নিরুৎসাহিত হবেন না
আমাদের প্রচেষ্টায় যে আত্মাগুলো সারা দেয় না তাদের জন্য আমরা খুব শীঘ্রই নিরুৎসাহিত হয়ে পড়ি। যেখানে সামান্যতমও আশার আলো আছে সে আত্মাগুলোর জন্য আমাদের শ্রম বন্ধ করা উচিত নয়। মূল্যবান আত্মাগুলোকে আমরা আত্ম উৎসর্গীকৃত পরিত্রাণকর্তার কাছে যেতে এত দুর্মূল্য করে তুলি যে শয়তানের শক্তির কাছে তারা শক্তিহীন হয়ে পড়ে।MHBen 150.2
আমাদের নিজেদেরকে লোভে পড়া ভাইদের স্থানে স্থাপন করে দেখা প্রয়োজন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতা খারাপ বন্ধুদের এবং পারিপার্শি¦কতার প্রভাব কু-অভ্যাসের ক্ষমতার বিষয়ে বিবেচনা করা উচিত। এরূপ প্রভাবের ফলে অনেকের চরিত্রের উৎকর্ষতা হ্রাস পাচ্ছে, এতে কি আমাদের আশ্চর্য হওয়া উচিত না? তাদেরকে তুলে আনার প্রচেষ্টায় সারা দিতে তাদের দেরী হবে এই ব্যাপারে কি আমাদের আশ্চর্য হওয়া উচিত?MHBen 150.3
ভাল পথে আনার পরেও, প্রায়ই যারা এমনিভাবে দৃঢ়তার সাথে আসেনি তারা তাদের পূর্বের স্বভাবে এসেছে এবং লেগে রয়েছে এবং সমর্থন করে থাকবে। তারা একেবারে ভ্রষ্ট না। বাহ্যিক নিষেধাজ্ঞার ফলে ভাল উদ্যমে ফিরে আসতে পারে। সাহায্যের হাত ছাড়া অনেকে নিজেদেরকে পুনরুদ্বার করতে পারে না, কিন্তু ধৈর্য, অনবরত চেষ্টার দ্বারা তারা উন্নতি লাভ করতে পারবে। এরূপ প্রয়োজনের সময়ে কোমল বাক্য সুবিবেচনা, সত্যিকারে সাহায্য করে। তাদের এমন ধরনের সাহায্যের দরকার যা তাদের আত্মার নিবু নিবু বাতিটাকে নিবিয়ে না ফেলে। যে সব কার্যকারীরা এই ধরনের ব্যক্তিদের সাহচর্যে আসেন তাদের এইসব বিষয়ে বিবেচনা করতে হবে।MHBen 150.4
অনেকে এমন এমন হীন চরিত্রের লোকদের সাক্ষাৎ পাবে যারা জীবনে তারা যে পরিস্থিতিতে আসলে ভাল হতে পারতো এমন পরিস্থিতির মুখ দেখেনি। কিন্তু ধার্মিকতার সূর্যের উজ্জ্বল রশ্মি তাদের আত্মার ভেতরে আলোকিত করতে হবে। তাদের এমন ধরনের জীবন পাওয়ার সুযোগ পেতে হবে যা তারা ঈশ্বরের চরিত্রের সাথে পরিমাপ করতে পারবে। তাদের মনে অভিজাত ও মহৎ চিন্তাবুনতে হবে। আপনার জীবনের মাধ্যমে মন্দ এবং সিদ্ধ, অন্ধকার ও দীপ্তির মধ্যে যে পার্থক্য তা তাদের বুঝতে দিতে হবে। খ্রীষ্টানের অর্থ কি তা যেন তারা আপনার জীবনের আদর্শ দেখে পড়তে পারে। একজন জঘন্য পাপীষ্ঠ ব্যক্তিকেও যীশু ওপরে তুলে ধরতে পারেন, এবং সেখানে তাদেরকে ঈশ্বরের সন্তান বলে স্বীকার করতে পারে এমন জায়গায় বসাতে পারেন যেন তারা যীশুর সঙ্গে অমর উত্তরাধিকারীদের সঙ্গে যোগ দিতে পারে।MHBen 151.1
স্বর্গীয় অলৌকিক অনুগ্রহের দ্বারা অনেকে জীবনগুলোর জন্য কার্যোক্ষম ব্যক্তিত্বে পরিণত হতে পারেন। ঘৃণা এবং পরিত্যক্তের কারণে তারা সম্পূর্ণ নিরুৎসাহিত হতে পারেন; তারা স্থবির এবং নির্বিকার হয়ে যেতে পারেন। কিন্তু পবিত্র আত্মার সেবার ফলে, তাদের মূঢ়তা যা তাদেরকে আত্মীক উন্নতি লাভ করা থেকে হতাশায় নিমজ্জিত করে রেখেছিল তা দূরীভূত করবে। মনের স্থূলতা এবং মেঘাচ্ছন্নতা জাগরিত হবে। পাপের দাসত্ব থেকে মুক্তি পাবে। পাপ দূরীভূত হবে, এবং অজ্ঞতার ওপরে বিজয়ী হবে। প্রেম দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে কাজ করে আত্মাকে পবিত্র করবে এবং মন প্রফুল্লিত হবে। MHBen 151.2
*****