Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মোশির জীবন থেকে শিক্ষা

    মোশির অভিজ্ঞতা স্মরণ করুন। মিশরের রাজার নাতি উত্তরাধিকারী হিসেবে সর্বপ্রকার শিক্ষা পেয়েছিলেন। তৎকালীন মিশরীয়দের জানা জ্ঞানের কোন কিছুই তাকে এক জন জ্ঞানী ব্যক্তিরূপে গড়ে তোলার বিষয়ে অবহেলা করা হয়নি। তিনি সর্ব শ্রেষ্ঠ নাগরিক ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন ইস্রায়েলদের দাসত্ব থেকে মুক্ত করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু ঈশ্বরের বিচার ছিল ভিন্ন। তাঁর অভিপ্রায় অনুসারে মোশিকে প্রশিক্ষণের জন্য প্রান্তরে এক জন মেষ পালক করে চল্লিশ বছর রাখলেন।MHBen 454.3

    মোশি মিশরে যে প্রশিক্ষণ পেয়েছিলেন তা অনেক ক্ষেত্রে সাহায্য করেছিল, কিন্তু তাঁর জীবন-কার্যে সে মূল্যবান শিক্ষার প্রয়োজন ছিল তা তিনি একজন মেষপালক অবস্থায় গ্রহণ করেছিলেন। মোশি স্বভাবগতভাবে প্রচণ্ড, শক্তিবলে কাজ করার আবেগ সম্পন্ন ব্যক্তি ছিলেন। মিশরের একজন কৃতকার্য সামরিক নেতা এবং রাজা ও জাতির প্রিয়পাত্ররূপে, তিনি প্রশংসা ও তোষামোদ গ্রহণ করতে অভ্যস্ত ছিলেন। তিনি লোকদের নিজের দিকে আকর্ষিত করেছিলেন। তিনি আশা করেছিলেন, তার নিজের শক্তিতে ইস্রায়েলদের দাসত্ব থেকে মুক্ত করে ফেলবেন। ঈশ্বরের প্রতিনিধি হতে যে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, তা থেকে তাঁর প্রশিক্ষণ ছিল অনেক ভিন্ন। যখন তিনি মেষপাল নিয়ে পর্বতের জঙ্গলে ও উপত্যকার সবুজ ঘাসে সময় যাপন করছেন, তখন তিনি আস্থা, নম্রতা, ধৈর্য এবং আত্ম-ত্যাগ স্বীকার করতে শিখেছিলেন। তিনি দুর্বলদের যত্ন, অসুস্থদের শুশ্রূষা করা, পথভ্রষ্টদের অন্বেষণ করা, অবাধ্যদের প্রতি ধৈর্যশীল হওয়া, মেষশাবকের প্রতি স্নেহশীল হওয়া এবং বৃদ্ধ ও দুর্বলদের প্রতি অনুকম্পা প্রদর্শন শিক্ষা গ্রহণ করেছিলেন।MHBen 454.4

    এ কাজের দ্বারা মোশি মহান মেষপালকের কাছে নীত হয়েছিলেন। তিনি ইস্রায়েলের পবিত্রতমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি পূর্বের ন্যায় মহৎ কাজ করার জন্য পরিকল্পনা করেননি। তিনি বিশ্বস্তভাবে সে কাজ করতেই সচেষ্ট ছিলেন যা ঈশ্বর তার সামনে রেখেছিলেন। তার চারপাশে তিনি সদাপ্রভু ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতেন। সমস্ত প্রকৃতি অদৃশ্য ঈশ্বরের কথা বলত। তিনি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে অবগত হয়েছিলেন এবং তাঁর চরিত্র ধ্যান করতে করতে তিনি তাঁর উপস্থিতি অধিকরূপে অনুভব করতে পেরেছিলেন। তিনি অনন্তকালীন হস্তে আশ্রয় পেয়েছিলেন।MHBen 456.1

    এ অভিজ্ঞতার পর, মোশি তাঁর মেষ চরানোর যষ্ঠির পরিবর্তে মমতার যষ্ঠি ব্যবহার করার জন্য স্বর্গের আহ্বান পেয়েছিলেন; যেন তিনি মেষপালন ত্যাগ করে ইস্রায়েল সন্তানদের নেতৃত্ব গ্রহণ করেন। স্বর্গীয় স্বত্তা তাকে আস্থাহীন, তোতলা এবং ভীতু লোক হিসেবে খুঁজে পেল। তিনি ঈশ্বরের মুখপাত্র হতে নিজেকে অযোগ্য মনে করেছিলেন। কিন্তু তিনি ঈশ্বরের ওপর আস্থা স্থাপন করে সে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার দক্ষতার শ্রেষ্ঠ কার্য করণার্থে তাকে আহ্বান করা হয়েছিল। ঈশ্বর তার বাধ্যতায় আশীর্বাদ করেছিলেন এবং এ স্মরণকালের মধ্যে মানুষকে যে কাজ দেয়া হয়েছে তাঁর সর্বশ্রেষ্ঠ যোগ্য ব্যক্তি হতে তিনি ছিলেন বাক্পটু, আশাবাদী, এবং আত্ম প্রত্যয়ী। তার সম্পর্কে লেখা আছে:- “মোশির তুল্য কোন ভাববাদী ইস্রায়েলের মধ্যে আর উৎপন্ন হয় নাই, সদাপ্রভু তাহার সম্মুখাসম্মুখি হইয়া আলাপ করিতেন।”(দ্বিতীয় বিবরণ ৩৪:১০)।MHBen 456.2

    যারা মনে করে তাদের কাজের যথার্থ মূল্যায়ন করা হয় না এবং যারা আরো বড় দায়িত্ব বা পদ পেতে আকুল বাসনা করে, তাদের মনে রাখা প্রয়োজন যে, “কেননা উদয় স্থান হইতে, কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতিলাভ হয়, এমন নয়। কিন্তু ঈশ্বরই বিচারকর্তা, তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।”(গীত ৭৫:৬,৭)। স্বর্গের অনন্তকালীন পরিকল্পনায় প্রত্যেক মানুষের জন্য স্থান আছে। সে সেই স্থান পূরণ করতে পারে কিনা, তা নির্ভর করে সে কিভাবে বিশ্বস্ততার সঙ্গে ঈশ্বরের সাথে সহযোগিতা করে।MHBen 456.3

    আমাদের নিজেদের সম্বন্ধে সচেতন থাকা প্রয়োজন। কখনোই মনে করবেন না যে, তোমাকে যতটুকু সম্মান দেখানো উচিত তা করা হয়নি, তোমার কার্যের যথার্থ মূল্যায়ন করা হয়নি, যে তোমার কাজ অতি কঠিন। প্রত্যেকটি বচসার চিন্তাকালে নীরবে স্মরণ কর, জীবনদাতা কত যাতনা সহ্য করেছেন। আমাদের ঈশ্বরের চেয়ে আমাদের প্রতি ভাল ব্যবহার করা হয়েছে। “তবে তুমি কি আপনার জন্য মহৎ মহৎ বিষয় চেষ্টা করিবে? সে চেষ্টা করিও না।”(যিরমিয় ৪৫:৫) যারা ক্রুশ বহনের চেয়ে মুকুট পরিধান করতে বেশী আকা‫খী তাদের জন্য ঈশ্বরের কোন কাজ নেই। তিনি সে লোকদের প্রতি বেশী আগ্রহী যারা পুরস্কার পাবার চেয়ে দায়িত্ব পালনে অধিক মনোযোগী। যে ব্যক্তি পদোন্নতির চেয়ে নীতির ব্যাপারে বেশী উৎকণ্ঠিত। ‬MHBen 457.1

    যারা নম্র ও বিনয়ী এবং যারা তাদের কাজ ঈশ্বরের কাজ মনে করেন, তারা হয়তো ক্সহ-ক্সচ-কারী ও আত্মগে․রব করার মত বড় কোন কিছু দেখাতে পারে না; কিন্তু তাদের কার্য অধিক গণনা করা হয়। সে সব ব্যক্তি প্রায়ই নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বড় শোভাযাত্রা করেন, তারা মানুষ ও ঈশ্বরের মাঝে ব্যবধান তৈরী করে এবং তাদের কর্ম অকৃতকার্য প্রমাণিত হয়। “জ্ঞানই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর; সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন কর। তাহাকে শিরোধার্য কর, সে তোমাকে উন্নত করিবে, যখন তাহাকে আলিঙ্গন কর, সে তোমাকে মান্য করিবে।”(হিতোপদেশ ৪:৭, ৮)।MHBen 457.2

    যেহেতু অনেকেই নিজেদের পরিবর্তন করতে বদ্ধপরিকর নয় সে জন্য তারা ভুল কর্ম পদ্ধতির কারণে একঘেয়ে হয়ে পড়ে। কিন্তু এরূপ হবার প্রয়োজন নেই। তারা তাদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে শ্রেষ্ঠ সেবা করতে পারে এবং তাদের চাহিদা সর্বদা থাকবে এবং তাদের যথার্থ মূল্যায়ন অবশ্যই করা হবে। যদি কেউ উ‪চ পদের জন্য উপযুক্ত হয়, ঈশ্বর সে দায়িত্ব গ্রহণ করবেন, এ দায়িত্ব শুধু তাদের নয়, কিন্তু যারা নিজেদের পরীক্ষা সিদ্ধ ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ করেছে, যারা নিজেদের মূল্য অবগত আছে, এবং যারা বুঝে সম্মুখে অগ্রসর হতে পারে; যারা দিনের পর দিন বিশ্বস্তভাবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব বহন করেছে, ঈশ্বর তাঁর উপযুক্ত সময়ে তাদের ডেকে বলবেন, “উপরে উঠিয়া আইস।”MHBen 457.3

    যখন মেষপালকেরা বৈথলেহমে তাদের মেষ পাহাড়া দি‪চ্ছিল তখন দূতেরা তাদের দেখা দিয়েছিলেন। সুতরাং বর্তমানেও সে সব নম্র বিনয়ী ঈশ্বরের কার্যকারীরা তাঁর ই‪ছানুসারে কাজ করেন, ঈশ্বরের দূতেরা তাদের পাশে থাকেন; তাদের কথা শুনেন তারা কিভাবে কাজ করেন তা লক্ষ্য রাখেন, দেখেন তাদের হাতে বড় দায়িত্ব দেয়া যায় কিনা। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 458.1

    ধন-সম্পদ, শিক্ষা, অথবা পদমর্যাদার দ্বারা ঈশ্বর মানুষকে মূল্যায়ন করেন না। তিনি মূল্যায়ন করেন তাদের অনন্তর বিশুদ্ধতা এবং চরিত্রের সৌন্দর্যের দ্বারা। তিনি দেখেন তারা কতটুকু তাঁর বিশ্বাস ধারণ করে আছে এবং তাদের জীবনে তাঁর আদর্শ কতটুকু প্রকাশিত হয়েছে। স্বর্গে মহৎ হতে হলে শিশুদের ন্যায় সরল, বিশ্বাস এবং প্রেমে খাঁটি হতে হবে।MHBen 458.2

    জীবনদাতা প্রভু যীশু খ্রীষ্ট বলেছেন, “তোমরা জান, পরজাতীয়দের অধিপতিরা তাহাদের উপরে প্রভুত্ব করে, এবং যাহারা মহান, তাহারা তাহাদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে সেইরূপ হইবে না; সে তোমাদের পরিচারক হইবে।”(মথি ২০:২৫, ২৬)।MHBen 458.3

    স্বর্গ থেকে যে মহামূল্যবান উপহার মানুষকে দিতে পারেন তা হ‪চ্ছে, জীবনদাতা প্রভু যীশুর দুঃখের সহভাগিতায় বিশ্বাস রাখা এবং সর্বশ্রেষ্ঠ গৌরব বলে মনে করা। যা হনোকের জীবিত অবস্থায় স্বর্গে গমন ও ভাববাদী এলিয়ের অগ্নিরথে চড়ে স্বর্গগামী হউন, যোহন বাপ্তাইজক, যিনি অন্ধকারময় কারাগারে সাজা পেয়ে ধ্বংস হয়েছেন তার চেয়ে বেশী সম্মানজনক নয়। “যেহেতু তোমাদিগকে খ্রীষ্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাঁহাতে বিশ্বাস কর, তাহা নয়, কিন্তু তাঁহার নিমিত্ত দুঃখভোগও কর।”(ফিলিপীয় ১:২৯)।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 458.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents