Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আত্মনির্ভরশীল মিশনারী

    অনেক ক্ষেত্রে আত্মনির্ভরশীল মিশনারীরা সফলভাবে কাজ করে যেতে পারেন। আত্মনির্ভরশীল মিশনারীরূপেই প্রেরিত পৌল পৃথিবীর সর্বত্র যীশু সম্পর্কে প্রচার করেছিলেন। এশিয়া ও ইউরোপের বড় বড় শহরে সুসংবাদ শেখাবার ফাঁকে তাঁর সঙ্গীদের ও নিজের ভরণপোষণ ও খরচ মেটাতে তিনি তাঁবু সেলাইয়ের কাজ করতেন। ইফিষের মুরুব্বীদের কাছ থেকে বিদায় লগ্নে তাঁর বাক্যে ব্যক্ত হয়েছে তিনি কি ধরনের পরিশ্রম করতেন, আর তাতে প্রত্যেক সুসংবাদের কর্মীদের জন্য মূল্যবান শিক্ষণীয় বিষয় রয়েছে।MHBen 133.2

    তিনি বলেন, “তোমরা জান, এশিয়া দেশে আসিয়া, আমি প্রথম দিন অবধি তোমাদের সঙ্গে কিরূপে সমস্তকাল যাপন করিয়াছি, সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত এবং যিহূদীদের ষড়যন্ত্র হইতে উৎপন্ন নানা পরীক্ষার মধ্যে থাকিয়া প্রভুর দাস্যকর্ম্ম করিয়াছি; ...সাধারণ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, সঙ্কুচিত হই নাই; ...এই মাত্র জানি, পবিত্র আত্মা প্রতি নগরে আমার কাছে এই বলিয়া সাক্ষ্য দিতেছেন যে, বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করিতেছে। ...আমি কাহারও রে․প্যের কি স্বর্ণের কি বস্ত্রের প্রতি লোভ করি নাই। তোমরা আপনারা জান, আমার নিজের এবং আমার সঙ্গীদের অভাব দূর করণার্থে এই দুই হস্ত কার্য্য করিয়াছে। ...প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি আপনি বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।” (প্রেরিত ২০:১৮-৩৫)।MHBen 133.3

    আজ অনেকেই যদি আত্মত্যাগের একই মনোভাবে অনুপ্রাণিত হতো, তবে একইভাবে উত্তম কাজ সাধন করতে পারত। দু’জন বা ততোধিক ব্যক্তি একত্রে সুসংবাদ প্রচারের কাজ শুরু করতে পারে। তারা লোকদের দেখা সাক্ষাৎ, প্রার্থনা, প্রশংসা সংগীত, শিক্ষাদান, পবিত্র শাস্ত্র ব্যাখ্যা দান ও অসুস্থদের সেবা করতে পারে। কিছুসংখ্যক লোক বই বিক্রি করে তাদের ভরণপোষণ মেটাতে পারে, আর অন্যরা শিষ্যদের ন্যায় বিভিন্ন হস্ত শিল্পের কাজ অথবা অন্য কোন কাজের মাধ্যমে ব্যয় নির্বাহ করতে পারে। তাদের অসহায়ত্ব উপলব্ধি করে তারা যেমন তাদের কাজে সম্মুখ পানে অগ্রসর হয়, কিন্তু বিনীতভাবে ঈশ্বরের ওপর নির্ভর করে তখন তারা সৌভাগ্যজনক অভিজ্ঞতা অর্জন করে থাকে। প্রভু যীশু তাদের আগে আগে যান এবং তারা ধনী ও গরীবদের কাছ থেকে দয়া ও অনুগ্রহ পেয়ে থাকে।MHBen 134.1

    যারা বিদেশে চিকিৎসা মিশনারীরূপে কাজ করবার জন্য প্রশিক্ষিত হয়েছেন, তাদেরকে বিলম্ব না করে যে স্থানে তারা কাজ করতে প্রত্যাশা করেন সেখানে যাবার জন্য উৎসাহিত করতে হবে এবং লোকদের মাঝে কাজ শুরু করে দিয়ে কাজ করার মাঝে তাদের ভাষাও শিখে নেয়া উচিত। যাতে করে ঈশ্বরের বাক্যের সাধারণ সত্যগুলো তুলে ধরতে পারে।MHBen 134.2

    পৃথিবী ব্যাপি আশীর্বাদের বার্তাবাহকদের প্রয়োজন। যীশুর পরিবারবর্গের কাছে আহŸান এসেছে যেন তারা ভ্রান্তি ও অন্ধকারা‪চ্ছন্ন সমাজে বিদেশী ক্ষেত্রে, তাদের সহমানবের চাহিদার সাথে পরিচিত হতে এবং গুরুর উদ্দেশ্যে কাজ করতে যায়। ঐ প্রকার পরিবারগুলো যদি পৃথিবীর অন্ধকারা‪চ্ছন্ন স্থানে গিয়ে বসবাস করে যেখানে লোকেরা আত্মীক অন্ধকারে আ‪ছাদিত রয়েছে, এবং যদি তাদের মধ্য দিয়ে যীশুর জীবনের আলো দেদীপ্যমান হয় তবে কত বড় এক মহৎ কাজই না সম্পাদিত হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 134.3

    এই কাজে আত্মবিসর্জনের প্রয়োজন রয়েছে। যখন অনেকেই বিলম্ব করছে যেন সবকটি প্রতিবন্ধকতা বিদুরিত হয়, আর এই বিলম্বের জন্য তারা যে কাজ সম্পন্ন করতে পারত তাও অসম্পাদিত থেকে যায়, ফলে অগণিত জনতা আশাহীন ও ঈশ্বর বিহীন অবস্থায় মারা যা‪চ্ছে। কিছু সংখ্যক পরিবার ব্যবসায়িক সুবিধার্থে অথবা বিজ্ঞান বিষয়ক জ্ঞান‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ আহরণ করতে নির্জন এলাকায় গিয়ে বিপজ্জনক ঝুঁকি নিয়ে বসবাস করতে থাকে এবং সানন্দে ত্যাগ ও কষ্ট স্বীকার সহ্য করে থাকে, কিন্তু কম সংখ্যক পরিবারই তাদের সহমানবের স্বার্থে সেই সব স্থানে বসবাস করতে ই‪ছুক যেখানে সুসমাচার প্রচারের প্রয়োজন আছে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 134.4

    তারা যেথায়, যে অবস্থানে ও অবস্থায় থাকুক না কেন লোকদের কাছে পৌছান ও সম্ভাব্য প্রত্যেক উপায়ে তাদের সাহায্য করাই প্রকৃত সেবা কাজ। এই প্রকার শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে আপনি লোকদের জীবন জয় করতে পারবেন এবং বিনাশের দিকে অগ্রসরমান আত্মাদের কাছে পৌছানোর দ্বার খুলতে পারবেন।MHBen 135.1

    আপনার সমস্ত কাজে মনে রাখবেন যে আপনি পরিত্রাণের মহা পরিকল্পনার একটি অংশরূপে ত্রাণকর্তার সাথে একান্তভাবে সর্ম্পকযুক্ত। আরোগ্যদায়ী, জীবনদায়ী স্রোত হিসেবে প্রেম আপনার জীবনের মাধ্যমে প্রবাহিত হতে হবে। যেমন আপনি অন্যদেরকে তাঁর প্রেমের গণ্ডির মধ্যে আকর্ষণ করতে চেষ্টা করেন, আপনার, হাসিখুশী ভাব যেন তাঁর অনুগ্রহের শক্তির স্বাস্থ্য বহন করে। পৃথিবীর কাছে তাঁকে নিষ্পাপ, খাঁটি ও সৎ হিসেবে প্রতিনিধিত্ব করুন যেন তাঁকে তাঁর সৌন্দর্য দেখতে পায়।MHBen 135.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents