Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    রোগীর কক্ষে ঈশ্বরের সাহায্য

    চিকিৎসা পেশা ছাড়া আর কোন স্থানে যীশুর সাথে এত ঘনিষ্ঠতর সাহচর্যের প্রয়োজন নেই। যিনি সঠিকভাবে চিকিৎসকের দায়িত্ব পালন করেন তার প্রতিদিন প্রতি মূহূর্তে যীশুতে জীবনযাপন করা দরকার। একজন রোগীর প্রাণ চিকিৎসকের হাতে থাকে। জটিল, সঙ্কটাপন্ন কোন রোগীর ক্ষেত্রে অসতর্ক রোগ নির্ণয় ও একটা ভুল ব্যবস্থাপত্র প্রদান অথবা একটা ক্সশল চিকিৎসায় অদক্ষ হাত চালনা, এমন কি চুল পরিমাণ ব্যবধান হলে একটা জীবন বিসর্জন দিতে হতে পারে। কত গুরুগম্ভীর চিন্তা! কত গুরুত্বপূর্ণ যে চিকিৎসক সদা সর্বদা ঈশ্বরের চিকিৎসকের নিয়ন্ত্রণাধীন থেকে কাজ করেন।MHBen 94.1

    প্রজ্ঞা ও চিন্তাধারায় সাবলীলতার জন্য যারা তাঁর কাছে আবেদন করে, পরিত্রাণকর্তা, তাদের সাহায্য করতে ই‪ছুক। আর চিকিৎসক ছাড়া এত জ্ঞান ও শুধু চিন্তাধারা আর কার এত বেশি প্রয়োজন যার সিদ্ধান্তের ওপর এত কিছু নির্ভর করে? যিনি জীবনকে বাড়াতে চেষ্টা করেন, তার প্রতিটা চলন ও গতিতে যীশুর পরিচালনার নিমিত্ত বিশ্বাসের সাথে তাঁর প্রতি দৃষ্টিপাত করতে হবে। সমস্যাজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে পরিত্রাণকর্তা তাকে বিচক্ষণতা ও দক্ষতা প্রদান করবেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 94.2

    রুগ্ন ব্যক্তির অভিভাবকদেরকে অপূর্ব সুযোগ দেয়া হয়েছে। রোগ নিরাময়ে যা কিছু করা হ‪চ্ছে, তাদের বুঝতে হবে যে, রোগের বিপক্ষে লড়তে ঈশ্বরের সাথে সহযোগিতা করবার জন্য চিকিৎসক তাদের সাহায্য করতে চান। তাদেরকে অনুভব করতে দিন যে, ঈশ্বরের নিয়মের সঙ্গে মিল রেখে প্রতিটি ধাপ নিলে, তারা ঈশ্বরের শক্তির সহায়তা পেতে আশা করতে পারে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 94.3

    যে চিকিৎসক ঈশ্বরের ওপর নির্ভরশীল, তাঁকে প্রেম ও ভয় করেন; রুগ্ন ও ক্লেশাপন্ন ব্যক্তি তার ওপর অধিকতর নির্ভর করবেন। তারা তার বাক্যে নির্ভর করবে। তারা ঐ চিকিৎসকের উপস্থিতি ও পরিচালনাকে অধিকতর নিরাপদ বোধ করে থাকেন। MHBen 94.4

    প্রভু যীশুকে জানার ফলে একজন যীশুতে নির্ভশীল চিকিৎসকের সুযোগ থাকে প্রার্থনার মাধ্যমে তাঁকে, রোগীর কক্ষে আহ্বান করার। কোন জটিল সঙ্কটাপন্ন শৈল চিকিৎসার আগে চিকিৎসক মহান চিকিৎসকের সহায়তা কামনা করুন। রুগ্ন ব্যক্তিকে এই আশ্বাস দিতে হবে যে, ঈশ্বর তার এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিরাপদে পার করে আনবেন, কেননা চরম দুর্দশার মধ্যেও সব সময়ে তিনি তাদের নিরাপদ আশ্রয় স্থল যারা তার ওপর নির্ভর করে। যে চিকিৎসক তা করতে অক্ষম, সে একের পর এক রোগী হারায় অন্যথায় হয়তো ঐ জীবনগুলো বাঁচান যেত। সহানুভূতিশীল দরদী পরিত্রাণকর্তা যিনি প্রত্যেক নিদারুন মানসিক কিম্বা শারীরিক যাতনার স্পন্দন অনুভব করেন যদি তাঁর ওপর বিশ্বাস আনার মত বাক্য তিনি বলতে পারতেন, এবং প্রার্থনার মাধ্যমে তাঁর কাছে আত্মার চাহিদা উপস্থাপন করতে পারতেন, তবে প্রতি ক্ষেত্রেই সঙ্কট নিরাপদে কেঁটে যেত।MHBen 94.5

    যিনি অনন্তর খবর পড়তে পারেন কেবল তিনিই জানেন যে, কতটা ভয়-ভীতি, উদ্বেগ ও আতঙ্ক নিয়ে একজন ক্সশল চিকিৎসকের হাতে নিজেকে সমর্পণ করে। তারা তাদের বিপদের ঝুঁকি উপলব্ধি করে। একজন চিকিৎসকের দক্ষতার ওপর বিশ্বাস আনতে গিয়েও তারা জানে যে, তা অভ্রান্ত কিম্বা অব্যর্থ নয়। কিন্তু যখন তারা দেখে যে চিকিৎসক প্রার্থনা করতে নত হয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ কামনা করছেন, তখন তারা আত্মবিশ্বাসে অনুপ্রাণিত হয়। ঈশ্বরের আরোগ্যকারী ক্ষমতার প্রতি কৃতজ্ঞতা ও নির্ভরশীলতা তাদের অন্তর উন্মুক্ত হয়। তাদের গোটা দেহের কর্মশক্তি সঞ্জীবিত হয় এবং জীবনী শক্তিসমূহ উদ্দীপিত হয়।MHBen 95.1

    চিকিৎসকের কাছে পরিত্রাণকর্তার উপস্থিতি ও শক্তির এক মৌলিক উপাদান। প্রায়ই তার কাজের দায়িত্ব ও সম্ভাবনা তার আত্মায় ভয়াবহ আতঙ্ক আনয়ন করে থাকে। অনিশ্চয়তা ও ভয়ে বিহ্বলতা তার হাতকে এমনিতেই অদক্ষ করে ফেলে। কিন্তু তাকে পরিচালনা ও শক্তি দানকারী ঈশ্বরের মন্ত্রী তার পাশে আছেন এই নিশ্চয়তা তার মাঝে মানসিক প্রশান্তি ও সাহস যোগায়। চিকিৎসকের হাতে যীশুর ছোঁয়ায় প্রাণ শক্তি, প্রশান্তি, আস্থা ও শক্তি আনয়ন করে।MHBen 95.2

    যখন সঙ্কট নিরাপদে কেটে যায় এবং কৃতকার্যতা দৃশ্যমান, তখন রোগীকে সঙ্গে নিয়ে কিছু সময় প্রার্থনাতে অতিবাহিত করুন যে জীবনটি ঈশ্বরের আশীর্বাদে রক্ষা পেয়েছে তার জন্য আপনি কৃতজ্ঞতাপূর্ণ অভিব্যক্তি প্রকাশ করুন। রোগীর পক্ষ থেকে যখন চিকিৎসককে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, তখন ঐ কৃতজ্ঞতা ও প্রশংসা বাক্য সরাসরি ঈশ্বরের কাছে পরিচালিত করুন। রোগীকে বলুন যে স্বর্গীয় চিকিৎসকের হাতেই তার জীবন রক্ষা পেয়েছে।MHBen 95.3

    চিকিৎসক যদি এই পদ্ধতি অনুসরণ করেন তবে তিনি তার রোগীকে এমন একজনের দিকে পরিচালিত করছেন, যার ওপরে তার জীবন নির্ভর করে, যিনি অনন্তকালের জন্য প্রত্যেককে বাঁচাতে পারেন যারা তাঁর কাছে আসে।MHBen 96.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents