Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ১৬ - অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা

    “বিশ্বাসের প্রার্থনা
    পীড়িতদের রক্ষা করে।”

    শাস্ত্র বলে, “তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।”(লূক ১৮:১)। আর তাদের প্রার্থনা করার সময় তখন, যখন তারা শান্তিÍহীন, দুর্বল, জীবন যখন ত্রুটিপূর্ণ, উছোট খাওয়ার সম্মুখীন, যখন ব্যর্থতা পূর্ণ, তখনই প্রার্থনার উপযুক্ত সময়। প্রায়ই দেখা যায়, যারা সুস্থ, তখন তারা দিনের পর দিন, বছরের পর বছর যে আশীর্বাদ পেয়ে আসছে, তা তারা ভুলে যায়, এবং তারা ঈশ্বরের সর্বপ্রকার উপকারের নিমিত্ত তাঁর প্রশংসা করে না। কিন্তু যখন ব্যাধি পীড়া এসে উপস্থিত হয়, তখন ঈশ্বরকে স্মরণ করে। যখন মানব শক্তি ব্যর্থ হয়, তখন মানুষ তাদের ঐশ্বরিক সাহায্যের অভাব উপলব্ধি করে। আমাদের করুণাময় ঈশ্বর কখনো সেই ব্যক্তির নিকট থেকে সরে যান না যে অকপটভাবে তাঁর সাহায্যের অন্বেষণ করে। তিনি অসুস্থতায় ও সুস্থতায় সর্বদা আমাদের আশ্রয়।MHBen 208.1

    “পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন,
    যাহারা সদাপ্রভুকে ভয় করে,
    তাহাদের প্রতি তিনি তেমনি করুনা করেন।
    কারণ তিনিই আমাদের গঠন জানেন;
    আমরা যে ধূলিমাত্র, ইহা তাঁহার স্মরণে আছে।”
    MHBen 208.2

    (গীত ১০৩:১৩, ১৪)।

    “আপনাদের অধর্ম্মাচারণপ্রযুক্ত,
    আপনাদের অপরাধ প্রযুক্ত দুর্দশাগ্রস্ত হয়।
    তাহাদের প্রাণ সমস্ত খাদ্য দ্রব্য ঘৃণা করে,
    তাহারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়।”
    MHBen 208.3

    (গীত ১০৭:১৭, ১৮)।

    “সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে,
    আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করেন।
    তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন,
    তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন।”
    MHBen 209.1

    (গীত ১০৭:১৯, ২০)।

    পবিত্র আত্মা যেমন গীতরচকের মাধ্যমে এই সকল কথা বলেছিলেন, তদ্রƒপ এখন ঈশ্বর অসুস্থ ব্যক্তিকে সুস্থতায় ফিরিয়ে আনতে ই‪ছুক। খ্রীষ্ট যেমন তাঁর পার্থিব সেবাকার্যের সময়ে ছিলেন, তদ্রূপ এখনও তিনি একইরূপ করুণাপূর্ণ চিকিৎসক। তাঁর মধ্যে প্রতিটি ব্যাধির জন্য নিরাময় দানকারী সুগন্ধী রয়েছে। প্রতিটা দুর্বলতায় পুনরুদ্বারকারী শক্তি রয়েছে। তাঁর এইকালের শিষ্যরা অসুস্থ লোকদের জন্য প্রার্থনা করবে যেমন পুরাকালীন শিষ্যরা প্রার্থনা করতেন। ফলে সুস্থতা ফিরে আসবে; কেননা “বিশ্বাসের প্রার্থনা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করিবে।”আমাদের পবিত্র আত্মার শক্তি, বিশ্বাসের নীরব নিশ্চয়তা রয়েছে, যা ঈশ্বরের প্রতিজ্ঞার দাবি করতে পারে। প্রভুর প্রতিজ্ঞা এই, “তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে।”(মার্ক ১৬:১৮) এই প্রতিজ্ঞা প্রেরিতদের সময়ে যেমন বিশ্বাসযোগ্য ছিল, এখনো তদ্রূপ নির্ভরযোগ্য রয়েছে। এটা ঈশ্বরের সন্তানদের সুযোগ উপহার দেয়, এবং আমাদের বিশ্বাস যা কিছু গ্রহণ করে, তার সবই আঁকড়ে ধরে। খ্রীষ্টের দাসগণ তাঁর কাজের মাধ্যমে, এবং তাদের মাধ্যমে তিনি তার আরোগ্যদানকারী শক্তি ব্যবহার করতে চান। আমাদের কাজ হবে, আমাদের বিশ্বাসের হস্তে করে, পীড়িত এবং দুঃখভোগীদের ঈশ্বরের কাছে উপস্থিত করা। তাদের শিক্ষা দিতে হবে যেন তারা মহান আরোগ্যকারীতে বিশ্বাস করে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 209.2

    ত্রাণকর্তা চান যেন আমরা পীড়িত, আশাহীন, নির্যাতিতদের তাঁর শক্তির ওপরে তুলে ধরি। বিশ্বাস এবং প্রার্থনার মাধ্যমে পীড়িতদের কক্ষটি ক্সবথেলে পরিণত হতে পারে। বাক্য এবং কার্যে চিকিৎসক এবং সেবিকারা এত সহজ ভাষায় এই কথা বলতে পারেন, যা কেউ ভুল বুঝবে না, “ঈশ্বর এই স্থানে আছেন”বাঁচাতে, ধ্বংস করতে নয়। খ্রীষ্ট পীড়িত ব্যক্তিদের কক্ষে তাঁর উপস্থিতি প্রকাশ করতে চান, চিকিৎসক এবং সেবিকাদের অন্তঃকরণ তাঁর প্রেমের মিষ্টতা দ্বারা ভরপুর করতে চান। সেবাকারীদের জীবন পীড়িতদের প্রতি যদি এরূপ হয়, তাহলে খ্রীষ্ট তাদের সঙ্গে রোগীদের শয্যাপার্শ্বে যেতে পারেন, তথায় তার কাছে এই চেতনা আসবে যে, করুণাময় ত্রাণকর্তা উপস্থিত, এবং এই চেতনা স্বয়ং আত্মা এবং শরীর উভয় সুস্থ করণে অধিক কাজ করবে।MHBen 210.1

    আর ঈশ্বর প্রার্থনা শ্রবণ করেন। খ্রীষ্ট বলেছেন, “যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্ঞা কর, তবে আমি তাহা করিব।”(যোহন ১৪:১৪)। পুনরায় তিনি বলেন, “কেহ যদি আমার পরিচর্যা করে, ...তবে পিতা তাহাকে সম্মান করিবেন।”(যোহন ১২:২৬)। যদি আমরা তার বাক্য অনুসারে চলি, তবে তিনি অমূল্য প্রতিজ্ঞা প্রদান করেছেন, তা আমাদের প্রতি পূর্ণ হবে। আমরা তার অনুগ্রহ অযোগ্য ঘোষণা করছি, কিন্তু যদি আমরা তাঁর কাছে সমর্পিত হই, তিনি আমাদের গ্রহণ করেন। যারা তাঁর অনুগামী হয়, তিনি তাদের জন্য এবং তাদের মাধ্যমে কার্য সাধন করবেন।MHBen 210.2