Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মিতাচার এবং আত্মসংযমঃ

    যে সব সতর্কতার সাহায্যে মায়ের তার নিজের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত সেগুলো গ্রন্থে (পবিত্র বাইবেলে) লেখা রয়েছে। ইস্রায়েল জাতির উদ্ধারকর্তা হিসেবে সদাপ্রভু যখন শিমিয়নকে মাতৃ-গর্ভে বৃদ্ধি করেছিলেন, তখন সদাপ্রভুর দূত মায়ের কাছে তার নিজের অভ্যাস ও তার শিশুটির প্রতি তার করণীয় সম্পর্কে বিশেষ বার্তা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। “সাবধান,” তিনি বললেন, “সে দ্রাক্ষারস কি সুরা পান করিবে না, এবং কোন অশূচি দ্রব্য ভোজন করিবে না।”(বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৩:৭, ১৩)।MHBen 349.1

    অনেক অভিভাবকদের অভিভাবকীয় প্রভাব ক্ষণিকের জন্য বিবেচনা করে; কিন্তু স্বর্গ ঠিক সে ভাবে বিবেচনা করে না। বার্তাটি ঈশ্বরের দূত, দুইবার অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে ধর্মীয় আচার অনুষ্ঠানের মত পালন করতে বলেছিলেন, বার্তাটি আমাদের অধিক উপযুক্ত সতর্ক চিন্তাদেখিয়ে দেয়।MHBen 349.2

    বাক্যগুলো ইব্রীয় মায়ের কাছে বলার মাধ্যমে, ঈশ্বর সর্বযুগের সব মায়ের কাছে বলেছেন:- “তাকে সাবধান হতে বল,” দূতটি বললেন; “আমি যা কিছু তাকে বলেছি, তা তাকে পালন করতে বল।”শিশুটির কল্যাণ মায়ের অভ্যাস দ্বারা প্রভাবিত হবে। তার (মায়ের) ক্ষুধা এবং আবেগ অনুভূতিগুলো নিয়মনীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঈশ্বরের উদ্দেশ্য সাধন করতে তার শিশুর জন্মের জন্য তাকে কিছু কিছু জিনিস থেকে দূরে থাকতে হবে। কিছু কিছু জিনিসের বিরুদ্ধে কাজ করতে হবে। তার শিশুর জন্মের আগে তিনি (মা) যদি আত্মপ্রশ্রয়ী হন, তিনি যদি স্বার্থপর হন, অধৈর্য্য হন, এবং অত্যন্ত কঠোর হন, তা হলে এইসব চারিত্রিক বৈশিষ্ট্যগুলোও তার সন্তানের স্বভাবের মধ্যে প্রতিফলিত হবে। এইভাবে অনেক শিশু জন্মসূত্রে মন্দের প্রতি অজেয় প্রবণতা পেয়ে থাকে।MHBen 349.3

    কিন্তু মা যদি অবিচলিতভাবে ন্যায়নীতির প্রতি অনুগত থাকেন, যদি তিনি মিতব্যায়ী হন ও আত্মত্যাগী হন, যদি তিনি দয়ালু হন, বিনয়ী হন, এবং নিঃস্বার্থপর হন, তাহলে তিনি হয়তো এই একই চারিত্রিক গুণাবলীগুলো তার সন্তানকেও দেবেন। মায়ের সুরাপান করার প্রতি নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্ট। জৈব বাসনা চরিতার্থ করতে মা কর্তৃক গৃহীত সুরার প্রতিটি ফোঁটা তার শিশুর শারীরিক, মানসিক, আত্মিক স্বাস্থ্যকে বিপদ্গ্রস্ত করতে এবং এটা তার (মায়ের) স্রষ্টার বিরুদ্ধে একটা সরাসরি পাপ।MHBen 350.1

    অনেক পরামর্শদাতা এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে মায়ের প্রতিটি ই‪ছা পূরণ করা উচিত; যদি তিনি চান যে কোন ধরনের খাবার, তা যদি একটু ক্ষতিকারকও হয়, তবুও তাকে অবাধে তার ক্সজব ক্ষুধা নিবৃত্ত করতে দেয়া উচিত। এই ধরনের উপদেশ ভুল এবং ক্ষতিকর। মায়ের শারীরিক প্রয়োজনকে কোন কারণেই অবহেলা করা উচিত নয়। দু’টি জীবন তার উপরে নির্ভর করে, তার ই‪ছাগুলোকে কোমলতার সাথে শ্রদ্ধা করা উচিত, তার প্রয়োজনগুলোকে উদারতার সাথে পূরণ করা উচিত। তবে সর্বোপরি একই সময় যা কিছু শারীরিক অথবা মানসিক শক্তিকে দুর্বল করে এমন যে কোন ধরনের খাবার অথবা অন্য যা কিছু হউক না কেন তা এড়িয়ে চলা উচিত। ঈশ্বর নিজেই তাকে (মা’কে) আত্মনিয়ন্ত্রণ করতে অবশ্যই পালনীয় কিছু বিধিনিষেধের মধ্যে রেখেছেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 350.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents