধিকতর ব্যাপক জীবন

    অন্যদের নিমিত্ত কাজে সম্পৃক্ত না হলে, অন্য আর কিছুই আত্মাত্যাগের উদ্দীপনা জাগিয়ে তুলে না এবং চরিত্রকে সম্প্রসারিত ও শক্তিমন্ত করে না। অনেক নামধারী খ্রীষ্টানরা, মণ্ডলীর সাথে তাদের সম্পর্ক অন্বেষণে কেবল নিজেদের বিষয়ই ভেবে থাকে। তারা মণ্ডলীর সহভাগিতা ও বিশ্বাসের তত্ত্বাবধানে আনন্দ পেতে চায়। তারা এক বৃহৎ ও সমৃদ্ধশালী মণ্ডলীর সদস্য হয় এবং অন্যদের জন্য কিছু না করেই তারা তৃপ্ত। এইভাবে তারা মহা মূল্যবান আশীর্বাদ থেকে নিজেদের বঞ্চিত করেছে। অনেকেই তাদের আরাম-আয়েশ, আনন্দদায়ক সঙ্গ বা মেলা মেশা বিসর্জন দিয়ে প্রচুর পরিমাণে লাভবান হতে পারত। যীশুর কাজে তাদের যোগ্যতা ও ক্ষমতানুসারে যেখানে আহ্বান করা হয় সেখানেই যাওয়া প্রয়োজন, আর তারা এইভাবেই দায়িত্ব বহনের শিক্ষা লাভ করতে পারে।MHBen 130.3

    গাছ যদি ঘন গাদাগাদি করে লাগান হয়, তবে তা সুন্দর ও শক্ত হয়ে বাড়তে পারে না। বাগানের মালি গাছগুলো উঠিয়ে বৃদ্ধি পাবার জন্য যথেষ্ট জায়গা রেখে পাতলা করে লাগিয়ে থাকেন। একই পদ্ধতিতে একটি বড় মণ্ডলীর সদস্যরা বিভক্ত হয়ে কাজ করলে বেশি উপকার পাওয়া যেতে পারে। সক্রিয় যীশুর অনুসারীরা কাজে তাদের কর্মক্ষমতা অনুসারে যেখানে আহুত হয় সেখানেই তাদের নিয়োগ করা উচিত। অন্যদের জন্য আত্মবিসর্জন পূর্বক শ্রমের অভাবে তারা তাদের আত্মীক জীবন হারা‪চ্ছে, খর্ব ও অকর্মন্য হয়ে যা‪েছ। মিশন ক্ষেত্রের অন্য কোন স্থানে স্থানান্তর করলে তারা সবল ও দৃঢ় হয়ে বৃদ্ধি পাবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 131.1

    কিন্তু অন্যদের সাহায্য করা শুরু করার আগে কোন দূর দেশ থেকে ডাক আসার জন্য কারো অপেক্ষা করার প্রয়োজন নেই। সেবা কাজের জন্য সব জায়গায় দরজা খোলা রয়েছে। আমাদের চারদিকে যারা রয়েছে তাদের সকলেরই আমাদের সাহায্যের প্রয়োজন। সবদিকে রয়েছে বিধবা, এতিম, রোগাক্রান্ত, মৃতপ্রায়, অনন্ত পীড়ায় পীড়িত, নিরুৎসাহিত, অজ্ঞ, ও সমাজ বঞ্চিত লোকের ভিড়।MHBen 131.2

    আমাদের পার্শবর্তী গ্রামে অঞ্চলে যারা বাস করছে তাদের জন্য কাজ করাকে আমাদের বিশেষ দায়িত্ব বলে অনুভব করতে হবে। যারা ধর্মীয় কোন কাজে অংশগ্রহণ করে না, তাদেরকে সর্বাধিক সাহায্য করার উপায় সম্পর্কে অধ্যয়ন করুন। যখন আপনি আপনার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যান তখন তাদের আত্মীক এবং এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের কুশলাদি জানতে আগ্রহ প্রকাশ করবেন। তাদের কাছে যীশুকে পাপ ক্ষমাকারী পরিত্রাণকর্তারূপে প্রকাশ করুন এবং তাদের কাছে পবিত্র বাক্য থেকে মহামূল্যবান বাক্য এবং সে সকল সত্যের বর্ণনাদায়ক অন্যান্য শাস্ত্র থেকে পড়ে শুনান। আপনার সাথে গান ও প্রার্থনা করতে তাদের আমন্ত্রণ করুন। এই প্রকার ছোট ছোট মণ্ডলী বা সভায় তাঁর কথা অনুসারে যীশু নিজেই উপস্থিত থাকবেন এবং তাঁর আশীর্বাদ উপস্থিত সকলের অন্তর স্পর্শ করবে।MHBen 131.3

    মণ্ডলীর সদস্যদের এই কাজ করতে শেখাতে হবে। একাজ বিদেশী অন্ধকারাচ্ছন্ন আত্মাদেরকে রক্ষা করবার মতই জরুরী প্রয়োজন। যখন কিছু সংখ্যক লোক দূরদেশী আত্মাদের জন্য বোঝা (কতর্ব্য) অনুভব করে, তখন অনেকে যারা নিজ গৃহে থেকে যায় তাদের চারদিকের মূল্যবান আত্মাদের বোঝার (কতর্ব্য) বিষয়ে তাদের ভাবা দরকার এবং তাদের পরিত্রাণের জন্য একই পরিশ্রমের সাথে কাজ করে যেতে হবে।MHBen 131.4

    অনেকে অনুশোচনা করে বলেন যে, তাদের জীবন যাপন খুব সংকীর্ণ। তারা ই‪ছা করলেই নিজেদের জীবন পরিব্যাপ্ত ও প্রভাবশালী করতে পারে। যারা যীশুকে তাদের অন্তর, মন ও প্রাণের সাথে প্রেম করে এবং প্রতিবাসীকে আপনাদের মত প্রেম করে, তাদের এক বিস্তৃত ক্ষেত্র রয়েছে যেখানে তারা তাদের দক্ষতা, যোগ্যতা ও প্রভাব খাটাতে পারে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ছোট ছোট সুযোগ সমূহ‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 132.1

    বড় ধরনের কাজের অন্বেষণে কখনও কোন ছ্টো ছোট সুযোগ অবহেলা করে হাতছাড়া করবেন না। আপনি হয়তো ছোট কাজ সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন, কিন্তু বড় কাজ করতে গিয়ে হয়তো সম্পূর্ণ অকৃতকার্য হবেন, ফলে নিরুৎসাহের মধ্যে পড়বেন। আপনি যে কাজ করবার সুযোগ পাবেন তা সম্পূর্ণ শক্তি দিয়া সম্পন্ন করার মাধ্যমেই বড় ধরনের কাজ করবার যোগ্যতা অর্জন করে থাকবেন। প্রতিদিনের সুযোগ উপেক্ষা করে, হাতের নাগালে ছোট ছোট কাজ পেয়েও অবজ্ঞা করে শেষ পর্যন্তঅনেকেই নিষ্ফল হয়ে যায়, পরে নিষ্প্রাণ হয়ে পড়ে।MHBen 132.2

    মানুষের সহযোগিতায় নির্ভর করবেন না। মানব সত্ত্বার ওপারে ঈশ্বরের মনোনীত একজনের প্রতি নজর নিবদ্ধ করুন যিনি আমাদের দুঃখ-দুর্দশা ও ব্যথা বেদনা বয়ে নেন এবং আমাদের যা কিছু প্রয়োজন তা যোগান দিয়ে থাকেন। তাঁর পবিত্র বাক্যের নির্দেশ মোতাবেক ঈশ্বরকে সাথে নিয়ে যে কোন জায়গায় কাজের সন্ধান পান সেখানেই শুরু করে দিন এবং দৃঢ় বিশ্বাসে সম্মুখ পানে এগিয়ে যান। যীশুর উপস্থিতিতে বিশ্বাস থাকলেই তা শক্তি যোগায় ও অবিচল রাখে। নিঃস্বার্থ লাভের আশায়, কষ্ট-সহিষ্ণু পরিশ্রম সহকারে, অধ্যবসায়ের কর্মোদ্যম সহকারে কাজ করুন।MHBen 132.3

    কোন কোন ক্ষেত্র সমূহের অবস্থা এত আপত্তিকর ও নিরুৎসাহজনক যে সেখানে লোকদের কাছে অনেকেই যেতে আগ্রহী নয়, কিন্তু আত্মত্যাগী কঠোর প্রচেষ্টায় সেখানে লক্ষ্যণীয় পরিবর্তন সাধিত হয়েছে। মানবীয় শক্তিতে নির্ভর না করে বরং ঈশ্বরের ওপর নির্ভর করে ক্সধর্য ও অধ্যবসায় সহকারে পরিশ্রম করেছেন, আর তাঁর আশীর্বাদ তাদেরকে শক্তিযুক্ত ও ধারণ করেছে। যতটা মঙ্গল সাধিত হয়েছে তা এ পৃথিবীতে কখনও জানা যাবে না কিন্তু মহান ভবিষ্যতে মনমুগ্ধকর ফল দেখতে পাওয়া যাবে।MHBen 133.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents