Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের ব্যক্তিত্ব খ্রীষ্টে প্রকাশিত

    একজন ব্যক্তিগত সত্ত্বারূপে, ঈশ্বর আপনাকে তাঁর পুত্রের মধ্যে প্রকাশ করেছেন। পিতার মহিমার ঔজ্জ্বল্য, “প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক,” (ইব্রীয় ১:৩) একজন ব্যক্তিগত ত্রাণকর্তারূপে যীশু পৃথিবীতে এসেছিলেন। একজন ব্যক্তিগত ত্রাণকর্তারূপে তিনি ঊর্ধ্বে উঠেছিলেন। একজন ব্যক্তিগত ত্রাণকর্তারূপে তিনি স্বর্গীয় বিচারলয়ে মধ্যস্থতা করেন। আমাদের পক্ষে, “মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তি” (প্রকাশিত ১:১৩)। ঈশ্বরের সিংহাসনের সম্মুখে পরিচর্যা কাজ করছেন।MHBen 396.2

    জগতের দীপ্তি, খ্রীষ্ট তাঁর ঈশ্বরত্বের অত্যুজ্জ্বল প্রতাপ আ‪ছাদন করে একজন মানবরূপে মনুষ্যদের মধ্যে বসবাস করলেন, যেন তারা বিনষ্ট না হয়ে তাদের স্রষ্টার সঙ্গে পরিচিত হতে পারেন যে হেতু পাপ মানব জাতি এবং তার নির্মাতার মধ্যে বি‪চ্ছেদ আনয়ন করেছিল, এই কারণ কোন ব্যক্তি কখনো ঈশ্বরকে দেখেনি, তাই তিনি খ্রীষ্টের মাধ্যমে প্রকাশিত হলেন।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 396.3

    “আমি এবং আমার পিতা, আমরা এক,” (যোহন ১০:৩০)। খ্রীষ্ট ঘোষণা করেছিলেন, “আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন” (মথি ১১:২৭)।MHBen 396.4

    ঈশ্বর মানব জাতিকে যা জানাতে চেয়েছিলেন, খ্রীষ্ট মানব জাতিকে তা শেখাতে এসেছিলেন। ঊর্ধ্বে স্বর্গে, সমুদ্রের বিস্তৃত জলাশয়ে, আমরা ঈশ্বরের হস্তের কার্যকলাপ দেখতে পাই। সকল সৃষ্ট বস্তু তাঁর ক্ষমতা, তাঁর জ্ঞান, তাঁর প্রেমের সাক্ষ্য দান করে। তথাপি তারকামালা, অথবা সাগর বা প্রকান্ড জলপ্রপাত থেকে আমরা ঈশ্বরের ব্যক্তিত্ব সম্পর্কে জ্ঞাত হতে পারি না, যা খ্রীষ্টে প্রকাশ করা হয়েছিল।MHBen 397.1

    ঈশ্বর দেখলেন যে, প্রকৃতি অপেক্ষা একটা পরিষ্কার প্রকাশ প্রাপ্তির আবশ্যক ছিল । তাঁর ব্যক্তিত্ব এবং তাঁর চরিত্র চিত্রিত করার জন্য তিনি তাঁর পুত্রকে পৃথিবীতে প্রেরণ করলেন, অদৃশ্য ঈশ্বরের প্রকৃতি এবং গুণাবলি প্রকাশ করার জন্য, যা মানব চক্ষু করতে পারে।MHBen 397.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents